নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

ভারতের ৩৭.৩৬ ভাগ মানুষ প্রাতিষ্ঠানিক ভাবে সাম্প্রদায়িক

০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৩৫



নূপুরের সাম্প্রদায়িক বিষ বাষ্প ছড়ানো কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। গুজরাট হত্যাকাণ্ডের কথা কি ভুলে যাওয়া যায়? এরপরে রয়েছে বাবরী মসজিদ ভাঙ্গার ঘটনা। এই সব ঘটনাই ভারতে একটি নির্দিষ্ট সাম্প্রদায়িক দল দ্বারা ঘটে চলেছে? আর সেই দলকে ভারতের ৩৭.৩৬ ভাগ মানুষ এমনি এমনিই ভোট দিয়ে দিলো? কেন!

যেসব দেশে সাম্প্রদায়িক দাঙ্গা হোয়, তার মাঝে ভারত শীর্ষে। ১৯৬৪ সালে কলকাতায় হিন্দু-মুসলিম দাঙ্গা দিয়ে শুরু। ১০০-জন ভারতীয় এতে নিহত হোন। এই রায়টের কারণে ৭০,০০০ মুসলমানকে তাঁদের ঘর-বাড়ি ছাড়া হতে হোয়। ৫৫,০০০ মুসলমানকে ভারতীয় সেনারা আশ্রয় দান করায় তারা বেঁচে যান। ১৯৮৩ সালে আসামে প্রায় ১৮০০ মুসলমানকে জবাই করে হত্যা করা হোয়। ১৯৬৯-১৯৮৯ সাল পর্যন্ত গুজরাটে চলা দাঙ্গায় ৩১৩০-জন মানুষ মারা যান। ১৯৮৭ সালে, উত্তর প্রদেশের মিরাট শহরে হামলায় অনেক মুসলমান মৃত্যু বরণ করেন। এভাবে ১৯৯২ সালে মুম্বাই, ২০০২ সালে আবারো গুজরাটে, ২০১৩ সালে মুজাফফরনগর, ২০২০ সালে দিল্লী রায়টে মুসলমানদের উপর হামলা-অত্যাচার চলে।

এই সকল রায়টের পিছনে ভারতের শুধু রাজনৈতিক দলগুলো নয়, সেই সাথে সাধারণ জনগণও জড়িত। আর, যেসব সাধারণ জনগণ এসবে জড়িত তারা সন্ত্রাসী। সেই হিসেবে বলা যায়, ভারতের ৩৭.৩৬ ভাগ মানুষ হয় সন্ত্রাসী নাহয় সন্ত্রাসী দলকে সাপোর্ট করে।

ভাবতেই, অবাক লাগে, একটি দেশের এতোগুলো মানুষ সাম্প্রদায়িকতার মতো বাজে কাজের সাথে জড়িত!!!


======
সূত্রঃ চাইলে দেওয়া হবে
=================



মন্তব্য ২৪ টি রেটিং +১/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৪৬

খাঁজা বাবা বলেছেন: ভারতীয়রা আসলেই জাতীগত ভাবে প্রচন্ড সাম্প্রদায়িক।
মাঝে মাঝে আমি চিন্তা করি, কোনদিন যদি ভারত আমেরিয়ার মত সুপার পাওয়ার হয়ে যায় তো সারা পৃথিবীর কি অবস্থা করবে তারা।
আর পাশের দুর্বল প্রতিবেশী হিসেবে আমাদের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি সব ভারতীয়কে দোষ দিবো না।

আপনি মনে হোয় লক্ষ্য করেননি, আমি বলেছি ৩৭.৩৬% সাম্প্রদায়িক। এর অর্থ, ৬২.৬৪ ভাগ ভারতীয় সাম্প্রদায়িক নন।

তাই, জাতিগত ভাবে এমন হওয়ার প্রশ্নই উঠে না। মহাত্মা গান্ধীও ভারতীয় ছিলেন।

আশা করি আপনি বুঝতে পারছেন।

শুভেচ্ছা।

২| ০৯ ই জুন, ২০২২ দুপুর ২:৪৮

শূন্য সারমর্ম বলেছেন:

ভারতের এখন একটা হিটলার খু্ব দরকার,৩৮ ভাগ কাজ পাবে,আনন্দ পাবে ;মোদী হিটলারের অভাব পূরণ করছে?

