নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আমি কেন নির্দিষ্ট কোন ব্লগারকে কমেন্ট ব্যানের বিপক্ষে

১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:০৭



ব্লগ লেখালেখির জায়গা। আপনি যত লিখবেন, আপনার লেখার ধার তত বাড়বে। আর, যত বেশি পড়বেন, তত বেশি জ্ঞান বাড়বে। যত বেশি কমেন্ট করবেন, তত বেশি গুগল আপনার ব্লগের রেটিংকে উঁচুতে তুলে ধরবে। তাই, হয়তো দেখা যায়, অনেকের কমেন্ট সংখ্যা অন্যান্যদের চেয়ে বেশি। আমি অনেক পড়লেও, কমেন্ট করি কম।

এবারে আসি, কমেন্ট ব্যানের ক্ষেত্রে। ব্লগে কিছু সিনিয়র ব্লগার ক্ষুরধার মন্তব্য করে থাকেন। নিজের অভিজ্ঞতা থেকে আমি দেখেছি, এই ক্ষুরধার মন্তব্য সহ্য করা খুব কঠিন কাজ। কিন্তু, এটা কি খেয়াল করেছেন যে এমন কঠিন মন্তব্য কমেন্ট খরার যুগে আপনার পোস্টের ভিউ বাড়িয়ে দিচ্ছে? আমাদের যুগের সেরা ব্লগার আপনার পোস্টে কি কমেন্ট করেছেন, তা দেখার জন্যে অনেক ব্লগারই ছুটে আসেন। এই ফাঁকে আপনার লেখাটাও পড়া হয়ে যাচ্ছে অনেকেরই।

এটাই তো চাই! এতো কষ্ট করে লেখা কোন পোস্ট যদি কেউ না পড়ে, সেখানে যদি কমেন্ট না হয়, আপনার কি দুঃখ লাগবে না? অন্তত একজন ব্লগার সেটা পড়ছেন, সেটা তো অনেক বড় ব্যাপার। হোক না সেটা কঠিন মন্তব্য! বি পজিটিভ! এই মন্তব্য আপনাকে ডিপ্রেশন থেকে মুক্তি দিবে। আপনার মেধা যত যাচাই করবেন, তত বেশি তা কর্মক্ষম হবে।

আরেকটা ব্যাপার। যাকে কমেন্ট ব্যান করতে চাচ্ছেন, তিনি কিন্তু ইচ্ছা করলে অন্যান্য ব্লগ পোস্টে গিয়েও আপনাকে কঠিন মন্তব্য করতে পারেন। সেটা ভালো না নিজের পোস্টের মাঝে তা সীমাবদ্ধ রাখা উচিৎ যেখানে কন্ট্রোলটা আপনার নিজের হাতে থাকবে? ব্যাপারটা একটু ভেবে দেখবেন, প্লিজ।

তাই বলবো, কমেন্ট ব্যান একটি বোকামি কাজ।

হ্যাপি ব্লগিং! শুভেচ্ছা নিরন্তর।

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৩৪

নতুন বলেছেন: বাস্তবে আপনি কাউও আপনার প্রতি মন্তব্য করা ব্যান করতে পারবেনা না। প্রতিদিন যেহেতু আপনাকে বাস্তবজীবনে মানুষের সাথে আলোচনায় মন্তব্য/ সমালোচনার জবাব দিতেই হবে, তাই ব্লগে না হয় বাকা কথার জবাব দেবার প্রক্টিসটা না হয় করলেন!!!

ব্লগে নানান বিষয়ে ক্যাচাল দেখে অনেক কিছুই শিখেছি। এখন বাস্তবে সামনা সামনি মানুষ ক্যাচাল করে কেউই সুবিধা করতে পারে না। =p~

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কিছু ব্লগার আতংকিত হয়ে যান। অবশ্য আতংকিত হবার যথেষ্ট কারণ আছে।

