নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাট ইয়োর বডি এর্কোডিং টু ইয়োর ইমেজ

শরৎ চৌধুরী

তুমি তোমার ইমেজ মতইপ্রোফাইল বানাওকি ব্লগেকি জীবনে

শরৎ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

একটা তুষারপাতের দিন

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৬

আমি থাকি একটা ক্ষুদ্র শহরে। মূল হিরোশিমা শহর থেকে ৩৯ কি:মি: দূরে। হিরোশিমা বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসকে ঘিরেই এই শহর।
নাম তার সাইজো। সাইজে সাইজো ছোট্ট হলেও, এখানে নানান দেশ থেকে আসা মানুষজনের সমাগম বেশি। তবে ইংরেজি নিয়ে কষ্ট কিন্তু কম নয়।
এই শহর নানান দেশের মানুষের জন্য অভিনব অভিজ্ঞতার আধার। এরমধ্যে একটা হল জীবনের প্রথম তুষারপাত দর্শন। আমাদের অনেকেরই এই অভিজ্ঞতা প্রথমবার হয় বাংলাদেশের বাইরে এসে। নানান দিক দিয়ে আমাদের দেশটা এত সুন্দর আর বৈচিত্র্যপূর্ণ, মাঝেমাঝে ভাবি তুষারপাতটা হলে একদম ষোলকলাপূর্ণ হোত। এটা আমার প্রথম তুষারপাত দেখা নয় কিন্তু তারপরও বিশেষ কিছু। কেন?
উত্তর জানিনা।

খুব সাধারণ বাঙ্গালী একটা মানুষ বরফের মাঝে হাঁটি আপনাদের জন্য বরফের ছবি তুলি।


১ পুরো শহরটা ঢেকে আছে বরফে



২ এর মধ্যে জেগে আছে লাল একটা ফুল


৩ জীবনের স্পন্দন এখনো তীব্র


৪ দুয়ারে দুয়ারে বরফের সম্ভাষণ


৫ তুষাবৃত জান্তব শেকড়


৬ এই পথের যে কোথায় শেষ আমরা ক্ষণস্থায়ী চিহ্নমাত্র


৭ তবুও কালো জলে বরফের স্পন্দন ১


৮ তবুও কালো জলে বরফের স্পন্দন ২


৯ এ শহর প্রান্তর, তুষার যন্তর


১০ আর সে আসে, রহস‍্যময়ী

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৮

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: বর্তমানে ওখানকার তাপমাত্রা কত? আনুমানিক বললেও হবে।

ধন্যবাদ ভাই অন্যমনস্ক শরৎ।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:২৯

শরৎ চৌধুরী বলেছেন: কিছু মনে করার তো কোন প্রশ্নই নেই। -৩ এখন।
অনেক ধন‍্যবাদ।

২| ১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: ভালো লাগল, আপনার প্রথম তুষারপাত দর্শনের ছবিগুলো।

১৫ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৫০

শরৎ চৌধুরী বলেছেন: সুমন, অশেষ শুভেচ্ছা। এটা আমার প্রথম তুষারপাত দেখা নয় কিন্তু তারপরও বিশেষ কিছু।

৩| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:২৮

চাঁদগাজী বলেছেন:


"নানান দিক দিয়ে আমাদের দেশটা এত সুন্দর আর বৈচিত্র্যপূর্ণ, মাঝেমাঝে ভাবি তুষারপাতটা হলে একদম ষোলকলাপূর্ণ হোত। "

-এই দরিদ্র দেশে তুষারপাত হলে, ঘর গরম করার তেল পেতো কোথায়? আপনি জাপানে থেকে যান, ওখানে কাজকর্ম করেন, ফিরে আসার দরকার নেই!

১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: আসলেই ভালো পয়েন্ট। তাইতো। তুষারপাত না হলে ভালৈ হয়েছে। তাহলে দেশে ফিরতে পারি।

৪| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৮:৫৭

সুখী পৃথিবীর পথে বলেছেন: আমাদের মতো অলস হলে কি হতো?

১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৫:৫৯

শরৎ চৌধুরী বলেছেন: হাহাহাহাাহাহাহাহাাহা। তাহলে হয়তো বরফের দরকার হোত। তখন আর অলস থাকতাম না।
জোকস এপার্ট আমি মনে করি বাঙ্গালী জাতি ভীষণ পরিশ্রমী এবং লড়াকু। মূলত অব‍্যবস্থাপনার জন‍্য জাতিগত সুব‍্যাবস্থাপনাটা হয় না।

৫| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:০৯

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর সব ছবি !!

