নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

শাহবাগের গণজাগরন মন্চের কেন এই পরিনতি

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১১

শাহবাগের গণজাগরন মন্চ যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে গঠিত হয়ে এই বিচার পক্রিয়া, সমাজ, এবং বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ন প্রভাবক হিসাবে কাজ করেছে। শাহবাগ গনজাগরণ মন্চ পূর্ব বাংলাদেশ আর আজকের বাংলাদেশ এক নয়। বাংলাদেশের সার্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে আমি সরকারকে এর ব্যাপারে প্রথমেই সতর্ক করেছিলাম। কিন্তু কে শুনে কারকথা। সর্বশেষ তুহিনকে নিয়ে গতকালের প্রতিবাদ মিছিল এই মন্চের দেউলিয়াত্বই প্রমান করল।



বাংলাদেশ ছাত্রলীগ এখন এক বিতর্কিত ছাত্র সংগঠনের নাম। অস্রবাজি, টেন্ডারবাজী, চাঁদাবাজী, নারী ব্যবসা, দলীয় কর্মী খুন, সাধারণ মানুষ খুন এই সবই এই ছাত্র সংগঠনের বর্তমান ট্রেডমার্ক। আমরা শুধু এই সংগঠনের অতীত নিয়ে রোমন্হন করতে পারি। কিন্তু তাতে এর বর্তমানের পঁচন থেকে যে দূর্গন্ধ ছড়াচ্ছে তা কমবেনা বৈ কি বাড়বে।



রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিজদলীয় ছাত্রলীগ কর্মী সোহেলের খুনি এই তুহিন। তুহিনকে যখন বর্তমান কমিটির সাধারণ সম্পাদক করা হল তখন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ছাত্রলীগের বর্তমান কেন্দ্রিয় সভাপতি বলেছিলেন শিবিরকে দমনের জন্য তার মত সাহসী কাউকে দায়িত্ব দেয়া হয়েছে। এর থেকেই প্রমান হয় দলীয় কর্মী খুনই ছিল তার যোগ্যতা রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক হওয়ার জন্যে। এই একটি উদাহরনই যথেষ্ট এই বিষয়টি বুঝার জন্য যে সরকার ক্ষমতায় থাকার পরও এই সংগঠনটি কতবেশী পেশী শক্তি নির্ভর। অস্রই এখন এই সংগঠনের প্রথম শক্তি। যার কারনে আমরা দেখি গতকাল শোকসভায় তারা নিজেরা কে আগে বসবে তা নিয়ে মারামারি করে পোগ্রামটিই পন্ড করেদিচ্ছিল - যার ফলে ৮টি কমিটি স্হগিত করা হয়।



বলছিলাম গণজাগরন মন্চের কাজকি বিতর্কিত তুহিনের উপর সন্ত্রাসি হামলার জন্যে আন্দোলন করা? এর মাধ্যমে তারা জাতিকে কি বার্তা দিতে চায়। গণজাগরন মন্চতো কোন দলীয় প্লাটফরম ছিলনা। তাহলে কি আমরা ধরে নিব ছাত্রলীগের সর্বগ্রাসী পছন গণজাগরন মন্চকেও গ্রাস করে ফেলেছে?



মুক্তিযুদ্ধকে নিয়ে রাজনীতি সহ্য করা যায়, কিন্ত রাজনৈতিক উপহাস সহ্য করা যায়না।

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:১৮

তানজিব বলেছেন: সহমত

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২০

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে।

২| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:২৯

ধৈঞ্চা বলেছেন: আপনার সাথে দ্বিমত হওয়ার কোন কারণ নাই।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৫

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ সাথে থাকার জন্যে। আমি বিষয়টি নিয়ে যথেষ্ট ক্ষুব্দ হয়েছি।

৩| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩০

মোমেরমানুষ৭১ বলেছেন: কোথায় হারিয়ে গেল সেই সোনালী দিন গুলি.................?

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৬

সরলপাঠ বলেছেন: কারো কারো ব্যক্তিগত উচ্চবিলাস সমাজের আশা আকাংখাকে মাটি করে দেয়।

৪| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৩৮

জহির উদদীন বলেছেন: প্রজনন চত্বরের ইসলাম বিরোধী কোন কর্ম কান্ডই স্থায়ী হবে না...
শালারা মাইর খাওয়ার অপেক্ষায় আছে.....

