নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

\'হা\' ও \'না\'র কথা

০২ রা ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৪৩

হাঃ কেমন আছিস রে ভাই ?
নাঃ তোর মত একটা 'বিবেকহীন প্রকাশ' থাকতে বর্তমানে টিকে থাকাই তো দায় হয়ে পড়েছে ! আবার জিজ্ঞেস করিস, কেমন আছি ?
হাঃ রেগে-মেগে এত কি বলছিস ?
নাঃ রাগবোনা মানে ! ইচ্ছে করে তোকে পৃথিবী থেকে মুছে দেই। পারিসনা কিছু করতে; হামেসাই শুধু 'হা' বলিস। মানুষকে এত মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা আশা দিয়ে কথা বলতে তোর লজ্জা করেনা !
হাঃ তুই বুঝবি কি দোস্ত, দু'একটা মিথ্যা বললেও মানুষকে কিন্তু আমি আশা-ভরসা দিয়ে মন ভালো রাখছি ! আর তুই তো একেবারেই লবন ছাড়া ! তোকে কে-ই বা পছন্দ করে ?
নাঃ আমি তো একটা চ্যালেঞ্জ। আমাকে অতিক্রম করতে হয় যোগ্যতা দিয়ে। কিন্তু তুই 'পজিটিভ' এর নামে সব লোভ-লালসা-কে লাগামহীন বেহায়া করেছিস ! তুই সহজলভ্য আর মূল্যহীন হয়ে গেছিস। তোর জন্য মানুষের বিবেক নীতিহীন হয়ে পড়েছে।
হাঃ আবোল-তাবোল বকিস না ভাই। তোকে শুনলেই মানুষ হতাশ- বিশৃঙ্খল হয়ে যায়। জগৎ শুধুই আমাকে ভালোবাসে, আমার গোলামী করে। সামর্থ্য থাক বা না থাক, আমাকেই শুনতে চায়। আমি না থাকলে সব জায়গাতে অশান্তি আর অশান্তি ! আমিই সব সমস্যার সমাধান। যেন "গুগল ছার্চ ইঞ্জিন"। কিছুদিন পর তোর অস্তিত্বও থাকবেনা রে ! হা হা হা হা হা !
নাঃ তোর কথাকে আমি মোটেও পাত্তা দিচ্ছিনা। আহাম্মকেরা এমনই ভাবে।
নিজের ঢোল পিটাচ্ছিস। কিন্তু একবারও কি ভাবছিস যে, তুই মানুষকে সামর্থ্যের সীমায় না রেখে আত্মতৃপ্তি ধংস করে দিচ্ছিস ! মুখের হা বড় করাচ্ছিস, কিন্তু গিলাবি কি ? লালসা বাড়িয়ে মানুষকে অবৈধ পথে উপার্জনে ঠেলে দিচ্ছিস। মুখে লাগাম দে ! সব কিছুতেই হা' করার অভ্যাষ বাদ দে।
হাঃ আরে দোস্ত ! হতাশার কথা বলিস নাতো ! ইন্টারনেট এর যুগে মানুষ দিন দিনই বোকা আর অলস হয়ে যাচ্ছে। এখনই সুযোগ।
খুখ্ খুখ্....
নাঃ কাশছো কেন দোস্ত ?
হাঃ কে কাশছে, আমি না !
নাঃ তাহলে কি মানুষদের কেউ ?
হাঃ হতে পারে, আমাদের কথা হ্যাক করে শুনছে ! ইন্টারনেট এর যুগ !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৩:২৫

রাজীব নুর বলেছেন: হা হা হা ----

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.