নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

হায় মিলন! হায় মিলন! গনতান্ত্রিক (স্বৈরাচার) এরশাদ এবং ইনু

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫

সাময়িক রংবদলানো নৌকার যাত্রী ইনু আজ সার্টিফিকেট দিলেন, গনতন্ত্রের সার্টিফিকেট। এরশাদ গনতান্ত্রিক, তাই তার সাথে জোট। কাঁদো মিলন কাঁদো। এই যদি হয় তথাকথিত নেতাদের অবস্হা তাহলে বলতে হয় - জামাতই আজ বাংলাদেশের সবচেয়ে বড় স্বাধীনতার পক্ষের শক্তি। আজ বাংলাদেশের স্বাধীনতায় প্রধানত ভারতই হুমকি। জামাতিরাই ভারতের বিরোধিতায় সবচেয়ে বড় শক্তি। তাই জামাতই এখন প্রধান স্বাধিনতার পক্ষের শক্তি।



হায়রে রাজনীতি। ক্ষমতার লোভ, দূর্জনকে পশুতে রুপান্তর করে, তা মখাকে দেখে ভেবেছিলাম - এখনত দেখি পশুপতি হনুমানেরাই জাতে উঠার সার্টিফিকেট বিক্রি করে।



কাদোঁ মিলন কাদোঁ। কাদোঁ নুরহোসেন কাঁদো।



খবর: ইনুর বিবৃতি - এরশাদ গনতান্ত্রিক, তাই এরশাদের সাথে জোট।

মন্তব্য ২১ টি রেটিং +০/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৭

দিশার বলেছেন: জামাত প্রীতি লুকানো দুষ্কর।

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৯

সরলপাঠ বলেছেন: স্যাটায়ার না বুঝলে ঘুমান। দুখিত।

২| ২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৪

উযায়র বলেছেন: মহরম মাস, হায় হোসান হায় হাসান চলবে ?
না হায় ক্ষমতা ! হায় টাকা !!

২৭ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯

সরলপাঠ বলেছেন: মহররম মাস - অনেক ঘটনা বহুল নভেম্বর। এই মাসে মিলন দিবস, নুরহোসেন দিবস।

আর এখন দেখছি - ক্ষমতার লোভে অতীত ভূলে যাওয়ার দিবস।

> হাঁ চলবে।

৩| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: হায়রে রাজনীতি। ক্ষমতার লোভ, দূর্জনকে পশুতে রুপান্তর করে, তা মখাকে দেখে ভেবেছিলাম - এখনত দেখি পশুপতি হনুমানেরাই জাতে উঠার সার্টিফিকেট বিক্রি করে।

কাদোঁ মিলন কাদোঁ। কাদোঁ নুরহোসেন কাঁদো।


এদের কি চক্ষু লজ্জা বলেও কিছূ নেই????
>থাকবে কি করে এদেরতো চোখই নেই! তায় আবার লজ্জা!!


২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ - চোখই নেই! তায় আবার লজ্জা!!!!!

গত ব্লগে লিখেছিলাম- আপনার জন্য এখানে কোট করলামঃ

রাজনীতির অসততা, অনৈতিকতা, এবং অবিশ্বাসকে গ্রহনযোগ্য করতে এই তথাকথিত রাজনীতিবিদ এবং তাদের চাটুকারেরা একটি বাক্য চালু করেছেন - "রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই"।

এ হচ্ছে রাজনীতির চুড়ান্ত অবক্ষয়কে মেনে নিতে বাধ্য করার একটি কৌশল মাত্র। মনে রাখতে হবে রাজনীতির অবক্ষয়কে মেনে নেয়া মানে স্বাধীনতার অবক্ষয়কে মেনে নেয়া।

৪| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০৯

তিক্তভাষী বলেছেন: আমাদের রাজনীতিকদের আপ্তবাক্য হচ্ছে - রাজনীতিতে শেষকথা বলতে কিছু নেই।

কাজেই আম-জনতার প্রতি আহবান হলো - রাজনীতিকদের বিশ্বাস করবেন না।

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ। এ বিষয়ে আমার আগের লিখায় বিস্তারিত লিখেছিলাম, না পড়লে পড়ে দেখতে পারেনঃ Click This Link

৫| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২২

বোধহীন স্বপ্ন বলেছেন:

ইনু তো পুরাই ডানপন্থী বাম নেতা হয়ে গেছে ।

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

সরলপাঠ বলেছেন: 'ডানপন্থী বাম নেতা' ভাল বলেছেন। আমি আরেকটু যোগ করতে চাই - ডানপন্থী বাম সুবিধাবাদী গলাবাজ নেতা।

৬| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

আহলান বলেছেন: ইহাই রাজনীতি .... আজ যে বন্ধু কাল সে শত্রু ...কাল যে শত্রু পরশু সে বন্ধু .............