১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০০

শরৎ চৌধুরী বলেছেন: অনেক ধন‍্যবাদ মনিরা। কৃতজ্ঞতা অশেষ।

৬| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ৯:৪৭

প্রশ্নবোধক (?) বলেছেন: সাধারন জাপানীদের আচার আচরণ সম্পর্কে জানতে চাই। বিস্তারিত লিখা কবে পাব? জাতির পক্ষ থেকে জোর দাবী জানাচ্ছি।

১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৩

শরৎ চৌধুরী বলেছেন: আচ্ছা আচ্ছা। এত এত গল্প জমেছে। প্রথম কথা হল সাধারণ জাপানী ক্যাটাগরি করা খুব মুশ্কিল আমি তারপরও চেষ্টা করব, এর মধ্য থেকে নানান গল্প তুলে আনার।

৭| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৪৬

ক্লে ডল বলেছেন: ভাল লাগল ছবি গুলো। জেগে থাকা লাল ফুলটা অনেক সুন্দর!

১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৪

শরৎ চৌধুরী বলেছেন: ওটা একটা লাল পাতাই। আমি নাম দিয়েছি লাল ফুল আরকি। অনেক অনেক শুভেচ্ছা ক্লে।

৮| ১৫ ই জানুয়ারি, ২০১৭ রাত ১০:৫২

সোহানী বলেছেন: ভালোলাগলো -৩ এর ছবিগুলো। হুম তাহলে এবার -৪০ এর ছবি তুলে দিতে হবে। বরফের দেশে থাকি বলে বরফ দেখে এখন কেমন এক্সাইটমেন্ট আসে না, মনে হয় এটাই স্বাভাবিক। তারপর ও মনে পড়ে সুইজারল্যান্ডে প্রথম বরফ পড়া দেখার পর হোটেলের জানালার পাশে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছি.....

১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৭

শরৎ চৌধুরী বলেছেন: সোহানী, মাইনাস চল্লিশের ছবি কেমন হবে সেটাই ভাবছি। বরফ নিয়ে এক্সাইটমেন্ট-র চেয়ে এডাপটেশন হয়ে গেছে এটাই তো খুব ভালো খবর। এটা আমার প্রথম বরফ দেখা নয় যদিও। তবে কেন জানি বিশেষ কিছু। কেন বোঝাতে পারবো না।
এই ঘন্টার পর ঘন্টা কাটানোটাও খুব সুন্দর ছবি তোলার বিষয় হতে পারে।

৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৪:০৬

সায়েদা সোহেলী বলেছেন: তবুও কালো জলে বরফের স্পন্দন!!!

বাহ!! দারুণ বলেছেন!!

বরফ শুভ্রতায় আমার ইট কাঠের জঞ্জাল শহর টাকেও খুব পবিত্র মনে হয়।

ফটো ব্লগের জন্য ধন্যবাদ,

১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:০৯

শরৎ চৌধুরী বলেছেন: শুভ্রতা, সোহেলী। ঠিক এই শব্দটা খুঁজছিলাম। তুষারপাতের মধ্যে একটা নিষ্কলুষকারী বিষয় আছে।
অন্তরের ক্ষত থেকে শহরের কঙ্কাল সব কিছুতে একটা আস্তরণ দেয়।

১০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫২

নিরব জ্ঞানী বলেছেন: গত দুটো দিন আসলেও সেরকম গিয়েছে। আমাদের নাগোয়াতেও তুষারপাত হয়েছিল। আমি বাসা থেকেই বের হোইনি। ছবি তোলাত আরও পরের কথা।

শুভেচ্ছা নিবেন ভাইয়া।

১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৫৮

শরৎ চৌধুরী বলেছেন: আচ্ছা আপনি নাগোয়াতে? বেশ দারুণ। খুব ভালো লাগলো। আপনার জন্যও অশেষ শুভেচ্ছা।

১১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:০৪

নতুন নকিব বলেছেন:


প্রিয় অন্যমনস্ক শরৎ,
আমার নিদারুন আগ্রহের জিনিষ শেয়ার করলেন। কখনও স্নো ফলিং লাইভলি উপভোগ করা হয়নি। ইশ্, কবে যে মহান আল্লাহর এই বিচিত্র চিত্র প্রত্যক্ষ করতে পারব!

