নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপরিচিতা

শাকিলা জান্নাত

সাধারণের চেয়েও সাধারণ টাইপের কিছু একটা

শাকিলা জান্নাত › বিস্তারিত পোস্টঃ

বেলা বোস আর ফেইসবুকের আমি :):):)

১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২০

বেলা বোস আর ফেইসবুকের আমি



আইডিটা আমি খুলে ফেলেছি তুমি শুনছো?

এখন আর পাসওয়ার্ড কেউ চাইবে না,

রিকোয়েস্ট ইগ্নর তুমি করতেই পার

ভাব নিতে পার ফ্রেন্ডশিপ তুমি করবে না।



আইডিটা আমি খুলেই ফেলেছি সত্যি,

আর মাত্র কয়েকটা ছবি অ্যাড, ব্যাস

প্রথমেই কয়েকটা লাইক পাবো, তারপর কনফার্ম কমেন্ট

চুপ করে কেন তুমি কিছু বলছ না ?

এটা কি তোমার রিয়েল আইডি?

পারছ কি আমার চ্যাটের পোস্টগুলো পড়তে?

১০-১২টা ফেক আইডি খুঁজে তোমাকে পেয়েছি,

দেব না কিছুতেই আর হারাতে।

হাইয়....রিয়েল আইডি

চ্যাট কর না তুমি একটি বার

বিল যাচ্ছে বেড়ে এই গ্রামীণের মোডেমে

জরুরি খুব জরুরি দরকার।



স্বপ্ন এবার হয়ে যাবে সত্যি

এতদিন ধরে এত অপেক্ষা,

ভার্সিটির ওয়াইফাই আর স্লও নেটের গ্যাঁড়াকলে

রুদ্ধ শ্বাস কতো প্রতীক্ষা।



আর কিছুদিন তারপর একদম মুক্তি

ব্রডবেন্ডের কানেকশনটা প্রায় নিয়েই নিয়েছি,

Hi...Hello...Love u...Miss u...এর ভিড়ে

তোমার আমার মিথ্যা চ্যাটের সংসার।

এটা কি তোমার রিয়েল আইডি?

পারছ কি আমার চ্যাটের পোস্টগুলো পড়তে?

১০-১২টা ফেক আইডি খুঁজে তোমাকে পেয়েছি,

দেব না কিছুতেই আর হারাতে।

হাইয়....রিয়েল আইডি

চ্যাট কর না তুমি একটি বার

বিল যাচ্ছে বেড়ে এই গ্রামীণের মোডেমে

জরুরি খুব জরুরি দরকার।



চুপ করে কেন একি তুমি কান্নার সাইনটা দিচ্ছ?

আইডিটা আমি খুলে ফেলেছি সত্যি,

কান্নাকাটির দিন গেছে পেরিয়ে

হ্যালো, তুমি চ্যাট করছ কি?

এটা কি তোমার রিয়েল আইডি?

পারছ কি আমার চ্যাটের পোস্টগুলো পড়তে?

১০-১২টা ফেক আইডি খুঁজে তোমাকে পেয়েছি,

দেব না কিছুতেই আর হারাতে।

হাইয়....রিয়েল আইডি

চ্যাট কর না তুমি একটি বার

বিল যাচ্ছে বেড়ে এই গ্রামীণের মোডেমে

জরুরি খুব জরুরি দরকার।

হাইয়....রিয়েল আইডি

চ্যাট কর না তুমি একটি বার,

হাইয়....রিয়েল আইডি

চ্যাট কর না তুমি একটি বার,

ধুর ছাই, হাইয়....রিয়েল আইডি

হাইয়....রিয়েল আইডি

হাইয়....রিয়েল আইডি।

মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

C/O D!pu... বলেছেন: চরম হইছে...

১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:০০

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

ভাল থাকবেন।

২| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:১১

বোকামানুষ বলেছেন: দারুন হয়েছে :)

১৭ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩০

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

৩| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:২৯

মরে যওয়া স্বপ্ন বলেছেন: চুপ করে কেন কিছু বলছো না ?

১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

শাকিলা জান্নাত বলেছেন: :প

৪| ১৭ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১

জনদরদী বলেছেন: ফেসবুক ভার্সন ব্লগে কেন ? ফেসবুকের ভার্সন ফেসবুকেই মানাই । ;)

ব্লগ ভার্সন বের করুন । পাসওয়ার্ড কেউ চাইবে না; কন কি? ব্লগ আর ফেসবুকে অনেক হ্যাকার, সেমি হ্যাকার আছে; তারা গোপনে কিংবা প্রকাশে পাসওয়ার্ড চাইতেই পারে ! :D :D

ওহো! বলতে ভুলে গেছি ; কবিতাটি সুন্দর হয়েছে ।

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

শাকিলা জান্নাত বলেছেন: কুনু চমচ্চা আচে নাকি আপ্নির ???




ওহ, ধন্যবাদ। :)

৫| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


বাহ ! মজার তো!!

:) B-)

১৮ ই জুলাই, ২০১৩ রাত ২:৫১

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ আপু।

৬| ১৭ ই জুলাই, ২০১৩ রাত ৯:০৯

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:


প্রথম প্লাস!!! :)

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৩

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

৭| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০০

স্নিগ্ধ শোভন বলেছেন:
B-) B-) B-)

চরম!!!!!

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

শাকিলা জান্নাত বলেছেন: ভাল থাকবেন। :)

৮| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১:০৬

অ্যামাটার বলেছেন: ভালই!

১৮ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৪৪

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

৯| ১৮ ই জুলাই, ২০১৩ রাত ১১:০৮

আশিক মাসুম বলেছেন: হাহা ভালোই :P

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০৩

শাকিলা জান্নাত বলেছেন: ধন্যবাদ।

১০| ৩১ শে আগস্ট, ২০১৩ রাত ১০:৩০

ইউসুফ আলী রিংকূ বলেছেন: গান টা বেশ দারুন হয়েছে আপু B-)

১৩ ই অক্টোবর, ২০১৩ রাত ১:৫০

শাকিলা জান্নাত বলেছেন: হাহাহা। ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.