নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে আসলেই কি বড় আকারের দূর্নীতি হোয়? আপনার কাছে আমার মতো প্রমাণ আছে কি?

০৯ ই জুন, ২০২২ রাত ১১:৪৭



আমাদের নিজেদের অনেকেরই পাসপোর্ট নিতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের সময় টাকা দিতে হয়েছে। ভূমি অফিসেও ছোটখাটো দূর্নীতির সম্মুখীন হয়েছেন, হয়তো। কিন্তু, বড় আকারের দূর্নীতি চাক্ষুষের অভিজ্ঞতা? আমি আজ নিজের অভিজ্ঞতার কথা বলবো। নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে হওয়া বড় আকারের দূর্নীতির কিছু প্রমাণ আমি জোগাড় করেছিলাম।

কয়েক মাস আগে, আমার কাছে একদিন আমার এক বন্ধুর পরিচিত জাতীয় দলের উপদেষ্টা যোগাযোগ করলেন। বাড়ি তার পাবনা। কি ব্যাপার? আপনারা সবাই জানেন যে, আমি ব্যবসা করি। সেই সূত্রেই তার সাথে আমার একবার দেখা হয়েছিলো, কয়েক বছর আগে। এবারে তিনি আমাকে বললেন, একটা প্রজেক্টের ব্যাপারে কথা বলতে চান। তিনি আমাকে হ্যোয়াটস এপে যোগাযোগ করতে বললেন। আমি তাকে ফোন করলে, তিনি সাক্ষাতে জানাতে চাইলেন। আমি এপোয়েন্টমেন্ট দিলাম।

নির্দিষ্ট দিনে তিনি জানালেন যে, তার কাছে জাজিরা পয়েন্টে ড্রেজিং-এর একটি প্রজেক্ট আছে। তাকে যেন একটি ডেজিং কোম্পানি জোগাড় করে দেই। কয়েকশো কোটি টাকার কাজ। যোগাড় করে দিতে পারলে আমাকে কমিশন দিবেন। বুঝতে পারলাম এখানে কোন ঘাপলা আছে। মাথায় রক্ত ছরে গেলো। আমাকে অসৎ কাজে সহযোগিতা করতে বলছে! প্রথমে ভাবলাম না করে দেই। পরে ভাবলাম, একটা প্রমাণ রাখা দরকার। ভবিষ্যতে কোন উপায় বের হলে, তথ্য দিয়ে গোয়েন্দা বাহিনীকে সাহায্য করা যাবে। আমি তাকে বললাম- আমি রাজি।

এরপরে, কয়েক দিন গেলো। তিনি আমাকে বললেন যে তার কিছু টাকা দরকার। আমি সাহায্য করতে পারবো কি না। আমি তাকে ১ লক্ষ টাকা দিয়ে দিলাম। প্রথমবার ক্যাশ, দ্বিতীয়বার বিকাশের মাধ্যমে। শুধু তাই নয়, একটি স্বনামধন্য ড্রেজিং কোম্পানির কাছে নিয়ে গেলাম।

সেই ড্রেজিং কোম্পানীর চীফ অপারেটিং অফিসারের কাছে আমার সামনেই ঘুষ চাওয়া হলো, খুলনা শিপ ইয়ার্ডের একজন বড় কর্মকর্তার নামে। ড্রেজিং কোম্পানিও মৌখিক ভাবে রাজি হওয়ে গেলো।

এরপর থেকে জাতীয় পার্টির সেই মানুষটা হাপিশ!!! আমার সাথে আর দেখা করছেন না!!! :)

তবে, যাই হোক, বাংলাদেশে যে বড় আকারের দূর্নীতি হোয়, তা আমার কাছে প্রমাণ হওয়ে গেলো। এতও দিন শুনে এসেছিলাম। এখন নিজে জানি।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০২২ রাত ১১:৫৭

নূর আলম হিরণ বলেছেন: আপনার আশেপাশের সরকারি কোনো ইনফ্রাস্ট্রাকচারের দরপত্রের মূল্য ও কাজের কোয়ালিটি দেখে সামান্য যোগ বিয়োগ করলেই পেয়ে যাবেন এমন অনেক বড় দুর্নীতির ব্যাপার।

১০ ই জুন, ২০২২ রাত ১২:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমি এসব পেপারেই পড়তাম। টিভিতে দেখতাম।

এখন নিজে জানি, বড় দূর্নীতি হোয়।

ধন্যবাদ নিরন্তর।

২| ১০ ই জুন, ২০২২ রাত ১২:০৪

শূন্য সারমর্ম বলেছেন:

টিভি সিরিজ বানানো দরকার বড় বড় পুকুর চুরি নিয়ে ; আপনাদের মত লোকদের কাছ থেকে অভিজ্ঞতা নিয়ে।

অফিসারের কাছে কত ঘুষ চাওয়া হয়েছিলো?

১০ ই জুন, ২০২২ রাত ১২:২০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চীফ অপারেটিং অফিসারের কাছে ৬% চাওয়া হয়েছিলো।

ধন্যবাদ নিরন্তর।

৩| ১০ ই জুন, ২০২২ রাত ১২:১৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
যে দেশে বালিশ কেনা হয় হাজার হাজার
টাকা দিয়ে। যে দেশে নাস্তার বিল হয় কয়েক
হাজার টাকা, যেখানে একটি কলম কেনা হয়
কয়েক শত টাকায় সে দেশে বড় বড় দূর্নীতি
হয় কিনা তা জানতে চান?
না আমাদের দেশে বড় বড়
দূর্নীতি হয় না। হয় সাগর চুরি!!

১০ ই জুন, ২০২২ রাত ১২:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার কাছে হয়তো অনেক বড় বড় প্রমাণ আছে।

আমি শুধু খবরের কাগজ পড়েই জানতাম।

তথ্য উদঘাটনে গোয়েন্দাগিরি এই প্রথম।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১০ ই জুন, ২০২২ রাত ১:০৭

রাজীব নুর বলেছেন: আমি নিজের চোখে দেখেছি- কোটি কোটি টাকা আদান প্রদান হতে। অসৎ টাকা। কালো টাকা।

১০ ই জুন, ২০২২ সকাল ১১:২৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কালো টাকা লেনদেন একটি বাঞ্জে জিনিস।

ধন্যবাদ নিরন্তর।

৫| ১০ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৬

ঋণাত্মক শূণ্য বলেছেন: শিক্ষা অধিদপ্তর থেকে একজন একবার যোগাযোগ করেছিলেন। ৫০০+ স্কুলের ওয়েব সাইট করে দিতে হবে। বিল করতে হবে ৫লক্ষ টাকা, আমি পাবো ২লক্ষ। সে নিবে বাকিটা। অসৎ পথ আছে বলে আমি কাজ করিনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.