০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


শিশুদের মেরে হিটলার ভালো কাজ করেনি।

যে মুসলমানরা হিটলারকে ভালো ভাবে, তারা একদিন এর জন্যে পস্তাবে।

ধন্যবাদ।

৩| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মোদী ভারতকে আরো বেশি সাম্প্রদায়িক করেছে। যে মোদী পূর্বনাম ছিল গুজরাটের কসাই; আমেরিকা সেজন্য মোদীর ভ্রমন নিষিদ্ধ করেছিল।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


মৌলবাদীদের কেউই পছন্দ করে না। সব জায়গায় তারা পরিত্যাজ্য।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:১৯

জুল ভার্ন বলেছেন: রাস্ট্রীয় নীতিতেই ভারত একটা সাম্প্রদায়িক রাস্ট্র।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভারতে অনেক মানুষ সাম্প্রদায়িক নন।

আমাদেরকে 'হিন্দু ধর্ম' আর 'হিন্দুত্ববাদী দর্শন' - এই দুইয়ের মাঝে পার্থক্য বুঝতে হবে।

শুভেচ্ছা।



৫| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:২৩

শাহ আজিজ বলেছেন: আপনার লেখায় সুত্র দরকার নেই কারন আমি ১৯৬১ সাল থেকে দেখছি বুঝছি , তার আগেও ৪৬ সালের দাঙ্গা উল্লেখযোগ্য । ভারতে দাঙ্গার জন্য ভারতীয়রাই দায়ী। মোদীকে গাল দিলে লীগ কেন ক্ষেপে যায় , বলুন তো ?

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অনেক ধন্যবাদ।

মোদীকে গাল দিলে লিগ কেন ক্ষেপে এর কারণ আমার জানা নেই যে, শ্রদ্ধেয় শাহ আজিজ ভাই!!!

শুভেচ্ছা নিরন্তর।

৬| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৪

খাঁজা বাবা বলেছেন: আমি ৩৬% এর কথা বলিনি।
পুরো জাতীর কথা বলেছি। কিছু আলাদা তো থাকবেই। আমি শুধু ধর্মীয় সাম্প্রদায়িকতার কথাও বলিনি।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি ওদের পুরো জাতিকে সাম্প্রদায়িক মনে করি না।

ধন্যবাদ।

৭| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: সবদেশে সাম্প্রদায়িক লোক থাকে। বাংলাদেশে সবচেয়ে বেশী মনে হয়।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশে মনে হয় এতো রায়ট হয়নি ভারতের মতো!

ধন্যবাদ নিরন্তর।

৮| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৭

রানার ব্লগ বলেছেন: আপনার কি মনে হয় কেবল ভারত সাম্প্রদায়িক , আপনি যে দেশে বাস করেন সেইখান কার লোকও সাম্প্রদায়িক , পাকিস্থানীরা সাম্প্রদায়িক আর সব থেকে বেশি সাম্প্রদায়িক নেপালীরা !!

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভারতে ঘটা এতো এতো রায়ট কি প্রমাণ করে?

আমি ভারতে সব মানুষকে সাম্প্রদায়িক মনে করি না। তবে, তাদের এক তৃতীয়াংশ সাম্প্রদায়িক।

ধন্যবাদ।

৯| ০৯ ই জুন, ২০২২ বিকাল ৪:৪২

সোনাগাজী বলেছেন:



পাক ভারতের সবার একই অবস্হা, সবাই অন্যের প্রতি আংগুল দেখাচ্ছে।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:০৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এখন ভারতের দিকে আঙ্গুল দেখানোর সময়।

ধন্যবাদ নিরন্তর।

১০| ০৯ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
একদম খাটি কথা।
শুধু মুখে বলে গনতন্ত্র আর
অসাম্প্রদায়িকতার কথা।
বিজেলি সরকার মানেই
কট্টর মৌলবাদী।

০৯ ই জুন, ২০২২ রাত ৮:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মৌলবাদী কেউ পছন্দ করে না।

আমিও করি না।

শুভেচ্ছা নিরন্তর।

১১| ০৯ ই জুন, ২০২২ রাত ৯:৪২

গরল বলেছেন: কাউ একজন ব্লগেই বলেছিল ভারত একটা হিন্দু পাকিস্তান, কে বলেছিল আমার মনে নেই তবে আমারও তাই মনে হয়।

০৯ ই জুন, ২০২২ রাত ৯:৫৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাহ! বেশ তো!

শুভেচ্ছা।

১২| ০৯ ই জুন, ২০২২ রাত ১০:১১

রাজীব নুর বলেছেন: আমি ভারত দেশটাকে পছন্দ করি।

০৯ ই জুন, ২০২২ রাত ১০:২৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভারতের অনেক কিছুই আছে পছন্দ করার মতো।

শুভেচ্ছা নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.