নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

২৯ জুলাইঃ বাংলাদেশের ফিলিপ কোটলার প্রফেসর ডঃ সৈয়দ ফারহাত আনোয়ারের জন্মদিন

২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৩:০৩



আজ বাংলাদেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইন্সটিটিউট অব বিজনেস এডমিনিস্টেশনের অধ্যাপক ডঃ সৈয়দ ফারহাত আনোয়ারের জন্মদিন। এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় এক চোখে আঘাতপ্রাপ্ত হয়েও মনে জোরে তিনি আজ বাংলাদেশের গর্ব। ব্যবসায়িক পৃথিবীতে তাঁকে 'বাংলাদেশের ফিলিপ কোটলার' নামে ডাকা হোয়।

বায়োক্যামিস্ট্রীর ছাত্র হয়েও স্রেফ বন্ধুদের পাল্লায় পরে IBA-তে ১৯৮২ সালে পরীক্ষা দিয়েছিলেন। একজন বিজ্ঞানের ছাত্র হয়ে ব্যবসায়িক পৃথিবীতে নাম লেখানো সেই সময়ে অনেক বড় চ্যালেঞ্জিং সিদ্ধান্ত ছিলো। IBA-তে চান্স পাওয়ার সময়ের কথা মনে করতে গিয়ে তিনি একবার বলেছিলেন- ''আমি ভাগ্যবান ছিলাম. প্রতিভা প্রায় সবসময় ওভাররেটেড!''

আই,বি,এ থেকে পাস করার পরে তিনি ব্র্যাকে ডেভেলপমেন্ট ইকোনোমিস্ট হিসেবে জয়েন করে। সেখানে থাকাকালীন তিনি আড়ং-এর বিদেশী চ্যানেল লিংক আপের কাজে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপরে, ১৯৮৭ সালে, IBA-তে শিক্ষকতার সুযোগ পেয়ে সেখানে জয়েন করেন।

এই প্রতিষ্ঠানের বাইরে তিনি যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটি, নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটি, পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি, জনস হপকিন্স ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ নিউ ব্রান্সউইক, নিউইয়র্ক ইউনিভার্সিটি, এআইটি - আইআইএম ব্যাঙ্গালোর, আইআইএম আহমেদাবাদ, লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট সায়েন্স, শ্রীলঙ্কান ইনস্টিটিউট অফ মার্কেটিং ইত্যাদিতে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেছেন। এছাড়া কোটলার সেন্টার ফর মার্কেটিং এক্সিলেন্স, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান।

আজ তাঁর জন্মদিন। এই শুভ জন্মদিনে তাঁকে শত-সহস্র শুভেচ্ছা।



মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০২২ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:


উনার জন্য শুভেচ্ছা রলো।

২৯ শে জুলাই, ২০২২ সন্ধ্যা ৭:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনার শুভেচ্ছা পৌঁছে যাক নির্দিষ্ট স্থানে।

ভালো থাকুন নিরন্তর।

২| ২৯ শে জুলাই, ২০২২ রাত ৯:৩৯

কামাল৮০ বলেছেন: ওখান কার বই গুলি অনেক দুর্লভ।আমি বলছি প্রথম দিকের কথা । ছাত্ররা বই নিয়ে ফেরত দিতে দেরি করলে প্রতি দিনের জন্য একশ টাকা ফাইন দিতে হতো।কোন কোন ছাত্র ৮/১০ দিন পর ফাইন সহ বই ফেরত দিতো।আমার এক ঘনিষ্ট বন্ধু ছিল লাইব্রেরিয়ান।আমি কিছু বই এনে পড়েছি জানার জন্য।ঐ বইগুলো বাইরে কোথাও পাওয়া যেত না।

২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:১১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


কোন জায়গার বইয়ের কথা বলছেন, ভাই?

৩| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১০:৫৫

সাসুম বলেছেন: যাই হোক অনেক ভারী পোর্ট ফোলিও আছে ভদ্রলোকের। উনাকে হ্যাপি বাড্ডে।

এইবার,

এডুকেশনিস্ট এর বাইরে ফিলিপ কটলার অফ বাংলাদেশে হয়ে উঠার জন্য উনার এচিভমেন্ট কি কি জানাইয়েন তো!

যারে তারে ফিলিপ কটলার উপাধি দিয়েন না, বিপদে পড়তে হবে।

বাংলাদেশের মার্কেটিং ও ব্রান্ডিং এর গুরু, ফিলিপ কটলার এর সমকক্ষ একজন মাত্র-

উনার নাম - সৈয়দ আলমগীর। উনি হালাল সাবান হিসেবে এরোমেটিক সোপ এর মার্কেটিং করে এসি আই তে আলোড়ন ফেলে দিয়েছিলেন পুরো দুনিয়ায়, ইভেন ফিলিপ কটলার সাহেব উনার বই তেও আলম গীর সাহেব কে নিয়ে আলাদা করে লিখেছেন।

যাকে যাতে যেই সেই উপাধি দেয়া থেকে বিরত থাকতে হবে ।

২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সৈয়দ আলমগীর ভাই শুনলে চমকায় উঠবেন যে উনাকে ফিলিপ কোটলার বলা হচ্ছা!!!

কোটলার হচ্ছেন সৈয়দ ফারহাত আনোয়ার স্যারের মতো একজন এডুকেশনিস্ট। আর, আলমগীর ভাই নিজেকে মার্কেটার বলেন।

সাসুম সাহেব আশা করি পার্থক্য ধরতে পেরেছেন।

ধন্যবাদ।

৪| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:২৮

সাসুম বলেছেন: সৈয়দ আলমগীর ভাই শুনলে চমকায় উঠবেন যে উনাকে ফিলিপ কোটলার বলা হচ্ছা!!!
চমকাবেন না, কারন উনি জানেন উনি কি।

আর আমি জানি কোন টা কি, কাকে কি বলা হয়। ফারহাত স্যার রা ক্লাসের শিক্ষক , আলমগীর ভাইরা বাস্তবের শিক্ষক। ব্রান্ড মার্কেটিং জগতে অন্তত কাকে কি বলতে হয় এটা জানা আছে।

যাই হোক- আপনার লগে তর্ক নাই কারন আপনি সব জানেন এবং যা জানেন সব সত্য

৩০ শে জুলাই, ২০২২ রাত ১২:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আপনি যেহেতু জানেন, তাহলে আর বুঝিয়ে লাভ নেই!

আশা করি, একজন মার্কেটার আর এডুকেটরকে এক করবেন না।

ধন্যবাদ।

৫| ২৯ শে জুলাই, ২০২২ রাত ১১:৪৯

কামাল৮০ বলেছেন: আইবিএ এর কথা বলছি।

৩০ শে জুলাই, ২০২২ রাত ১২:০৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


বাংলাদেশের বেস্ট শিক্ষা প্রতিষ্ঠান বলে কথা।

শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.