তবে, প্যানিক জোনের পরেই সাফল্য আসে।

ধন্যবাদ নিরন্তর।

২| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৪৩

স্বাধীন বাংলা ৭১ বলেছেন: আপনার বক্তব্যের সাথে সহমত পোষণ করছি। একজন দায়িত্ব পরায়ণ ব্লগার মাত্রই ব্লগ হিটের কথা চিন্তা করবে। যারা ব্লগে হিট এনে দেন তাদের গুরুত্ব বেশী হওয়া সময়সাপেক্ষ দাবী ও প্রয়োজন। তবে অযাচিত ব্যক্তি আক্রমণ , অসভ্য স্ল্যাং, অপ্রাসঙ্গিক মন্তব্যে কেউ জর্জরিত করবে বলেই ব্লগে কমেন্ট ব্লক নামক বিকল্প বিষটি কর্তৃপক্ষ রেখেছেন। পৃথিবীর সকল এপস এই অপশন রেখেছে। ফেসবুক টুইটার গুগল চ্যাট টেলিগ্রাম হ্যাঙ্গগস আউট সব । সেফটি এন্ড সিকিউরিটি ফার্স্ট প্রায়ড়ি।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:১৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ক্ষুরধার মন্তব্যের উত্তরে অনেকেই দেখেছি গালি-গালাজ করেন।

এটা নিম্ন রুচির পরিচয়।

ধন্যবাদ।

৩| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫০

শূন্য সারমর্ম বলেছেন:

সবসময়ই কমেন্ট ব্যান বিরোধী আমি, আপনার দেয়া সুক্ষ্মদর্শন কাউকে হয়তো সাহায্য করবে না।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি বুঝাতে চেষ্টা করলাম। কেউ না বুঝলে কি আর করা!

আমি কাউকেই কমেন্ট ব্যানে আনিনি।

অভিযোগ করেছি। কিন্তু, কমেন্ট ব্যান? একবার হাসান কালবৈশাখীকে করেছিলাম কিছু দিনের জন্যে। তারপরে, উঠিয়ে দিয়েছি।

ধন্যবাদ নিরন্তর।

৪| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫০

সোনাগাজী বলেছেন:



আপনি বলেছেন, "... যত বেশী পড়বেন, তত বেশী জ্ঞান বাড়বে"।

-ইহা ভালো লেখার জন্য প্রয়োজ্য; তবে, সামুর শতকরা ৬০ ভাগ লেখা ইহাতে পড়ে না, সামুর শতকরা ৬০ ভাগ লেখাই বিষয়ের উপর ভুল-ধারণা, অপধারণা, কমধারণা দিতে পারে। অনেক লেখা সমসাময়িক ধারণা থেকে পেছনে, দুর্বল, বিতর্কিত, নীচু মানের হয়ে থাকে।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২২

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভুল ধরতে জ্ঞানের প্রয়োজন হয়।

না পড়লে সেই জ্ঞান আসবে কি করে?

শুভেচ্ছা নিরন্তর।

৫| ১৪ ই জুলাই, ২০২২ দুপুর ২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন:
কমেন্ট ব্যান নিয়ে সবচেয়ে বেশি পোস্ট করেছেন সোনাগাজী সাহেব।
উনাকে কেউ কেউ কমেন্ট ব্যান করে রেখেছেন বলে নানান অভিযোগ তুলেছেন।
কিন্তু এখন জানতে পারলাম উনি নেজেও দুইজনকে কমেন্ট ব্যান করে রেখেছেন!!!
আমি এখন পর্যন্ত কাইকে কমেন্ট ব্যান করি নাই, আগামীতেও করবো না সম্ভবতো।

১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:২৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


যাদেরকে তিনি কমেন্ট ব্যান করেছেন, তারা হয়তো উঁচু মানের ব্লগার।

কমেন্ট ব্যান না করার জন্যে ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৬| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৩:৫২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মতে ব্যান না করাই ভালো। কিছু বললে উত্তর দেওয়া যায়। যদি বলতেই না পারে তাহলে কি উত্তর দিবেন?

১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:২১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার সাথে সহমত প্রকাশ করছি।

সবাইকে কথা বলার সুযোগ করে দিতে হবে। তবেই, আলোচনার পথ খোলা থাকে।

ধন্যবাদ নিরন্তর।

৭| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:২৮

মোহাম্মদ গোফরান বলেছেন: পোস্টটি ভালো লাগলো।

অঃটঃ

চাদ্গাজী কে অনেকে গালি দেন।
কেউ কেউ যারা গালি দেন তাদের পোস্টে গিয়ে তালি দেন।
যারা গালি দেন ও তালি দেন তাদের পোস্টেই চাদগাজী হিট কমেন্ট লাইক দেন।
আপনার ভাষায় চাদগাজীর ক্ষুরধার মন্তব্য যদি তাদের মতে ব্যক্তি আক্রমণ হয়
তাহলে চাদগাজী কে দেয়া গালি গুলোকে কি বলে?

