নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যুগে যুগে সেতু নির্মাণে সিলেটের সন্তানেরা

২৭ শে জুন, ২০২২ দুপুর ১:৩৮



যারা সিলেট হয়ে মেঘালয় বেড়াতে যান তাদেরকে ডাউকি সেতু পার হতে হোয়। যারা জাফলং জিরো পয়েন্ট বেড়াতে গিয়েছেন, তারা সেখানে ভারতের একটি ঝুলন্ত সেতু দেখতে পান। এই সেতুটি নির্মিত হয়েছিল ১৯৩২ সালে। আপনারা জানান কি, এই সেতু নির্মাণের প্রধান প্রকৌশলী ছিলেন সিলেটের সন্তান প্রফেসর জামিলুর রেজা চৌধুরীর বাবা আবিদ রেজা চৌধুরী?

সেতুটি নির্মাণের ইতিহাসও বেশ চমকপ্রদ। ১৯১৯ সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শিলং বেড়াতে এসেছিলেন। এটা শুনে তৎকালীন শ্রীহট্টে (বর্তমান সিলেট) কবিকে নিয়ে আসার তোড়জোর শুরু হয়। কিন্তু বিপত্তি দেখা দেয় যাত্রাপথ। তখন উমগট নদীর উপর কোন সেতু ছিল না, গাড়ি চলার পথও সেভাবে ছিল না। মানুষ পার হতো মানুষের পীঠে চড়ে! রবীন্দ্রনাথ মানুষের পীঠে চড়ে এভাবে আসতে রাজী হননি। অনেকটা ঘুরে তাই ট্রেনে করে তিনি সিলেটে আসেন গৌহাটি-বদরপুর-লাতু (বড়লেখার শাহবাজপুর)-কুলাউড়া পথ দিয়ে।

এরপরই সিলেট-শিলং সরাসরি সড়ক পথটি নির্মাণের আলোচনা জোরালো হয়। তখনকার প্রভাবশালী কংগ্রেস নেতা ও মন্ত্রী সিলেটের বুরঙ্গা গ্রামের বসন্ত কুমার দাস বিষয়টি নিয়ে উদ্যোগী হন। তার চেষ্টায় বাজেট বরাদ্দও হয়ে যায়। কিন্তু উমগট নদীতে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়কে যুক্ত করতে কঠিন একটি সেতু নির্মাণের দরকার পড়ে। তখন আবিদ রেজা চৌধুরী প্রকৌশলী হিসেবে শিলংয়ে চাকরি করছিলেন। আবিদ রেজার বাড়ি ছিল তৎকালীন সিলেটের করিমগঞ্জে, পরে তার পরিবার বড়লেখার শাহবাজপুরে থিতু হয়েছিল। তার উপরই পড়ে সেতুর নকশার ভার। ১৯৩০ সালে আবিদ রেজার নকশা, নির্দেশনায় তৈরি হতে থাকে এই সেতু।

ব্রিটিশ ভারতে আসাম প্রদেশের রাজধানী ছিল শিলং। আর সিলেট ছিল আসামের একটি জেলা শহর। দুই গুরুত্বপূর্ণ শহরের মধ্যে ৯০ বছর আগে তৈরি হয় সরাসরি যোগাযোগের পথ। যা আজও চলামান।

গল্পটি এই সময়ে প্রাসঙ্গিক কারণ আবিদ রেজার পুত্র অধ্যাপক জামিলুর রেজা চৌধুরীও আরেকটি ভীষণ গুরুত্বপূর্ণ সেতুতে ইতিহাসে নাম উঠালেন। প্রয়াত জামিলুর রেজা ছিলেন পদ্মা সেতুর প্রধান পরামর্শক। মানুষের চলাচলের ব্যবস্থাকে সহজ করে দেওয়া দুই কীর্তিমানকে শ্রদ্ধা।

আবিদ রেজা চৌধুরী
প্রধান প্রকৌশলী
ডাউকি সেতু, উমগট্ নদী ১৯৩২ খ্রিস্টাব্দ
পশ্চিম জয়ন্তিয়া জেলা, মেঘালয়, ব্রিটিশ ভারত

জামিলুর রেজা চৌধুরী
প্রধান পরামর্শক
পদ্মা সেতু, পদ্মা নদী ২০২২ খ্রিস্টাব্দ
মুন্সিগঞ্জ-শরীয়তপুর জেলা, বাংলাদেশ


(তথ্যসূত্র - মিলু কাশেম, ছবি - সংগ্রহ)
লেখাটি ফেসবুকের একটি পোস্ট থেকে কপি-পেস্টকৃত

