নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিচিতা

শাকিলা জান্নাত

সাধারণের চেয়েও সাধারণ টাইপের কিছু একটা

শাকিলা জান্নাত › বিস্তারিত পোস্টঃ

মানুষ বেঁচে থাকে তার কর্মে, বয়সে নয়- প্রয়াত ব্লগার ইমন জুবায়ের তাঁকে স্মরণ করছি [ফটো ব্লগ]

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৩



বিশাল বড় আকাশে লক্ষ তারার মাঝে আজ যেন শুকতারাটি নেই। হুম....... ব্লগার ইমন জুবায়ের, সেই শুকতারা।

অনেক কম বয়সেই গত হয়ে গেলেন তিনি। জুবায়ের ভাই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। শুধু দেশে নয়, আন্তর্জাতিক অঙ্গনেও তাঁর পদচারনা লক্ষণীয়। তাঁর আত্মার মাগফেরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।



যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো....এক বরষায়,

এসো ঝরঝর বৃষ্টিতে....জলভরা দৃষ্টিতে

এসো কমল শ্যামল ছায়চলে এসো,

তুমি চলে এসো........এক বরষায় !!!!




















ব্লগার ইমন জুবায়ের বেঁচে থাকবেন তাঁর লেখা প্রতিটি অক্ষরে, আমরা তার পথ ধরে হয়তো পৌঁছে যাব অনেক দূরে। তাঁর ফেসবুকে প্রিয় কোটেশন ছিল,

“সন্তোষের সমান ধন নেই, আর সহ্যের সমান গুণ নেই।”- মা সারদা

আর নিজের সম্পর্কে লিখেছেন,

''কেবলি দর্শক এবং ভাবুক ... এবং এই প্রশ্নে বিভ্রান্ত-

জীবন মানে শুধুই যদি প্রাণ রসায়ন

জোস্নারাতে মুগ্ধ কেন আমার নয়ন।''


সম্মানিত মডারেটরদের কাছে অনুরোধ তাঁর লেখা যেন আলাদা ভাবে সংরক্ষণ করে রাখা হয়, যাতে আমরা এবং সকল পাঠক সহজেই তাঁর লেখা পড়তে পারি, হোমপেজে লিংক দেয়া হোক।

আল্লাহ্‌ তাকে বেহেশত নসিব করুক, আমীন।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩০

অপূর্ণ রায়হান বলেছেন: অপূর্ন বলেছেন: সামু মডারশন প্যানেল কে অনুরোধ করব , ইমন ভাইয়ের ব্লগকে আলাদাভাবে সংরক্ষিত করার ব্যাবস্থা যেন নেওয়া হয় । সম্ভব হলে ব্লগের প্রথম পাতার ডান পাশে ছোট্ট একটা লিঙ্ক আকারে যদি দেখানো যায় , হয়তো সেই লিঙ্কে লিঙ্কে খুঁজে নতুনরা ইমন ভাইয়ের ব্লগ থেকে ব্লগিং সম্পর্কে একটা আদর্শ আইডিয়া পেত ।

তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন :(

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৪

শাকিলা জান্নাত বলেছেন: আমীন। :(

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৩৮

পরিবেশ বন্ধু বলেছেন: শ বন্ধু বলেছেন: পরিবেশ বন্ধু বলেছেন:
সময়ের সাহসি যুদ্ধা
তার অমরাত্মায় অনন্ত শ্রদ্ধা

পরিবেশ বন্ধু বলেছেন:
হে নির্মল আত্মা শান্তি আর শান্তি
বয়ে যাক তোমার জান্নাত গমনে
সাহিত্যর ভিতর দিয়ে জাগ্রত থাক
এই বাংলার সব হৃদয় কাননে ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শাকিলা জান্নাত বলেছেন: আল্লাহ তাকে জান্নাত দান করুন আমীন।

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪০

মোস্তফা কামাল পলাশ বলেছেন: জীবিত অবস্হা্য় এই মহান মানুষটাকে দেখিনি মৃত্যুর পরে দেখলাম।

আপনাকে ধন্যবাদ ছবিগুলো দেখবার সুযোগ দেবার জন্য।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৫

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪৭

*কুনোব্যাঙ* বলেছেন: ধন্যবাদ ছবিব্লগের জন্য


মোস্তফা কামাল পলাশ বলেছেন: জীবিত অবস্হা্য় এই মহান মানুষটাকে দেখিনি মৃত্যুর পরে দেখলাম।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৬

সিলেটি জামান বলেছেন: তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি, আমিন !

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১০:৫৭

শাকিলা জান্নাত বলেছেন: আমীন।

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০০

জেনারেশন সুপারস্টার বলেছেন: সূর্যাস্তের যে ছবিগুলো পোস্ট করতেন সকাল সকাল তাতে ডেইলি লাইক মারতাম।আর তা হবে না।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শাকিলা জান্নাত বলেছেন: তবুও প্রতিটি নতুন সূর্যে আলো হয়ে ফিরে আসবেন তিনি।

৭| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৪

পাগলমন২০১১ বলেছেন: আল্লাহ্‌ তাঁকে বেহেশত নসিব করুক, আমীন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৬

শাকিলা জান্নাত বলেছেন: আমীন।

৮| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:০৭

গ্যাম্বলার বলেছেন: ধন্যবাদ।

আসলেই বেচে থাকতে তার কোন ছবি দেখি নি।
অনেকে বলতেন- এই নিকে একদল গবেষক লিখতেন। কথাটা আমিও বিশ্বাস করতাম, কারন এত মৌলিক লেখা ...।

