নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

পথশিশুদের প্রতি নববর্ষের \'চকলেট চ্যালেঞ্জ\'

৩১ শে ডিসেম্বর, ২০২২ সন্ধ্যা ৭:৫৭



প্রতি বছরই ইদ এবং নববর্ষের সময়ে আমি এবং আমার স্ত্রী রাহমিন পথশিশুদের নিয়ে কোন না কোন কিছু আয়োজনের চেষ্টা করি। এবারে, আমরা ঠিক করেছিলাম- নববর্ষের আগের দিনে পথকলিদেরকে চকলেট উপহার দিবো। যেই ভাবা সেই কাজ!

প্রথমেই, বেশ কিছু চকলেট ও ললিপপ কিনলাম। সেগুলোর প্যাকেট ও বোতল থেকে বড় একটি ডেগে নিয়ে মিক্স করা বেশ ঝামেলার কাজ ছিলো। কারণ, ভালো করে না মিশালে একই ধরণের চকলেট কোন একজনের কাছে চলে যেতো, যেটা আমরা চাচ্ছিলাম না। সবাই যাতে সব ধরণের চকলেটের ফ্লেভার পায়, সেই চেষ্টা করছিলাম।



এরপরে, হাড়ি ভর্তি চকলেট গাড়িতে তুললাম। এর মাঝে আমার বিবিজান বললেন যে- সব জায়গায় ডেগ নামানো কষ্ট হবে। তাই, তিনি একটি লাল রঙের ঝুড়ি সাথে করে নিয়ে নিলেন।

এবারে, বণ্টনের পালা। শুরু করলাম ধানমণ্ডি ২৭ নম্বরের মিনা বাজারের সামনে থেকে। সেখানে বেশ কয়েকজন পথশিশুকে দেখা যায়। আমি আগেও তাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন খাবার জিনিস দিয়েছি। আজও পেলাম। তারপরে, আড়ং-এর সামনে ঘুরে আসাদগেট ও টাউনহল ঘুরে সোজা বাসা! পথিমধ্যে, সম্পদ হয়ে রইলো কিছু অমূল্য ছবি।

পথকলিদের প্রতি চ্যালেঞ্জ ছিলো- তারা ডান হাতের এক মুষ্ঠিতে যতগুলো চকলেট তুলতে পারবে, সবগুলো তাদের হবে। তারা সেই চ্যালেঞ্জে শতস্ফুর্ত হয়ে সাড়া দিয়েছে বলেই আমাদের প্রজেক্ট সফল হয়েছে!









মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৩৫

শূন্য সারমর্ম বলেছেন:


কত পদের চকলেট ছিলো?

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


১০ পদের। ধন্যবাদ।

২| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১০:৪২

শূন্য সারমর্ম বলেছেন:


কত পদের চকলেট ছিলো?

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



১০ পদের। শুভেচ্ছা।

৩| ৩১ শে ডিসেম্বর, ২০২২ রাত ১১:০১

কামাল১৮ বলেছেন: মোহাম্মদ আলীরটা খেলা না মারামারি।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আমার ধারণা নেই।

ধন্যবাদ।

৪| ০১ লা জানুয়ারি, ২০২৩ রাত ৩:১৩

হাসান জামাল গোলাপ বলেছেন: এরকম উদ্যোগ সবদিকে ছড়িয়ে পড়ুক।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ছড়িয়ে পড়ুক।

শুভ ব্লগিং।

৫| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ৭:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উদ্যোগ।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



ধন্যবাদ নিরন্তর।

শুভ নববর্ষ।

৬| ০১ লা জানুয়ারি, ২০২৩ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: ভালো উদ্যোগ। সাধুবাদ জানাই।

০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৮

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



অনেক ধন্যবাদ।

শুভেচ্ছা নিরন্তর।

৭| ০১ লা জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৩০

রাজীব নুর বলেছেন: ভালো একটা কাজ করেছেন। এজন্য আপনি আল্লাহর কাছে এর প্রতিদান পাবেন।

নতুন বছরের শুভেচ্ছা জানবেন। ভাবীকেও নতুন শুভেচ্ছা জানাই।

৮| ০৩ রা জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:১২

খায়রুল আহসান বলেছেন: ভালো কাজ, অভিনন্দন! + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.