নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিচিতা

শাকিলা জান্নাত

সাধারণের চেয়েও সাধারণ টাইপের কিছু একটা

শাকিলা জান্নাত › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু আজ অনেক কাছে........ প্রস্তুতি নেয়া জরুরী, হয়তো আজকের দিনটা বোনাস ছিল

০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫০



আমি জানি আমি একদিন থাকবো না এই পৃথিবীতে। বেঁচে থাকতে চেয়েছিলাম শত বৎসর। তবে মৃত্যু অবধারিত। শেষ গন্তব্য তো মাটি। যে আত্মা নিতে আসবে জানি না কেমন লাগবে দেখে। কাল কাপড় পড়া বিরাট কুচ্ছিত কোন কেউ? তাকে দেখে হয়তো ভয়ে ছটফট করব, হাত-পা ভারী হয়ে যাবে, কথা আটকে যাবে, কপাল বেয়ে ঘাম ঝরবে, হয়তো আরও ৭০ গুন ভয়ানক কিছু হতে পারে, আমার ভয়ার্তক চিৎকার কারো কানে পৌঁছবে না তখন। এভাবে যন্ত্রণা সহ্য করতে করতে আমার মৃত্যু হবে।



গোসল করানোর পর সাদা কাফনে জড়িয়ে যেতে হবে, হয়তো নাকে তুলো গোজা থাকবে। কবরস্থানের দিকে নিয়ে যেতে থাকবে, জানাজা হবে, কবর আগেই খোঁড়া থাকবে সাড়ে ৩ হাত। শুইয়ে দেবে কবরে, তারপর আমার উপরে বাঁশের কয়েকটি বাতা বিছিয়ে দেয়া হবে, তার উপর কলাপাতা আর মুঠোয় মুঠোয় মাটি পড়তে থাকবে কাফনের কাপড় বেয়ে আমার শরীরে। মাটি দেয়া শেষে সবাই চলে যাবে, হয়তো ২-১ দিন এসে কাঁদবে কবরের পাশে। তারপর কেউ দেখতে আসবে না। আমি একদম একা, নিঃসঙ্গ। দিন, মাস, বছর পেরিয়ে কবরে ঘাস গজাবে, একদিন আমার উপরেই হয়তো দেয়া হবে নতুন আরেকটি কবর, নতুন লাশ... এভাবেই মিলিয়ে যাবে সব কিছু। কিন্তু আমি কিয়ামতের আগপর্যন্ত শুয়ে থাকবো সেই দরজা-জানালা বিহীন বদ্ধ সেই কবরে।



[দিনে একবার মৃত্যুকে স্মরণ করুন, নামাজ পড়ুন কবরের কথা ভেবে যেখানে শুধু আপনিই একমাত্র যাত্রী। আমরা মৃত্যুকে হয়তো ভুলে থাকি, কিন্তু মৃত্যু তার সঠিক সময়ে ঠিকই আমাদের খুঁজে বের করবে কবরের প্রয়োজনে]

মন্তব্য ২৫ টি রেটিং +৫/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:০১

পরিবেশ বন্ধু বলেছেন: কঠিন অনুভুতি


: দৃষ্টি আকর্ষণ

ধর্ষক দের ফাসি চাই
পাশাপাশি আওয়াজ তুল

মধ্যযুগের বর্বরতা
সবাই আওয়াজ তুল
ভারতের হায়নাদের কবল থেকে মুক্ত চাই বাঙ্গালী
বিএস এফের বিচার চাই
অন্যায় ভাবে সিমান্তে হত্তা বন্ধ হোক করতে হবে

১০ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:৫৭

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

২| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:১২

নিয়েল ( হিমু ) বলেছেন: :-< :-< এত ভয়ের কিছু নাই । বিশ্বাসীদের জন্য গ্রন্থ আল-কোরানে বলা হয়েছে "তোমরা মৃত্যু পথ যাত্রীর যত কাছা কাছি থাকো আমি তার চেও কাছে থাকি"
যেখানে মৃত্যুর সময় সয়ং সৃষ্টি কর্তা উপস্থিত থাকবে সেখানে মৃত্যুকে এত ভয় কেন :-< :-<
দেখেন আর কয়টা দিন বোনাস পাওয়া তাই অনেক :-<

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৪

শাকিলা জান্নাত বলেছেন: খুব ধার্মিক না আমি, তাই ভয় পাই।

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৫১

চেনা মুখ বলেছেন: কঠিন অনুভুতি

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৫

শাকিলা জান্নাত বলেছেন: রাতে মনে করলে আরও কঠিন।

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:০০

মরু বালক বলেছেন: .
.
.
.
.
এই অনুভূতি গুলো অনেক মন্দ কাজ থেকে বাঁচিয়ে রাখবে ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

শাকিলা জান্নাত বলেছেন: হুম।

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৪:৫৩

হুমায়রা হারুন বলেছেন: পুরোনো কবরের ওপর নতুন কবর হলে আপনি কিভাবে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকবেন সেই কবরে? পুরানা লাশের অবশিষ্ট সরিয়ে ফেলে দেয়া হয় না?

