নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মিথ্যার মিছিলে আজ সত্য দিশেহারা

মোহাম্মাদ বিন কাসিম

মিথ্যার মিছিলে আজ সত্য দিশেহারা

মোহাম্মাদ বিন কাসিম › বিস্তারিত পোস্টঃ

জ্বিন দেখা

০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:৫৩

জ্বিন দেখার খুব শখ ছিল কিন্তু কখনও দেখা হয় নি । আজ কেন জানি মেঘ না চাইতেই বৃষ্টি নেমে এলো .......................আজ এক জায়গায় গিয়েছিলাম , শোনলাম জ্বিন হাজির করা হবে ।তাই জ্বিন দেখার লোভ আর সামলাতে পারলাম না ।আগে অনেকের কাছে গল্প শুনেছি জ্বিনের কিন্তু কখনও বাস্তবে দেখিনি ।শুনেছি জ্বিনের বিকট আওয়াজ করে অন্ধকার ঘরে আসে , রোগীর গোপন খবর সব দেয় ,বিপদ থেকে রক্ষার কথা বলে আবার যাওয়ার সময় মিস্টি , দুধ ও দই খায় আর শেষ মুহূর্তে জুতা নিয়ে চলে যায় ।কিন্তু আজকে বাস্তবে দেখলাম উল্টো অবস্হা ।ঘরে একটা ওয়াল ক্লোথ বিছানো হলো তার উপরে দুটো জায়নামাযের পাটি লাচা হলো ,দুটো লোহার শিক পশ্চিম মুখ করে পোতা হলো মাটিতে ।লোহার শিক দুটো দেখতে অনেকটা দেব-দেবীর হাতে থাকা বর্শার মতো ।যেহেতু বাতে জ্বলবে তাই পুরো ঘটনাটা আমি ভিডিও করার অনুমতি চাইলাম কিন্তু আমায় অনুমতি দেয়া হলো না ।ফের ছবি তোলার অনুমতি চাইলাম কিন্তু সেটা করতেও বাধা দেয়া হলো ।আমি আর জোরা-জুরি করলাম না কারন ফক্বিরের দলে অনেক লোক , যদি মাইর দেয় সেই ভয়ে ।আমি পুরো ঘটনাটা ভিডিও করতে পারি নি ঠিকই রেকর্ড করে নিয়ে আসছি ।জায়নামাযের পাটির উপর ওরা তিনজন বসা বাকীরা একটু দূরে ।মোমবাতি ও আগরবাতী জ্বালানো হলো ।তারপর ফক্বির পুতির মতো পড়া শুরু করলো আর দুহাতে তালি দিতে লাগলো আর পাশের জন ঘার নারাতে লাগলো উপস্হিত সবাই দেখছে ।কিছুক্ষন পরে পাশের জন উল্টা-পাল্টা আচরন শুরু করে দিল , মনে হচ্ছে লোকটার ঘার টার শক্ত হয়ে যাচ্ছে ...........সালাম দিলো ও তার পরিচয় দিল তার নাম নাকি গামছা পাগলা ।কিন্তু তার কথা বার্তা আমার পছন্দ হলো না ।সে উল্টা পাল্টা কথা বললো তারা নাকি সাত ভাই , সিদ্দিক নামে তাদের এক ভাই আছে সে নাকি কান্দি-কাটি পাগলা বাবারে বইলা এমনটা করলো ।পরে একজন আমারে বুঝাইয়া বলল ঐ লোকটা নাকি জ্বিন বহন করে আর যা বলেছে তা নাকি সব সত্য ।কতোটা সত্য কথা বলে তা কিছুক্ষন পরেই বুঝতে পারলাম ।আরো ৪-৫ জনের গোপন বিষয় সম্পর্কে যা বলল তা ভিত্তিহীন ।একজন প্রতিবাদ করলে ফক্বির চিৎকার দিয়ে উঠলো ।