মন্তব্য ২০ টি রেটিং +১/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১:৪৭

শূন্য সারমর্ম বলেছেন:


জামিলুর রেজা ব্রীজ দেখে যেতে পারেনি।


*** আাপনি কি আমার মেইল এখনো পাননি?

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:০৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


না, তিনি দেখে যেতে পারেননি।

আমি আপনার মেইল পাইনি।

ধন্যবাদ নিরন্তর।

২| ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:০৭

খায়রুল আহসান বলেছেন: লেখাটি একটি হোয়াটসএ্যাপ গ্রুপ থেকে আমার কাছেও এসেছে। ভালো করেছেন, পোস্টের নীচে তথ্যসূত্র উল্লেখ করে।
সিলেটের 'রেজা চৌধুরী পরিবার' একটি শিক্ষিত, সম্ভ্রান্ত ও স্বনামধন্য পরিবার।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


চমৎকার লেখা। তাই, শেয়ার করার লোভ সামলাতে পারিনি।

শুভেচ্ছা নিরন্তর।

৩| ২৭ শে জুন, ২০২২ দুপুর ২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই বিষয়গুলো সবার জানা উচিত। শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৭ শে জুন, ২০২২ বিকাল ৩:০৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আমাদের ইতিহাস জানতে হবে।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:০৫

শূন্য সারমর্ম বলেছেন:

আমার মেইলে কোথাও সমস্যা; এখানে বলছি (আমি আপনার কর্জে -হাসানা প্রজেক্ট থেকে শিক্ষার উপলক্ষে ২০০০০ টাকা লোন নিতে চাচ্ছি, ১০-১২ মাস সময়ের ইনস্টলমেন্টে।

আমি কি নিতে পারবো?

২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


এপ্লাই করুন। মেইল দিন।

৫| ২৭ শে জুন, ২০২২ বিকাল ৪:২৪

শূন্য সারমর্ম বলেছেন:

[ [email protected] ]

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

আপনার উচিৎ আমাকে ইমেইল দেওয়া। নিজের ইমেইল শেয়ার করা উচিৎ নয়।

ধন্যবাদ।

৬| ২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:২৭

সোনাগাজী বলেছেন:



ভালো

২৭ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার ধন্যবাদ পৌঁছে যাক সঠিক গন্তব্যে।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ২৭ শে জুন, ২০২২ রাত ৮:১১

শূন্য সারমর্ম বলেছেন:


এপ্লাই করেছি।

২৮ শে জুন, ২০২২ রাত ৮:১৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ধন্যবাদ।

৮| ২৭ শে জুন, ২০২২ রাত ৮:৫৩

কামাল৮০ বলেছেন: আমি দুই হাজার সালের দিকে ডাউকি দিয়ে শিলং বেড়াতে যাবার সময় সেতুর উপর দিয়ে বাসে গেলাম।১০/১২ দিন পর ফেরার সময় সেতুর কাছে এসে বলছে বাস আর যাবে না।সেতুর উপর দিয়ে হেটে হেটে চেক পোষ্টে আসলাম।বেশ খানিকটা পথ।ভাগ্য ভাল যে সাথে বেশি কিছু ছিল না।সেতুটি দেখে মনে পড়লো সেদিনের কথা।

২৮ শে জুন, ২০২২ রাত ৮:১৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


অভিজ্ঞতা দেখছি ভালো নয়।

ধন্যবাদ।

৯| ২৮ শে জুন, ২০২২ রাত ১২:৫৭

রাজীব নুর বলেছেন: পোষ্টের সাথে যে ছবিটা দিয়েছেন, সেই সেতু টা বাংলাদেশের নয়। ভারতের। তবে সেতুটা বাংলাদেশ থেকে দেখা যায়। একদম বর্ডার বরাবর।

২৮ শে জুন, ২০২২ রাত ৮:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:

ভারতের সেতু, বাংলাদেশীর তৈরী?

ধন্যবাদ নিরন্তর।

১০| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এই বিষয়টি পূর্বে জানা ছিল না। যদি এটা সত্যি হয়ে থাকে তবে নিশ্চয়ই তা প্রশংসনীয় সিলেটবাসীর জন্য। এরা কি বর্তমান রেজা চৌধুরী বংশীয় পূর্বপুরুষ?

১১| ২৮ শে জুন, ২০২২ সকাল ১১:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরেকটি বিষয় ,আপনার কর্জে হাসানা প্রকল্পটির নীতিমালা কী রকম?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.