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

শাকিলা জান্নাত বলেছেন: মিসরের কথা চিন্তা করুন, তারা একটি কবরের উপর অনেক কবর দেয়।

লাশ মাটিতে মিশে যায়, তারপর দেয়া হয়।

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৫:২৩

একজন আরমান বলেছেন:
প্রস্তুতি নেয়া জরুরী, হয়তো আজকের দিনটা বোনাস ছিল
স্মরণ করিয়ে দেবার জন্য ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫১

শাকিলা জান্নাত বলেছেন: প্রস্তুতি নেয়া জরুরি।

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫৫

দহন আহমেদ বলেছেন:

দিনে একবার মৃত্যুকে স্মরণ করুন, নামাজ পড়ুন কবরের কথা ভেবে যেখানে শুধু আপনিই একমাত্র যাত্রী। আমরা মৃত্যুকে হয়তো ভুলে থাকি, কিন্তু মৃত্যু তার সঠিক সময়ে ঠিকই আমাদের খুঁজে বের করবে

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

শাকিলা জান্নাত বলেছেন: হুম।

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪০

আব্দুর রহ্‌মান বলেছেন: মানুষ এই ভয়কে আজীবন বয়ে বেড়ায়। তাই মস্তিস্কের বিকাশ বাধাগ্রস্ত হয়। যে ধরমে ভয় যত বেশি, বুদ্ধিমত্তায় সেই ধরমাবলম্বীরা তত পিছিয়ে।
মানুষ বিবেচনাকে অনধ না করে দিয়ে একটু চিন্তা করলেই এই মিত্থা থেকে বের হয়ে আসতে পারে। কিন্তু বাল্যকাল থেকে যে মিথ্যার জালে তাকে আটকানো হয়, সে সেই জাল সহজে ছিরতে তো পারেই না বরং ছিরার কথা চিন্তা করতেও ভয় পায়।

কারন? আবারো সেই ভয়। ঈমান নষ্ট হবার ভয়। এই ভয়ের চক্র বড় কঠিন চক্র।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৩

শাকিলা জান্নাত বলেছেন: বুঝলাম না।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মৃত্যু চিন্তা ইমানদারির লক্ষন , বুদ্ধিমত্তারও ।
নির্বোধদের মৃত্যুভয় থাকেনা ।
আপনার অনুভূতি ভাল লাগলো ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

শাকিলা জান্নাত বলেছেন: সবার অনুভূতিই হয়তো এমন।

১০| ০৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৩:৩৬

হুমায়রা হারুন বলেছেন: আজিমপুরে তো হাড্ডি গুড্ডি ফেলে দেয়। অনেক সময় ৬ মাস অন্তর নতুন কবর হয়। সেক্ষেত্রে অনন্ত কাল কিভাবে কবরে থাকা সম্ভব? [মিশরের কথা আনছি না যেহেতু আমি ঢাকার বাসিন্দা।]

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:০৩

শাকিলা জান্নাত বলেছেন: আপনাকে যেখানে প্রথম শায়িত করা হবে, সেটা তো আপনারই হবে। সেখানে পরে কাকে আবার রাখা হল সেটা মুখ্য নয়।

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:১০

শাকিলা জান্নাত বলেছেন: আল্লাহ বলেছেন, ''কিয়ামতের দিনে প্রত্যেকে তার নিজ কবর থেকে উঠে হাশরের ময়দানে হাজিরা দেবে।''

১১| ০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ১২:১০

ডারক্‌জাসটিস বলেছেন: সৎ কাজ যদি সাথে থাকে তবে মরনে ভয় কি?

০৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:০৯

শাকিলা জান্নাত বলেছেন: ধোয়া তুলসী পাতা হতেপারি নি, তাই ভয় আছে। নামাজ কাজা আছে। আমি ভয় পাই, আরও অনেক গুনাহ আছে।


আপনি ভাল লোক। ভয় পাইয়েন না। :)

১২| ০৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

মরণের আগে বলেছেন: হুম

০৮ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৪

শাকিলা জান্নাত বলেছেন: জি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.