নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

নিরপরাধ ‘আত্মা\'

০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১২:০১


"মানুষ" ছাড়া; বিশ্ব প্রকৃতিতে অবস্থানকারী অন্য কোন প্রাণী বা বস্তুর চরিত্রে "স্বার্থপরতা" আছে কী ?
"মানুষ এর চরিত্র ফুলের মত পবিত্র''- এ ডাহা মিথ্যা কথা!
"সে মানুষ এর চরিত্র; ফুলের চেয়েও পবিত্র"-
যার আত্মা; সত্য ও ন্যায়-বিবেকবোধ দ্বারা পরিচালিত।
কিন্তু এ চরাচরের মানুষগুলো !
এখানে কেউ যনে কারও অধীন নয়;
অবারিত স্বাধীনতা !
কর্মের, জবানের জবাবদিহীতা নেই,
অধিকারের সীমান্ত নেই,
‘কলম’ যেন হিতাহীত জ্ঞানশুন্য !
এখানে- পাশবিক উন্মত্ততায় বিরান হয় প্রাণ ও পরিবার ;
যা নিশ্চুপ দাড়িয়ে দেখে কর্তৃত্ব !
তাই; প্রচন্ড ঘৃনাভরে পালিয়ে গেছে সত্য-সুন্দর-মহত্ব-
দেখে মিথ্যা, লালসা আর নিস্পেষনের নেতৃত্ব।
আজ পদে পদে, জনপদে আতঙ্ক চারদিকে,
সত্যি- এখানে ভীষন কষ্টে আছে নিরপরাধ ‘আত্মারা’ !

মন্তব্য ৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৭ ই নভেম্বর, ২০২২ দুপুর ১:৪৩

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

২| ০৭ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:২১

জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা! +

৩| ০৭ ই নভেম্বর, ২০২২ রাত ১০:৩০

জগতারন বলেছেন:
সুন্দর কবিতা।
কবিতা পাঠ করে আমার খুব ভালো লেগেছে।
কবি মন সত্যিই সুন্দরতম।

কবির প্রতি আমার শুভাকাঙ্ক্ষা ও ভালোবাসা রহিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.