মজার মজার ছবি!
প্রানবন্ত সজিব তুষারপাত!

প্রিয় শরৎ, এই দিকে মনযোগ দিন, প্লিজ। আপনি অন্যমনস্ক ক্যান্?

ইট'স জাস্ট এ জোক। নেভার মাইন্ড। আর হ্যা, আরও জানতে চাই তুষারপাত নিয়ে। আরও পোস্ট চাই এ বিষয়ে।

ভাল থাকবেন নিরন্তর।

আমার ব্লগে স্বাগত।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০০

শরৎ চৌধুরী বলেছেন: আপনি তো খুব দারুণ করে কনভার্সেশন করেন। দারুণ আসলে।
আমার অন্যমনষ্কতার একটি দশকপূর্ণ ইতিহাস আছে। সুযোগ পেলে অবশ্যই জানাবো আপনাকে।
চেষ্টা করবো তুষারপাত নিয়ে আরো ছবি দিতে।
আর আশা করছি আপনার তুষারপাত দর্শনের আকাঙ্খা দ্রুত পূরণ হবে।
খুব ভালো থাকুন।

১২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৫৯

মোস্তফা সোহেল বলেছেন: ছবি গুলো খুব সুন্দর

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০১

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ সোহেল। কৃতজ্ঞতা অশেষ। খুব ভালো থাকবেন।

১৩| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:০৪

অগ্নি সারথি বলেছেন: ধন্যবাদ দাদা। মনোমুগ্ধকর ছবি নিয়ে আমাদের মাঝে আবারো ফিরে আসবার জন্য। শেষ ছবি ব্লগ কবে দিয়েছিলেন জানিনা। তবে একটা কথা আমি অকপটে স্বীকার করি, ছবি তোলা তথা ফটোগ্রাফিকে ডিসকোর্স হিসেবে জানতে ও বুঝতে আপনার বিকল্প নেই।

বেশি বলে ফেললাম কি? হয়তোবা না। যাই হোক, শুভকামনা জানবেন দাদা।

১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:০৩

শরৎ চৌধুরী বলেছেন: সারথি, ম্যান আপনাকে ধন্যবাদ অনেক। ছবি ব্লগ দিয়েছিলাম অনেক আগে। ফটোগ্রাফিক ডিসকোর্সের চোখ যে আপনার তীক্ষ্ণ সেটা তো বুঝতে পারলাম খুব। আমাকে সেই বিশাল পৃথিবীর একটা অংশ মনে করছেন তাতে আমি খুবই খুশি। আমি খুবই সামান্য।
আপনার ঔদার্যের জন্য অশেষ ধন্যবাদ।

১৪| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১২:৪৬

নতুন নকিব বলেছেন:



প্রিয় অন্যমনস্ক শরৎ: হ্যা, জেনে ভাল লাগল, আপনার অন্যমনষ্কতার একটি ইতিহাস আছে। কেন নয়? অবশ্যই শুনবো সেই ইতিহাস।

আর তুষারপাত নিয়ে আরো ছবি দেয়ার ইচ্ছেকে স্বাগত।

অামার তুষারপাত দর্শনের আকাঙ্খা দ্রুত পূরনে আপনার প্রত্যাশা আশির্বাদ হয়ে ধরা দিক।

ভাল থাকুন।

হাসি-আনন্দে ভরে থাক আপনার প্রবাসের তুষারসিক্ত দিনগুলো।

১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩

শরৎ চৌধুরী বলেছেন: শুভেচ্ছা অশেষ। ভালো থাকুন অনেক। আলাপ হবে নকিব।

১৫| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার ছবি ব্লগ! খুব ভাল লাগলো!

শুভ কামনা শরৎ'দা!

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৪

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন‍্যবাদ সাহসী। কৃতজ্ঞতা অশেষ, ভালো থাকবেন অনেক।

১৬| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: তীব্র ধবল শীতল ছোঁয়া মাখানো ছবি ব্লগে মুগ্ধতা!

তুষারপাতের ভিডিও দেখেছি শুধু- বাস্তবে দেখা হয়নি!..

সাদা চাঁদর মুড়ানো শহর দেখতেই আসলেই কেমন অদ্ভুত অনুভূতি হয়!!!

