নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মহেরা

আরেফিন৩৩৬

একটি নেতৃত্বই পারে একটি জাতিকে পরিবর্তন করতে; আমি এ কথায় বিশ্বাসী।

আরেফিন৩৩৬ › বিস্তারিত পোস্টঃ

সরকারের বেকায়দার ইস্যু ধর্ম সুড়সুড়ি-র ইস্যু ধর্ম

২১ শে মার্চ, ২০২৪ রাত ৩:২৪


সরকার দেশ চালাতে বেকায়দায় ধর্ম সামনে আসবে। হঠাৎ ধর্ম যুদ্ধ বেঁধে যাবে, ঐ ফাঁকে চালের দাম বাড়বে,গ্যাসের দাম বাড়বে,তেলের দাম বাড়বে। আবার কিছু লোকের তেলানোর জন্যেও তেলের দাম চড়া মূল্যে চলে যাবে। আরে ভাই কম তেলান, আমরা কিন্তু বুঝি আপনি তেলবাজ। একটু শরম পান, একটু লজ্জা আনুন। জানি আপনার আপনার ঘরে নুন আনতে পান্তা ফুরায় তাও আপনি তেলান। তেলডা কমান তেলের দাম আরো বাড়বে।

বিশ্ববিদ্যালয়ে নারী লাঞ্ছিত একক ক্ষমতায়। দুইদিন পর আপনার মেয়ে,বোন স্ত্রীও এগুলোর শিকার হবে। মনে রাখবেন রাক্ষস মানুষের রক্তই খায়, কেউ আপন-কে পর চেনে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলওয়াত করাই ফায়দা লুটা, হামলার চিত্র ; এগুলো রাজনৈতিক খেল। ধর্ম নামক বাঘের লেজ নিয়ে কান চুলকানোর মজাই আলাদা। কিন্তু বাঘ জেগে গেলে জীবন শ্যাষ।
বাঘের লেজ নিয়ে খেলার মতোই ধর্ম, সরকারের সব টাম্প কার্ড শেষ হওয়ায় এখন খেলছে ধর্ম নিয়ে।

দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, আর খেলা চলে ধর্মের। এমন খেলা ঝুঁকিপূর্ণ, খেলতে খেলতে বুমেরাং হবে।তখন দেশের বড় ক্ষতি হয়ে যাবে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে দেশের সকল প্রীতি ভেঙ্গে পড়বে। তাই বিভিন্ন সচেতন মহলকে আগেই বলছি, সরকারকে বলুন বাঘের লেঞ্জা নিয়ে খেলা বন্ধ করুন।

মন্তব্য ১৬ টি রেটিং +১/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৪ ভোর ৪:২২

নূর আলম হিরণ বলেছেন: সরকারে অদক্ষ লোকজনে ভরে গেছে।

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৩

আরেফিন৩৩৬ বলেছেন: এগুলো সামাল দেয় ইস্যু দিয়ে

২| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৮:০৫

জ্যাক স্মিথ বলেছেন: সরকার/ সমাজপতিগণ সবসময় প্রয়োজন অনুসারে ধর্মটাকে ব্যবহার করেছে। সবকিছু খুব সহজে নিয়ন্ত্রণ করার জন্য ধর্ম অনেক বড় একটা টুল।

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৪

আরেফিন৩৩৬ বলেছেন: মারাত্মক ও কার্যকর টুল

৩| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:১৫

কামাল১৮ বলেছেন: জিনিস পত্রের দাম বাড়ার সাথে ধর্মের কি সম্পর্ক ঠিক বোঝলাম না।তবে রোজা আসলে চাহিদা বেড়ে যায় তাই দাম কিছুটা বাড়ে।বাড়তি দাম আর সহজে কমে না।

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৫

আরেফিন৩৩৬ বলেছেন: এটা আপনি আপাতত চোখ না খুললে দেখবেন না৷ আপনাকে বুঝতে জনগণের কাতারে আসতে হবে।

৪| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:২০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


আফসোস। রোজা একটি ইফতার উৎসবে পরিণত হয়েছে

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৬

আরেফিন৩৩৬ বলেছেন: হোক, তবুও সিস্টেম ঠিক রেখে করুক তাতে সমস্যা কেন? এটায় তো সম্প্রীতি বাড়ে

৫| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ৯:৪৮

নাহল তরকারি বলেছেন: অসাম্প্রদায়িক দেশে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইফতারিও করতে পারবে না? ইফতার পার্টিতে কোন হিন্দু সংগঠন হামলা করে নি। কারা হামলা করেছে সেটা আমারা সবাই জানি। আর যে দেশে জ্ঞান চর্চা করতে গেলে অন্যের যৌন চাহিদা পূরন করতে হয় তাহলে এই জ্ঞান অর্জন করার দরকার নাই।

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৭

আরেফিন৩৩৬ বলেছেন: এটাই। সবার বৈধ সর কাজ করার সুযোগ আছে। কিন্তু সরকার বেকায়দায় পড়লে এ ইস্যু নিয়ে খেলে

৬| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:২৮

রাজীব নুর বলেছেন: কোরআন তেলোয়াত করুক। তাতে সমস্যা কি?

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৮

আরেফিন৩৩৬ বলেছেন: কারো নেই সমস্যা। শুধু সরকারের ইস্যু দরকার

৭| ২১ শে মার্চ, ২০২৪ সকাল ১১:৫৩

শাওন আহমাদ বলেছেন: যথার্থ বলেছেন।

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৮

আরেফিন৩৩৬ বলেছেন: আপনাকে ধন্যবাদ

৮| ২১ শে মার্চ, ২০২৪ দুপুর ১২:৩৪

নতুন বলেছেন: আমাদের রাজনিতিকরা জানে কিভাবে জনগনকে বিভিন্ন ইসু দিয়ে ব্যস্ত রাখতে হয়।

জনগন যখন ধর্ম ইসু নিয়ে ব্যস্ত থাকবে তখন অন্য ইসু নিয়ে আন্দোলনে যাবেনা।

২৩ শে মার্চ, ২০২৪ ভোর ৪:১৩

আরেফিন৩৩৬ বলেছেন: একদম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.