নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

রক্তচোষারা

১২ ই মে, ২০১৫ বিকাল ৫:৩২

আমার দাদা "চৌধুরী সাহেব" বহুবছর পূর্বে গ্রামে একটি বাড়ি করেছিলেন যেন তার মৃত্যুর পর ছেলে মেয়েরা মাথা গোঁজার একটা ঠাই পায় । তারই ফলশ্রুতিতে উত্তরাধিকার সুত্রে আমার বাবাও একই উদ্দেশ্যে এই চট্টগ্রাম শহরে বহু কষ্টে ৩ তলায়একটি বাড়ি করেন । যে বাড়িটির নাম "স্বপ্নবিলাস" । আমার বাবার মত কাট্টখোট্টা একটা মানুষের মাথায় এই ধরণের একটা রোমান্টিক নাম কেমনে আসলো অবসরে সেটা মাঝে মাঝেই ভাবি ।
.
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে সত্য কথা বলে গিয়ে তার দীর্ঘ ২৫ বছরের চাকুরীকে এক কথায় ছেড়ে চলে এলেন তখনও এই বিল্ডিংটি দেড়তলা (!) । এই অবস্থা থেকে শেয়ার বাজারে তার সকল জমাপুঁজি লুট হয়ে নিঃস্ব হয়ে পড়লেও ভেঙ্গে পড়লেন না । উনি কি এক যাদুমন্ত্রে তিলে তিলে এই বিল্ডিংটিকে কিভাবে যে ৩য় তলায় রুপান্তর করেন তা আমার কাছে চিরকালই মিষ্টেরিয়াস ম্যাটার
.
"চট্টগ্রাম শহরে একটি বাড়ি থাকা মানে অনেক কিছু" আমার বন্ধুরা প্রায়শ বলে । আমি হাসি । যার বিল্ডিং আছে তার বিশাল লোনও আছে । আর বাংলাদেশের লোন ব্যবস্থা অত্যন্ত ভয়াবহ । বছর বছরের পর ঘুরে কিন্তু ব্যাংকের ঋণ শোধ হতে চায় না
.
"কেন ?" এই প্রশ্নের সহজ উত্তর আমার জানা আছে। কারণ "বছর ঘুরলেই ব্যাংকগুলো সুদের হার নিজের ইচ্ছে মত বাড়ায়" উদাহারণ সরূপ - এই মাসে সুদ সহ কিস্তি যদি ২৫০০০ টাকা দিই , পরের মাসে সুদের হার বেড়ে যাওয়ার কারণে কিস্তি ৩৫ হাজার হয়ে যায় । অথচ ইনকাম আগেরটাই অতিরিক্ত ১০ হাজার টাকা কোথা থেকে দিবো । তাই সুদের উপর সুদ চড়তেই থাকে আর "আসল" শোধ হতে চায় না । অথচ অবাক করা বিষয় হল ফিক্সড ডিপোজিটের সুদের হার একই থাকে"
.
সে অর্থে "স্বপ্নবিলাস" ঠিক আমাদেরও না , ঐ রক্তচোষা ব্যাংকগুলোর মালিকানায় । দেশে ঘনঘন ভূমিকম্প হচ্ছে । বড় একটা ভূমিকম্প হলে প্রচুর বাড়ি মুহুর্তের মাঝে ভেঙ্গে যেতে পারে । যার মাঝে স্বপ্ন বিলাসও একটি হলেও হতে পারে
.
তবে যে প্রশ্নটি মাথায় তখন থেকে খাচ্ছে তা হলো যদি বেঁচে যাই তাহলে কি ঐসব রক্তচোষারা তখনো কিস্তি খুঁজবে ?

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.