তাঁর আত্ত্বার শান্তি কামনা করি।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৬

শাকিলা জান্নাত বলেছেন: আত্মার মাগফেরাত কামনা করছি।

৯| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৪

মনিং_ষ্টার বলেছেন: সামুতে "হল অফ ফেম" খোলা হোক। যাতে কৃতি ব্লগারদের লেখা হারিয়ে না যায়। তাদের কর্ম নতুন ব্লগাররা জানতে পারে।

ইমন ভাই, যেখানেই থাকুন, শান্তিতে থাকুন।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৭

শাকিলা জান্নাত বলেছেন: ভাল বলেছেন।



আত্মার মাগফেরাত কামনা করছি।

১০| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:১৭

একজন ঘূণপোকা বলেছেন: সিকৃবি

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৮

শাকিলা জান্নাত বলেছেন: বুঝলাম না।

১১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

বাংলার গাদ্দাফি বলেছেন: ব্লগার ইমন জুবায়ের বেঁচে থাকবেন তাঁর লেখা প্রতিটি অক্ষরে, আমরা তার পথ ধরে হয়তো পৌঁছে যাব অনেক দূরে।
আল্লাহ তাকে জান্নাত নসিব করুন ।

০৪ ঠা জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

শাকিলা জান্নাত বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করি।

১২| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

এক আলোকবর্ষ​ দূরে বলেছেন: ইমন ভাইয়ের মত একজন ব্লগারকে হারিয়ে আমরা শোকাহত... :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৬

শাকিলা জান্নাত বলেছেন: সত্যিই অনেক মূল্যবান সম্পদ হারালাম।

১৩| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১২

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: উনি যে আমার প্রতিবেশি ছিলেন তা আজই প্রথম জানলাম।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৩

শাকিলা জান্নাত বলেছেন: দেখা হয় নাই চক্ষু মেলিয়া,
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া,
একটি ধানের শিষের উপর
একটি শিশির বিন্দু।

১৪| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩১

শায়মা বলেছেন: ভাইয়াও বেঁচে থাকবেন তার কর্মে।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৩৭

শাকিলা জান্নাত বলেছেন: মানুষ বাঁচে তাঁর কর্মে। মানুষ মারা গেলেও তার কর্ম কখনো মরে না। তার অবদানের কখনো মৃত্যু নেই। গুণীব্যক্তিজন তাদের কর্মের মধ্যে দিয়ে এ পৃথিবীতে স্মরণীয়-বরণীয় হয়ে থাকেন। তারা না থাকলেও তাদের কর্ম বেঁচে থাকে মানুষের মাঝে আজীবন। তেমনি একজন গুণীব্যক্তি প্রয়াত ব্লগার ইমন জুবায়ের।

১৫| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

মাক্স বলেছেন: তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৫

শাকিলা জান্নাত বলেছেন: তাঁর আত্মার শান্তি কামনা করি।

১৬| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১২

অচিন.... বলেছেন: allah unake valo rakhun

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শাকিলা জান্নাত বলেছেন: আমীন।

১৭| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৫

আরজু পনি বলেছেন:

উনি শান্তিতে ঘুমান :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শাকিলা জান্নাত বলেছেন: :(

১৮| ০৫ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

দেশের_কথা বলেছেন: এ ক্ষতি অপূরণীয় । :( :(

০৫ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৬

শাকিলা জান্নাত বলেছেন: হুম। :(

১৯| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৭:৫৩

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: শ্রদ্ধা জানাই অকালপ্রয়াত সহব্লগারের স্মৃতিতে।

তার লেখাগুলো ভালোভাবে সংরক্ষিত হোক, যেন সবাই সহজেই বের করে পড়তে পারে। দাবীর সাথে সহমত প্রকাশ করছি।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

শাকিলা জান্নাত বলেছেন: সহমত।

২০| ০৫ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৫

তন্দ্রা বিলাস বলেছেন: পাগলমন২০১১ বলেছেন: আল্লাহ্‌ তাঁকে বেহেশত নসিব করুক, আমীন।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১৬

শাকিলা জান্নাত বলেছেন: আমীন।

২১| ০৫ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৬

রোমেন রুমি বলেছেন: মহাকালের মহা ক্যানভাসে ; অনন্ত স্রোতে-
ঘুমায় অগাধ আলুনি জীবনকাব্য। কতটা
পদচিহ্ন বাঁধা পড়ে কালের মায়ার জালে,
নাগরিক মস্তিষ্কের মিহিন বীণার তারে ?

তবু অগণন জলকণা জীবন ।
তবু প্রসন্ন মহামানব - মহাজীবন ।

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ১:১১

শাকিলা জান্নাত বলেছেন: মহামানব - মহাজীবন ।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১

ইমরান হাসান ক বলেছেন: আমার ফেভারিট ছিলেন ইমন জুবায়ের :( তিনি আর নাই এটা মেনে নিতে খুব কষ্ট হয়

১৯ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৭

শাকিলা জান্নাত বলেছেন: :(

২৩| ২৬ শে নভেম্বর, ২০১৩ রাত ১:০৬

মাহমুদ০০৭ বলেছেন: আল্লাহ্‌ তাকে বেহেশত নসিব করুক । উনার মত হতে পারাটা অনেক সাধনার
ব্যাপার ।

২৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫২

ডি মুন বলেছেন: ইমন ভাই, আপনাকে মনে পড়ে। ভীষণ মনে পড়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.