++++++++++++

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৬

শরৎ চৌধুরী বলেছেন: সৌভাগ‍্যক্রমে পৃথিবীতে এখনো কিছু কিছু বিষয় আছে যা ছবিতে বর্ননা করা যায় না। অভিজ্ঞতা নিতে হয়। আমার কাছে তুষারপাত এমনি। খুব দ্রুত নিষ্চয়ই এমন অভিজ্ঞতা আপনার হবে। অশেষ কৃতজ্ঞতা বিদ্রোহী।

১৭| ১৬ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ২:০৯

বাকি বিল্লাহ বলেছেন: ছবিতে ভাল লাগা। কাছ থেকে কখনো তুষারপাত দেখিনি। একটা অনুরোধ, খন্ড খন্ড করে হলেও ওখানকার পরিবেশ পরিস্থিতি মাঝে মাঝে শেয়ার করবেন।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: বাকি বিল্লাহ, নামটা দেখেই চমকে গিয়েছিলাম। বাকী বিল্লাহ নামে একজন খুব পুরোনো ব্লগার বন্ধু আছে আমার। তিনি বাস্তব জীবনেও বন্ধু। আমি চেষ্টা করবো ওখানকার পরিবেশ পরিস্থিতি আপনাদের জানাতে। শুভেচ্ছা অশেষ।

১৮| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৪

বাবা ভাউয়ালী বলেছেন: ভাল লাগলো

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:২৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন‍্যবাদ আর কৃতজ্ঞতা ভাউয়ালী।

১৯| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪৮

ফেরদৌসা রুহী বলেছেন: সুন্দর তুষারপাতের ছবি।

দেখা হয়নি এখনো।

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩০

শরৎ চৌধুরী বলেছেন: রুহী দেখা হবে নিশ্চয়ই। অশেষ ধন‍্যবাদ আর কৃতজ্ঞতা।

২০| ১৬ ই জানুয়ারি, ২০১৭ বিকাল ৪:৪০

তারেক ফাহিম বলেছেন: ভাল লাগল পো্ষ্টটি পড়ে তবে। তাদের আচার আচরন নিয়ে কিছু লিখলে ব্লগারগণ আরও কিছু জানতে পারবে

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩১

শরৎ চৌধুরী বলেছেন: অনেক অনেক ধন‍্যবাদ ফাহিম। জাপানী মানুষ সম্পর্কে এত বলার আছে যে বলি বলি করেও বলা হয় না। আমি চেষ্টা করবো লিখতে।

২১| ১৬ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:১৮

স্নিগ্ধ শোভন বলেছেন:

ইসস কবে যে বাস্তবে দেখবো /:)
শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ শরৎ দা!

ছবিগুলো অনেক জোস! এটা না বললেও চলে :P

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩২

শরৎ চৌধুরী বলেছেন: অবশ‍্যই দেখবেন শোভন। খুব দ্রুতই নিশ্চয়ই। অশেষ শুভেচ্ছা আর ভালো লাগা।

২২| ১৭ ই জানুয়ারি, ২০১৭ রাত ১২:৫৪

abu noman বলেছেন: SCINTILLATING OBSERVATION......LONG FOR MORE FROM YOUR BRO

১৭ ই জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৩৫

শরৎ চৌধুরী বলেছেন: নোমান দারুণ ইংরেজি শব্দ চয়ন আপনার। অশেষ কৃতজ্ঞতা দ‍্যুতিমান উজ্জ্বল এমনটা আমি অনুবাদ করলাম। শুভেচ্ছা অশেষ।

২৩| ১৮ ই জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫২

বিলিয়ার রহমান বলেছেন: তুষার ময় ছবি ব্লগ!:)

প্লাস

১৮ ই জানুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৯

শরৎ চৌধুরী বলেছেন: অশেষ ধন্যবাদ বিলিয়ার। ভালো থাকুন অনেক।

২৪| ১৮ ই জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:৫০

শামীম সরদার নিশু বলেছেন: সুন্দর লিখছেন, আমি ব্লগে নতুন, পাশে থাকবেন।

২৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯

সাঈদ হাসান চউধুরী বলেছেন: fentastic because of your description is picturised.waiting for your next blog.thank you.

২৬| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩০

হুমায়রা হারুন বলেছেন: মাত্র -৩ এ এত্ত তুষার? এই তুষারপাত হতে আমাদের এখানে -৩৫ পর্যন্ত তাপমাত্রা কে নামাতে হয়।

২৭| ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৩৩

অপর্ণা মম্ময় বলেছেন: দ্বিতীয় ছবিটা দারুণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.