নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

আরবের দেশগুলোতে ইসরাইলী ইহুদীদের ফেলে আসা সম্পদ এখন কারা ভোগ করছে?

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:০৫



আমার আগের পোস্টে উল্লেখ করেছি, এক সময়ে ইরাক, মিসর, ইরান, লিবিয়া, লেবানন, তুরস্ক আর উত্তর আফ্রিকার মুসলিম অধ্যুষিত ভূমিগুলোতে লক্ষ লক্ষ ইহুদী বাস করতো। এই ইহুদীদের মাঝে অনেকেই প্রচুর সম্পদের অধিকারী ছিলেন। এক হিসেবে দেখা গিয়েছে, এই সম্পদের পরিমাণ কয়েশো বিলিয়ন ডলার।

আরবে বসবাসকারী ইহুদীদের উপরে আরব জাতীয়তাবাদীরা যে সিরিজ বোমা হামলা চালিয়েছিলো, তাতে করে সেই ভূমিগুলোতে বসবাসকারী ইহুদীরা নব-গঠিত ইসরায়েলে চলে যাওয়ার আগে, সেই সম্পদগুলোর প্রায় বেশির ভাগই পিছনে ফেলে যেতে বাধ্য হয়। ইতিহাস থেকে জানা যায়, এমনকি মোরক্কে বসবাসকারী ইহুদীদেরকে $৬০-এর বেশি সম্পদ সাথে করে নিয়ে যেতে বাধা প্রদান করা হয়েছিলো।

সেই সম্পদগুলো এখন কারা ভোগ করছেন? ফিলিস্তিনের সাথে শান্তি আলোচনায় এই বিষয়গুলো উঠে এসেছে। ফিলিস্তিনের স্বাধীনতার দাবীতে আন্দোলনকারীদের কাছে প্রশ্ন থেকেই যায়- এই সম্পদ ইসরায়েলের ইহুদীরা ফিরে পাবে কি?

মন্তব্য ১১ টি রেটিং +০/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৩৫

মোঃ মেহেদী হাসান সজীব বলেছেন: সোজা ও সহজ কথায়... না

০৮ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:৪১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


গোঁয়ারতুমির ফলে ফিলিস্তিন-ইসরায়েল সন্তই আলোচনা ভণ্ডুল হয়ে যায়।

ধন্যবাদ।

২| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:১৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এগুলো তো আজকাল গোপন থাকার কথা না। কারা ভোগ করছে সেই সম্পদ? সেই সম্পদের মোট পরিমাণ কত? এটা তো ইসরায়েলেরই ভালো জানার কথা। আপনার কাছে কি কোনো তথ্য নাই?

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আরবের মানুষেরাই ভোগ-দখল করছেন।

একজন বিখ্যাত ঐতিহাসিকের এ নিয়ে একটি বই আছে। আমি সংগ্রহ করার চেষ্টা করবো।

তবে, অনেকর ধারণা, ১৫০ বিলিয়ন মার্কিন ডলারের সম্পদ ইহুদীরা আরবে ফেলে এসেছিলেন।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৩:৪৪

সোনাগাজী বলেছেন:


আররা কখনো সভ্যতার সাথে তাল মিলাতে পারেনি, সব সময় অজ্ঞ ছিলো: ১ম বিশ্ব যুদ্ধের পর, এবং ২য় বিশ্ব যুদ্ধের সময় ও পরে, ইউরোপ থেকে কেন "ইংরেজ কলোনী প্যালাষ্টাইনে ইহুদী আসছে", সেটা তাদের মাথায় ঢোকেনি।

ইয়াসীর আরাফাতকে বিশ্ব সাপোর্ট করেছিলো, তার সকল অর্জন হারিয়ে গেছে, যখন সে বিল ক্লিনটনের প্রেসিডেন্সির শেষ সপ্তাহে "২ রাষ্ট্র চুক্তিতে" সাইন করেনি।

এগুলো আপনি জানেন কিনা আমার জানা নেই।

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ইন্তেফাদা আন্দোলনের শুরুটা আরব জাতীয়তাবাদ থেকে শুরু হয়েছিলো।

ইয়াসির আরাফাত সাধারণ মানুষের জন্যে পরে ভালো ফল বয়ে আনতে পারেননি।

আমি কিছুটা শুনেছিলাম বিভিন্ন সূত্র থেকে পড়ার মাধ্যমে।

ধন্যবাদ নিরন্তর।

৪| ০৮ ই অক্টোবর, ২০২২ বিকাল ৪:২২

সোনাগাজী বলেছেন:


টাইপো:
*আরবরা কখনো সভ্যতার সাথে তাল মিলাতে পারেনি, সব সময় অজ্ঞ ছিলো:

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আরবের ইহুদীরা তাঁদের রেখে যাওয়া সম্পদ ফিরে না পেলে ফিলিসতিনে শান্তি আসবে না।

ধন্যবাদ নিরন্তর।

৫| ০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:০৪

বিটপি বলেছেন: আপনার কি ধারণা সেই সম্পদ পেয়েই আরব দেশগুলো ধনী হয়ে গেছে?

০৮ ই অক্টোবর, ২০২২ সন্ধ্যা ৬:৩৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সেটা অন্য বিষয়।

আমার বক্তব্য ছিলো- আরবের ইহুদীদের উপরে কারা বোমা হামলা করেছিলো? তাঁদেরকে উচ্ছেদ করেছিলো কারা? কারা এখন তাঁদের সম্পদ ভোগদখল করছে? সেই সম্পদ ফিরে পাওয়ার উপায় কি?

ধন্যবাদ।

৬| ০৯ ই অক্টোবর, ২০২২ দুপুর ২:০২

রাজীব নুর বলেছেন: আমি জানি না। আমি কিচ্ছু জানি না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.