নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

সে আসে রাতে

১৮ ই আগস্ট, ২০২৩ রাত ২:৪৬

রাত ২টা। শাহরিন আজকেও রাত জেগে আছে। সে জানে আজ কিছু একটা ঘটবে। দূরে কোথাও কুকুরগুলো ডেকে চলেছে। সেই কখন থেকে ঘেউ ঘেউ করছে। এমন তো প্রতিদিন করে না!

পাড়ার কুকুরগুলো আজ রাতে কিছু একটা দেখতে পেয়েছে। সেগুলোর সামনে দিয়ে ছেচড়ে ছেচড়ে কি যেন একটা চলে যাচ্ছে! গলির ল্যাম্প পোস্টের আলো একবার নিভে গিয়ে সেই ছেচড়ে চলা কালো বস্তুটার উপর পড়লো....

আতকে উঠে কুকুরগুলো.....শাহরিন শুনতে পায়, কুকুরগুলো কেউ কেউ করতে করতে দৌড়ে পালিয়ে যাচ্ছে.... দূরে!!!

হঠাৎ, একটা ঠান্ডা বাতাস এসে লাগে শাহরিনের ঘাড়ে.....ওহ! সে শুনতে পায়, ঘরের মাঝে কেউ একজন ছেচড়ে ছেচড়ে তার খাটের দিকে এগিয়ে আসছে! বোটকা একটা গন্ধে শাহরিনের ঘরটা ভরে যার....

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৩ ভোর ৫:৪৬

আহমেদ জী এস বলেছেন: সত্যপথিক শাইয়্যান,




শাহরিনকে হ্যালুসিনেশনে পেয়েছে! :P

ছোট্ট কিন্তু চমৎকার একটা ভৌতিক গল্প।

২| ১৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১০:৩৭

কামাল১৮ বলেছেন: শরীরে পচনধরা কোন লোক অসাবধানে তার ঘরে ঢুকে পরেছে।

৩| ১৮ ই আগস্ট, ২০২৩ দুপুর ১:০৯

রাজীব নুর বলেছেন: কেউ যদি দিনের পর মনে করে তার ঘরের খাটের নিচে ভূত আছে, তাহলে সে একদিন সত্যিই খাটের নিচে ভূত দেখতে পাবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.