কারো কমেন্ট পছন্দ না হলে আমি জবাব দেইনা বা মুছে দেই। কখনো ব্লক করিনি কাওকে। আর যারা বেয়াদব ও গালি দিয়ে ব্যক্তি আক্রমণ করে তাদের পাত্তাই দেইনা। মডারেটর কাল্পনিক ভালোবাসা ভাই এর ভাষ্যমতে যারে আমি গুনিইনা পাত্তাই দেইনা তার কথা গায়ে মাখানো রেডিকুলাস।

ঈদ মুবারক এগেইন।

১৪ ই জুলাই, ২০২২ রাত ৮:২৩

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ঈদ মোবারক। আশা করি ভালো আছেন।

খোঁচার উত্তর গালি-গালাজ দিয়ে হয় না। এটা কমজান্তার পরিচয়।

আমি ছোটবেলা থেকেই গালি-গালাজ খুব অপছন্দ করি। এই ৪০ বছরের জীবনে একবারই দিয়েছিলাম। সেটাও মনে আছে।

শুভেচ্ছা নিরন্তর।

৮| ১৪ ই জুলাই, ২০২২ বিকাল ৪:৫১

সোনাগাজী বলেছেন:




@মরুভূমির জলদস্যু,
আপনি বলেছেন, "কমেন্ট ব্যান নিয়ে সবচেয়ে বেশি পোস্ট করেছেন সোনাগাজী সাহেব। উনাকে কেউ কেউ কমেন্ট ব্যান করে রেখেছেন বলে নানান অভিযোগ তুলেছেন। কিন্তু এখন জানতে পারলাম উনি নেজেও দুইজনকে কমেন্ট ব্যান করে রেখেছেন!!! "

-আমি ২ জনকে কমেন্ট ব্যান করেছি; কারণ, ওরা গড়ে ৫ বছরের বেশী ব্লগে আছে; কোন পোষ্ট দেয়নি; ওদের কাজই ছিলো আমাকে গাল দেয়া। পোষ্ট না'লিখলে, সেজন কিভাবে ব্লগার হয়?

১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৩৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


তাদেরকে কথা বলার সুযোগ করে দেওয়া উচিৎ।

আপনি ইচ্ছা করলে মুছে দিতে পারেন। কিন্তু, কমেন্ট ব্যান মানে, আমার কাছে, টুঁটি চেপে ধরার মতো।

ধন্যবাদ নিরন্তর।

৯| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:০৩

হাসান কালবৈশাখী বলেছেন:
ধর্মীয় বা রাজনৈতিক প্রোপাগান্ডা মূলক পোস্টে কিছু ভুল ধরিয়ে মন্তব্য করলেও কমেন্ট মুছে দেয়, ব্যান করে। নির্বিঘ্নে প্রচার চালানোর জন্যই করে।

১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আসলে ধর্মীয় কিছু ব্যাপারে কথা বলা উচিৎ নয়। রাজনৈতিক প্রোপাগান্ডা হলে গালি-গালাজ না করে রিপোর্ট করুন। ব্লগ টিমকে সহায়তা করুন।

ধন্যবাদ নিরন্তর।

১০| ১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৩০

কামাল৮০ বলেছেন: আসলে ব্লগে কোন ধরনের লেখা দেয়া দরকার ,সেই বিষয়েই আমার স্পষ্ট কোন ধারনা নাই।যা মনে আসে তাই।নাকি যুক্তিপূর্ণ লেখ।

১৪ ই জুলাই, ২০২২ রাত ৯:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:





আপনি আপনার ব্লগের ব্র্যান্ডিং চাইলে, যে কোন একটা বিষয়ের উপরে লেখা উচিৎ। যেমন- ব্লগার চাঁদগাজী ভাই মানেই রাজনৈতিক আলোচনা। ব্লগার কাল্পনিক_ভালোবাসা মানে মডারেটর। প্রামানিক ভাই বলতেই ছড়া। ব্লগার জুন বলতেই ভ্রমণ কাহিনী।

ব্লগার সত্যপথিক শাইয়্যান মানেই আজগুবি পোস্ট।

আপনাকেই আপনার পথ তৈরী করে নিতে হবে।

শুভেচ্ছা।

১১| ১৪ ই জুলাই, ২০২২ রাত ১০:৪৭

রাজীব নুর বলেছেন: সুন্দর পোষ্ট দিয়েছেন।
আমি আপনার সাথে একমত।
আমি কখনও কাউকে কমেন্ট ব্যান করি নাই।

১৪ ই জুলাই, ২০২২ রাত ১১:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি কমেন্ট ব্যান করার পক্ষে নই।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.