নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

অহেতুক !

৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:২৯

# আদিম যুগের মানুষ কি আসলেও বন-জঙ্গলে বাস করত, নাকি এগুলো বানানো গল্প ?? গুহা, নদী-খাল কিংবা গাছের নীচে মানুষের বসবাসের ব্যাপার মেনে নেয়া গেলেও - হিংস্র জীব-জন্তু, সাপ-বিচ্ছু ভরপুর জঙ্গলে "আদিম মানুষের একসময়কার বসবাসের" গল্প কিছুতেই মেনে নেয়া যায় না। কারন প্রথম মানব হযরত আদম (আঃ) কে সর্ব বিষয়ে জ্ঞান দিয়েই আল্লাহ তা'লা পৃথিবীতে পাঠিয়েছিলেন। আর নিঃসন্দেহে তিনি মানুষের আবাসস্থল হিসেবে জীব-জন্তু পূর্ণ জঙ্গলকে বেছে নেননি।
পৃথিবীর ইতিহাসের কত অংশ বানানো আর কতটুকু গল্প ?

# কারও অগোচরে, চারদিক/আশপাশ থেকে কোন কিছু পর্যবেক্ষন/দেখার রোমান্স কেমন !!
বিচরন/হাটা-চলাচরকারী ব্যক্তি বা প্রাণী যদি টের না পায়, অথচ তাকে কেউ অনুসরন করছে কিংবা কোন না কোন স্থান থেকে তাকে দেখা হচ্ছে- এ চিন্তাটা বিস্ময়কর এবং অনেকটা ভীতিকরও বটে !!
বিভিন্ন ঘেরাটোপ আর স্ক্রীনের আড়ালে থেকে আমরা যতই ভাবি- "কেউ আমাকে দেখছে না" - এ ধারনা কি সঠিক ??!! প্রকৃতিতে বিচরনকারী সব বস্তুই কি এ "সাধারন আলোয়" আমাদের চোখে দৃশ্যমান ?? মানুষের চোখে যদি এক্স-রে'র ক্ষমতা দেয়া হয়, সে জগৎটাকে কেমন দেখবে ?? আর "আলফা", "বিটা", "গামা" রশ্মি-তে ??
এ সমস্ত আলোর কথা বাদ দিলাম, ক্ষনিকের জন্যও কি বাতাসের আড়ালে যাওয়া কারও পক্ষে সম্ভব ??
হা: হা: হা: হা: হা: হা: হা: হা:

# বাংলাদেশের বাজারে বেশ কয়েক বছর ধরে চলছে 'হীল' ছাড়া 'ফ্লাট জুতা'র কেনা-বেচা। যা কোন অবস্থাতেই আরামদায়ক ও স্বাস্থ্য সম্মত নয় ( এ সব জুতা স্বাস্থ্য সম্মত কিনা তা বৈজ্ঞানিক পদ্ধতিতে পরীক্ষা করে বাজারজাত করা হয় না)। যে কারনে যুবক এবং মধ্য বয়সীদের গোড়ালি, পায়ের সমস্যা ভীষনভাবে বেড়ে চলেছে।
ব্যবসায়ীদের খপ্পরে পরে, স্টাইল করতে গিয়ে পা/স্বাস্থ্য হারানোর আগেই সচেতন হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:০৭

জাহাঙ্গীর কবীর নয়ন বলেছেন:







এই কমেন্টেরও আপনার পোস্টের মতো কোনও অর্থ নেই। চাইলে গানগুলো শুনতে পারেন।

২| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৫৩

রাজীব নুর বলেছেন: এই পোষ্টের উদ্যেশ কি?

৩| ৩০ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৯:২৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এলোমেলো ভাবনা। তবে চিন্তার অবকাশ আছে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.