নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

একজন গুরুর খোঁজে

১০ ই জুন, ২০২২ বিকাল ৫:১৭



গুরু রুমি বলেছেন- ''যখন কোন ভ্রমনের উদ্দেশ্যে বের হও, এমন কারো কাছ থেকে উপদেশ চেওনা যে কখনো ঘর থেকেই বের হয়নি।''

কথাটি'র গুরুত্ব অপরিসীম। আমাদের চলার পথে অনেকেরই উপদেশ প্রয়োজন পড়ে। আবার এমনো হয়, অনেকে যেচে পড়ে উপদেশ দিয়ে যান। সে সময় দোটানায় পড়তে হয় এই ভেবে যে, কার উপদেশ মানবো আর কারটা মানবো না।

জীবনের সংক্ষিপ্ত কংকরময় পথে কারো না কারো উপদেশ তো মানতেই হবে। আর সঠিক উপদেশ দিতে পারা একজন গুরুকে খুঁজে বের করা পানিতে নুড়ি ছেঁচে হীরা পাওয়ার মতই কঠিন একটি কাজ।

গুরু নিয়ে লেখার শেষে, হাসানের একটি গানের কয়েকটি লাইন মনে পরে গেলো-

গুরু আছে কত জনা আমারও দেশে,
কেউবা ফকির, কেউ সন্ন্যাসী, অচেনা বেসে।
সে তো গুরু যে জন বলে, ভক্তিরো কথা-
খুঁজে ফিরে জনে জনে, অজানা ব্যথা!

এই কঠিন কাজটি কয়জন করতে পারে! সেই কঠিন কাজটি করতে পারা গুরু খুঁজছি বহু দিন ধরে।




মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২২ বিকাল ৫:৩০

রাজীব নুর বলেছেন: আপনি নিজেই তো একজন গুরু।

১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তারই গুরু হওয়ার সম্ভাবনা থাকে যার একজন গুরু আছে।

আফসোস, আমার কোন গুরু নেই, এখন পর্যন্ত।

শুভেচ্ছা নিরন্তর।

২| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৪১

শূন্য সারমর্ম বলেছেন:

রুমীর দর্শন পেছনে পড়ে থাকার কথা ছিলো না,কিন্তু পেছনে কেন?

১০ ই জুন, ২০২২ রাত ৮:১০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



পেছনে পরে আছে!!! জানতাম না তো!

শুভেচ্ছা।

৩| ১০ ই জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মহান ব্যক্তি।

১০ ই জুন, ২০২২ রাত ৮:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


রুমী সত্যিই মহান ছিলেন।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.