নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্যদের সেভাবেই দেখি, নিজেকে যেভাবে দেখতে চাই। যারা জীবনকে উপভোগ করতে চান, আমি তাঁদের একজন। সহজ-সরল চিন্তা-ভাবনা করার চেষ্টা করি। আর, খুব ভালো আইডিয়া দিতে পারি।

সত্যপথিক শাইয়্যান

আমি লেখালিখি করি, মনের মাধুরী মিশিয়ে

সত্যপথিক শাইয়্যান › বিস্তারিত পোস্টঃ

যে মানুষ পৃথিবীতে বাস করেও স্বর্গের সুঘ্রাণ পায়!

০৯ ই মে, ২০২৪ দুপুর ২:২১



আপনারা কি আমাকে আজ আপনাদের সামনে একজন স্বর্গীয় মানুষের স্বরূপ বর্ণনা করতে দিবেন, প্লিজ? যদি দেন, তাহলে বলতাম-

যেদিন থেকে থেকে স্রষ্টা ধনুকের ছুড়ে দেওয়া একটি তীরের মতো করে এই বিশ্বকে তৈরী করেছেন.........তখন থেকে তিনি......... প্রত্যেক দিন, প্রতিটি মুহুর্তে, আমাদের জন্যে একবার স্বর্গের দরজা খুলে ধরছেন আবার তা বন্ধ করে দিচ্ছেন। এটা এতো দ্রুত ঘটে যাচ্ছে যে একজনের চিন্তা-ভাবনা থামিয়ে দেওয়ার জন্যে তা যথেষ্ট!

আপনি যদি এমন কারো দেখা পান-
যে দেখতে শুধু সুশ্রীই নয়, যার মেজাজটাও খুব সুন্দর-
যাঁর কথাবার্তা খুব সহজ-সরল আর স্বভাবে দিলখোলা-
সেই সাথে যে সবার ভালোর জন্যে প্রার্থনা করে---

তেমন মানুষের সংস্পর্শে আসলে দেখতে পাবেন, মনটা কি আনন্দেই না ভরে উঠে!

এমন লোক আপনাকে এই বিশ্বব্রহ্মাণ্ডের
সকল উত্তেজনা আর সংকীর্ণতা ভুলে যেতে সাহায্য করবে,
আপনার ভিতরটা তাঁর সংস্পর্শে এসে এমন ভাবে প্রস্ফুটিত হবে যে,
সে যখন গালও দিবে, আপনি হেসে ফেলবেন!

আর
তাঁর কাছে আসার আহবান আপনাকে একদম কাঁদিয়ে দিবে,
কিন্তু-
সেই মুহুর্তে আপনি নিজের মাঝে লক্ষ-কোটি আনন্দরধারা অনুভব করতে থাকবেন।
.
এমন মানুষই বেহেশত/স্বর্গের বাসিন্দা।

==========
======
==
মূলঃ শামস তাবরিজী (রহঃ)
ভাবানুবাদঃ সত্যপথিক শাইয়্যান

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:৪১

নয়ন বিন বাহার বলেছেন: এরকম মানুষ হতে হলে বহু সাধনা প্রয়োজন!

০৯ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমাদের চেষ্টা করে যেতে হবে।

ধন্যবাদ।

২| ০৯ ই মে, ২০২৪ দুপুর ২:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লেখেছেন ভাল থাকবেন-----------

০৯ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৫

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


আমি শুধু ভাবানুবাদ করেছি।

ধন্যবাদ নিরন্তর।

৩| ০৯ ই মে, ২০২৪ বিকাল ৪:০৮

প্রামানিক বলেছেন: অনেক সুন্দর লেখনি

০৯ ই মে, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শামস তাব্রীজী (রহঃ) অনেক বড় সাধক ছিলেন।

শুভেচ্ছা নিরন্তর।

৪| ১০ ই মে, ২০২৪ সকাল ১০:৩৭

শূন্য সারমর্ম বলেছেন:


শামস তাবরেজী কি লিখতে পারতো?

১০ ই মে, ২০২৪ দুপুর ১২:৫৯

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


ভক্তের মাধ্যমে তিনি বিরজমান।

ধন্যবাদ।

৫| ১০ ই মে, ২০২৪ দুপুর ১২:৩৯

নতুন বলেছেন: মানুষ যখন সুখী হতে পারে তখন সে সবচেয়ে ভালো থাকে। সেটাই স্বর্গের অনুভুতি মনে করে।

আপনার গাড়ীর কি দূঘটনা হয়েছিলো? আপনি এবং আপনার মেয়ে সুস্থ আছেন তো?

১০ ই মে, ২০২৪ দুপুর ১:০১

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



সুখী হওয়ার পথ খুঁজতে হবে।

সিলেট থেকে ঢাকা আসার পথে নরসিংদীতে একটি ট্রাক আমাদের গাড়িকে আঘাত করে। সামান্য আহত হয়েছিলাম আমরা। এখন সবাই ভালো।

ধন্যবাদ নিরন্তর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.