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সরলপাঠ বলেছেন: কিন্তু বিশ্বাস, নৈতিকতা, বা নীতি বিসর্জন দিয়ে নয়। এগুলো বিসর্জন দিলে তা আর নীতির রাজা থাকেনা। ধন্যবাদ।

৭| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩১

মদন বলেছেন: বোধহীন স্বপ্ন বলেছেন: ইনু তো পুরাই ডানপন্থী বাম নেতা হয়ে গেছে ।

=p~

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

সরলপাঠ বলেছেন: =p~ =p~ =p~ =p~ ধন্যবাদ।

৮| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

সাইবার অভিযত্রী বলেছেন: দাবী একটাই না, দাবী দুই দুইটা, যুদ্ধাপরাধীদের বিচার চাই এবং ধর্ম অবমাননা কারীদেরও বিচার চাই।

যে সব রাজনীতিবিদ এই দুইটাই চায় না, তাদেরমুক্ত রাজৈনীতি চাই

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

সরলপাঠ বলেছেন: সহমত। ধন্যবাদ।

৯| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫

প্রািন্ত বলেছেন: ইনু হলেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) নেতা। কিন্তু তার তামাশা অত্যন্ত লজ্জাস্কর। যে সমাজতন্ত্র আজ গণতন্ত্রের কাছে পৃথিবীব্যাপী পরাভুত, সেই গণতন্ত্রের জন্য ইনু অন্তঃসার শূণ্য লম্ফঝম্ফ সত্যই আমাকে অবাক করে। তিনি নিজেকে খুব বড় নেতা মনে করেন, কিন্তু তিনি তার নিজ যোগ্যতায় নিজের এলাকার ইউনিয়ন পরিষদের মেম্বার হতে পারবেন কিনা সন্দেহ আছে। অথচ তার কথা শুনলে মনে হয় তিনিই বাংলাদেশের একছত্র অধিপতি।

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

সরলপাঠ বলেছেন: খুবই সুন্দর কথা বলেছেন - 'ইনুর অন্তঃসার শূণ্য লম্ফঝম্ফ সত্যই আমাকে অবাক করে'

১০| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সেমিবস বলেছেন: হায়রে রাজনীতি। ক্ষমতার লোভ, দূর্জনকে পশুতে রুপান্তর করে, তা মখাকে দেখে ভেবেছিলাম - এখনত দেখি পশুপতি হনুমানেরাই জাতে উঠার সার্টিফিকেট বিক্রি করে।

কাদোঁ মিলন কাদোঁ। কাদোঁ নুরহোসেন কাঁদো।

খবর: ইনুর বিবৃতি - এরশাদ গনতান্ত্রিক, তাই এরশাদের সাথে জোট

দূখখো আমার, টিভিতে ইনুকে দেখতে পারিনা, এই বাম নেতার মুখ আসলেই রিমোটের অন্য বাটনে চাপ পড়ে............বড়ই আজিব বাংলার রাজনীতি।

২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

সরলপাঠ বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্যে। ইনু নিজেই আজ নিজের এই পতনের জন্যে দায়ী। জনাব মেননকে নিয়ে কেউ এভাবে বলেনা, যেভাবে ইনু বা দিলীপ বড়ুয়াকে নিয়ে বলে।

১১| ২৭ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২০

অপরাজিত একজন বলেছেন: ক্ষমতার লোভ, দূর্জনকে পশুতে রুপান্তর করে, তা মখাকে দেখে ভেবেছিলাম - এখনত দেখি পশুপতি হনুমানেরাই জাতে উঠার সার্টিফিকেট বিক্রি করে।

কাদোঁ মিলন কাদোঁ। কাদোঁ নুরহোসেন কাঁদো।

খবর: ইনুর বিবৃতি - এরশাদ গনতান্ত্রিক, তাই এরশাদের সাথে জোট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.