নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বনির্ভর সরল পাঠ - গরিব মানুষ, মানুষ হতে চাই

বিক্ষিপ্ত ভাবনা

সরলপাঠ

সবার উপরে দেশ - আমার স্বদেশ। ভাল লাগে সততা, সরলতা। খারাপ লাগে নোংরামি, মিথ্যা, অহমিকা, কুটিলতা।

সরলপাঠ › বিস্তারিত পোস্টঃ

হতাশা কাটিয়ে হঠাৎ সফল আন্দোলনে বিএনপি?

০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

৫ই জানুয়ারী - ২০১৪ বা ২০১৫ একই চিত্র। একই সরকারী কায়দায় বিরোধীদল দমন। সরকার আর দল যে ভিন্ন জিনিস, এ বিষয়টি বাংলাদেশের মানুষ ও দিনে দিনে ভুলে গেছে। এখন যাহাই তথাকথিত আওয়ামীলীগ তাহাই সরকার। যাহাই ছাত্রলীগ, যুবলীগ; তাহাই পুলিশ, বিজিবি, র‌্যাব। এটাই হচ্ছে অবৈধ গণতন্ত্র। সত্যিকারের আওয়ামীলীগাররা এই গণতন্ত্র সমর্থন করেননা। যেমন আমিও করিনা। শুধু তারাই করেন, যারা অবৈধ ক্ষমতার সুবিধাভোগী, উচ্ছিষ্টভোগি। আবেদ খান, মান্নান, আর নব্য আ্ঁতেল আরাফাতেরাই এর সুবিধাভোগি এবং এরা ৫ই জানুয়ারীর নির্বাচনের পক্ষে কথা বলে।

দেশকে শান্তির ধারায় ফিরিয়ে আনতে অবশ্যই সত্যিকারের জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করতে হবে। সে নির্বাচনে আওয়ামীলীগ হেরে গেলেও তাতে আমাদের আবেগ থাকবে, থাকবে অহংকার। যে গণতন্ত্রকে সুবিধাবাদী আওয়ামীলীগাররা আইসিই্উতে পাঠিয়েছে, তাকে সুস্হধারায় ফিরিয়ে আনতে যেই আন্দোলন করবে, আজকের জন্যে আমার সমর্থন তার প্রতি - সে যেই হোক। গণতন্ত্র মানে জনগণের অধিকার। আমি আমার অধিকার ফেরত চাই। আমি সুবিধাবাদী আওয়ামীলীগ নই - নিজের শ্রমে পেট চালাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫

খেলাঘর বলেছেন:


ভোট চুরির নির্বাচনে পিন্টু, হাজী সেলিম, মায়া, ফালুই বিজয়ী; সেটাও ঘণমন্ত্র।

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ রাত ৮:৪২

রামন বলেছেন:
সহসা যে নির্বাচন হবে এমন পরিস্থিতি বা লক্ষণ দেখা যাচ্ছেনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.