নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলার জানালা

সামছুল আলম কচি

পড়তে আর লিখতে ভালবাসি

সামছুল আলম কচি › বিস্তারিত পোস্টঃ

ব্লিডিং হার্ট-হৃদয়ে রক্তক্ষরন

২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৩


সুদুর বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম এ স্থাপিত বিসিআইসি'র প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স-এ কর্মকালীন একদিন দুপুরে সিসিসি প্রাইমারী স্কুলের পাশ দিয়ে কারখানার বাসায় ফিরছিলাম। হঠাৎ চোখ পড়লো স্কুলের বাগানে ফোটা এ ফুলের দিকে। চমৎকার ও অপরূপ সুন্দর !! গাছ পাওয়ার লোভ সামলানো অসম্ভব।
স্কুল বন্ধ। আশেপাশে কাউকে দেখছিনা। আমাদের কারখানার ভিতরেই যেহেতু স্কুল আর আমি হলেম তিনশত একর এলাকার প্রশাসন বিভাগীয় প্রধান (!) এ ফুলের গাছের ডাল ভাঙ্গলে বা ডাল চুরি করলে কার আর কি বলার আছে !! অতএব একটি ডাল ভেঙ্গে আমার দোতলা বাসার সামনে বুনে দিলাম !!
দারুন ফুটলো সে 'ব্লিডিং হার্ট' !!
সাভার, ঢাকায় পোস্টিং হয়ে আসার সময় ওর ডাল নিয়ে এলাম। সাভারেও চমৎকার ফুটলো !!
দেখে দেখে আমার মতই কতজনা এ ফুলের লোভে পড়েছে আর কতজন-কে যে দিয়েছি !!
ফুল যতই সুন্দর হোক; তা কি মানুষের সৌন্দর্যকে অতিক্রম করতে পেরেছে !!??
কে জানে !! ভালোবাসা তো যেন চোখের মতই পিচ্ছিল কোন বস্তু।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫২

শূন্য সারমর্ম বলেছেন:


এমন লোভ দরকার আছে বলে মনে হচ্ছে।

২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর শেয়ার।

৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৪৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আমার ছোট বোন আমাকে একটি চারা দিয়ে ছিল।

৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৩

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: আমার ও এরকম গাছ দরকার।

২৬ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:০৪

সামছুল আলম কচি বলেছেন: ঠিকানা পেলে পাঠিয়ে দিবো।

৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১

রাজীব নুর বলেছেন: বাহ!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.