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪২

সরলপাঠ বলেছেন: দুঃখিত ভাই আমি আপনার শব্দের ব্যবহারের সাথে একমত নই।

৫| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৫

লেখাজোকা শামীম বলেছেন: আওয়ামী লীগের পকেটে ঢুকে যাওয়াতেই শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১২:৫৮

সরলপাঠ বলেছেন: এখন যা হচ্চে তাতো কফিনে পেরেক ঠুকার মত অবস্হা। আমাদের কি জাতীয় গৌরবের কোন যায়গা থাকতে নেই?

৬| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫২

অমিয় উজ্‌জ্‌বল বলেছেন: আওয়ামী লীগের অতি উতসাহ এবং বিএনপির সরাসরি বিরোধিতা, সর্বোপরি আমার দেশের অপতৎপরতা, নাস্তিক ট্যাগিং, হেফাযতের আগ্রাসী মনোভাব, সাধারণ অংশগ্রহণ কারীদের কার্নিভাল মেন্টালিটি .....সব মিলিয়ে পিছিয়ে পড়েছে গনজাগরণ মঞ্চ।

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৪৪

সরলপাঠ বলেছেন: আপনার অনেক কিছুতেই সহমত, কিন্তু আমারতো মনে হয় তারা পিছিয়ে পড়া নয়, বরং পথ বিচ্যুত।

৭| ২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৯

হাসান কালবৈশাখী বলেছেন:
বেশিরভাগ দাবি পুরন হওয়াতেই আন্দলনের তীব্রতা কমে আসে।
Click This Link

২৪ শে আগস্ট, ২০১৩ দুপুর ২:৫০

সরলপাঠ বলেছেন: আপনার লিখাটি মনদিয়েই পড়লাম। কিছু কিছু পাপ্তি থাকলেও এর জন্যে আমাদেরকে অনেক বেশী রাজনৈতিক এবং সামাজিক মূল্য দিতে হয়েছে। মূল্যের তুলনায় প্রাপ্তি নগন্যই বলতে হবে।

আর যে বললেন, জয়বাংলা আওয়ামীলীগ থেকে চিনিয়ে আনা গেছে, এতে একমত নই।

আমার বক্তব্য আন্দোলনের তীব্রতা নিয়ে নয়, বরং সাম্প্রতিক আন্দোলনের ইস্যু নিয়ে।

৮| ২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৬

জোছনা কন্যা বলেছেন: লেখক বলেছেন: কারো কারো ব্যক্তিগত উচ্চবিলাস সমাজের আশা আকাংখাকে মাটি করে দেয়। ;) ;) ;) ;) ;)

২৪ শে আগস্ট, ২০১৩ বিকাল ৩:২৫

সরলপাঠ বলেছেন: @গ্লুওরম - কাক হয়ে মইয়ুর হতে চাইলে যা হওয়ার তাই হচ্ছে।

৯| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ১২:০৬

আমিনুর রহমান বলেছেন:




লেখাজোকা শামীম এর সাথে সহমত ।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৪৯

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ আমিনুর।

১০| ২৫ শে আগস্ট, ২০১৩ রাত ৩:৩১

স্বাধীকার বলেছেন:
লেখাজোকা শামীম বলেছেন: আওয়ামী লীগের পকেটে ঢুকে যাওয়াতেই শাহবাগের গণজাগরণ মঞ্চ থেকে জনগণ মুখ ফিরিয়ে নিয়েছে।

১১| ২৫ শে আগস্ট, ২০১৩ ভোর ৪:০০

আমি ভূমিপুত্র বলেছেন:

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫০

সরলপাঠ বলেছেন: তামাশা করেন না!!!

১২| ২৫ শে আগস্ট, ২০১৩ সকাল ১১:৪৭

হাসান কালবৈশাখী বলেছেন:
শাহাবাগ আওয়ামী লীগের পকেটে ঢুকে যাওয়া্র প্রশ্নই আসে না।
কারন শাহাবাগ, আওয়ামী লীগ, ছাত্রলিগ শুরুথেকেই আন্দলনের মুল বিষয়ে একমত ছিল। জয় বাংলাকে আওয়ামী থেকে সার্বজনিন একারনেই হয়েছিল।

৩০ শে আগস্ট, ২০১৩ ভোর ৬:৫২

সরলপাঠ বলেছেন: জয়বাংলা সবসময়েই সার্বজনীন। আর বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তিযুদ্ধের দল হিসাবে এই সার্বজনীন স্লোগানের দাবীদার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.