পাথরে তসবীহ ও খান জাহান আলীর মাজার থেকে আনা পাথর পানির গ্লাসে ভিজানো হলো আর স্টিলের গামলা চেয়ে আনা হলো তারপর ঢোলের মতো করে পেটাচ্ছে আর মাইজবান্ডারীর মতো করে গাচ্ছে ।পরে ছোট্ট একটা কোরান শরীফ ঐ জ্বিন বহন করা লোকটার সামনে রাখা হলো এবং তাকে অনেক ভয়-ভীতি প্রদর্শন করা হলো কিছুতেই কিছু হচ্ছে না ।শেষমেস লোকটা তথা ফক্বির একটা কথা বলে ফেলল যাতে কিনা তার মুসলমানিত্বই থাকে না ।বলে ফেলি পরে না হয় তওবা করে নেবো , ” যদি না যাস তবে আল্লাহ ও রাসূলের মাথা খাও “নাউজুবিল্লাহ ।বুঝে গেছি রিয়েল নাকি ফেইক ।তবু অপেক্ষায় আছি শেষটা দেখার ।এবার নাকি ২য় লোক মারফত খিযির (আ:) কে হাজির করা হবে ।ফের জোরে জোরে পুতি পরা হচ্ছে আর ২য় লোকটা জরসড় হয়ে বসে আছে কিছুক্ষন যেতে না যেতেই অস্থির হয়ে নিজের রানে থাবরাচ্ছে আর জোরে জোরে চিল্লাচ্ছে আর শ্বাস নিচ্ছে , কতক্ষন পরে ফক্বীরকে সিজদার মতো করে উপুর হয়ে শুয়ে পড়লো ।যে ভাবে লোকটা লাফাচ্ছিল আমি তো মনে করেছিলাম লোকটার লুঙ্গিই খুলে যাবে ,ভাগ্যিস এমনটা হয়নি হলে হয়তো: আশে পাশের লোকজন কিছুটা বিনোদন পেতো । লোকটা শুয়ে হাফাচ্ছে ,কতক্ষন পরে শান্তসুরে সালাম দিলো আর পরিচয় দিলো নামটা কি যেনো বলল ভুলে গেছি ।তারপর ফক্বির অনেক খবর জানতে চাইলেন আর যা উত্তর দিলো তার অধিকাংশই ছিল ভুয়া ।
একবিংশ শতাব্দিতে এসেও মানুষ এই ঝাড় ফুঁক ,ওজা ও ফক্বির বিশ্বাস করে না দেখলেই ভাবাই যায় না ।।আজব হলেও সত্য এখনও অনেক মানুষ আছে যারা এগুলো বিশ্বাস করে ।শেষমেস লোকটা সোজাসোজু আত্মসমার্পন করলো না অনেক অজুহাত দেখালো ঘর পবিত্র না তারপর লুলা উপস্থিত হলো না ।উপস্থিত লোকজন কে কি বুঝেছে জানি না তবে বুঝে গেছি ওদের ভন্ডামি ।আমি উপদেশ দেয়া কেউ না তবুও বলছি আপনারা এখনও যারা এগুলো বিশ্বাস করেন তারা একটু বুঝতে চেষ্টা করুন এগুলো ভন্ডামি ছাড়া আর কিছুই নয় ।মানুষ ও জ্বিন জাতিকে আল্লাহ তার ইবাদতের জন্য তৈরী করেছেন ।মানুষের মধ্যে যেমন বদ মানুষ আছে ঠিক তেমনি জ্বিনদের মধ্যেও তেমনি বদ-জ্বিন আছে ।হ্যা যদি কামিল আউলিয়া জ্বিন হাজির করে সেটা বিশ্বাসযোগ্য হলেও হতে পারে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০২ রা সেপ্টেম্বর, ২০১৫ রাত ৩:৩৭

চাঁদগাজী বলেছেন:

মানুষেরাই জ্বীন হয় সব সময়।

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫০

মোহাম্মাদ বিন কাসিম বলেছেন: তা ঠিক, তাই বলে আলোর ভিতর জ্বিন হাজির করা ,ওদের কর্মকান্ড শুরুতেই অদ্ভুদ লাগছিলো ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.