নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

ফ্লাটিং চ্যাটিং কাব্য
(চ্যাটে কোন মেয়েকে ইম্প্রেস করতে হলে বা পঁচাতে হলে কাজ লাগবে ;-) )

২৮ শে মে, ২০১৫ রাত ১০:৪৬

ফ্লাটিং কাব্য
.
১।
তুমি হলে আমার রাতজাগা
ওয়াটঅ্যাপ কিংবা ম্যাসেঞ্জারের চ্যাট ,
কন্যা তুমি জানো
তোমার পিছে রোজ দিচ্ছি কত ভ্যাট?
.
২।
আপনি আমার ফেসবুকের
রাত্রীজাগা ফেইক আইডির ঝিঝি,
কালক্রমে হয়ে গেলেন-
ইয়েস , ইয়েস ,ইয়েস ম্যাডাম
ইয়েস ম্যাডাম জ্বী জ্বী
.
৩।
প্রেম বালুকায় , রাধার খোঁজে রৌদ্রস্নানে ,
রোজ অপেক্ষায়
আমার মত প্রিন্স চার্মিং আজ-
কৃষ্ণ হবার প্রতীক্ষায়
.
৪।
নতুন নতুন শাড়িতে
তুমি বড্ড টলমল
ক্লিপের ভাঁজে এলোকেশী তোমায়-
করছে ঝলমল
.
৫।
লিপষ্টিক রচেছে
তোমার লাল অধরের ভুল
"তুমি আমার তুমিই সব" -
এই প্রতিজ্ঞাতে মশগুল
.
৬।
শুভ্র সুলভ কপোল জোড়ায়
একটি ছোট্ট তিল
এই ডি সি হিলে প্রান্তরে আজ
পড়েছে যেন ঢিল
.
৭।
হাতটা জুড়ে জড়িয়ে ধরা
তোমার ঝনঝনে চুড়ি
চুড়ির ধুনে বাজছে মাদল
মন বলছে -
"চলো একটু ঘুরি"
.
৮।
কপালধারে দ্বীপ্তি সুলভ
আধো লালচে দাগ
সুযোগ পেলেই সে দাগেতে বুলিয়ে দিবো
অনেকখানি সোহাগ
.
৯।
কখনো খুলিনি মুখ
বুক আমার ধুক ধুক ,
আসড় হাত খানি -
পারিনি বলিতে ভালোবাসি তোমায় একট্টুস খানি ,
.
১০।
নিবো তোমায় দুর বহুদুর
হানিমুনে হবে তোমার আমার সুরাসুর ,
যাবো সুইজারল্যান্ড হতে ডিজনি ল্যান্ড
এই মেয়ে , হবে কি আমার -
"এলিস ইন দ্যা ওয়ান্ডার ল্যান্ড" ?
.
১১।
চাও যদি একবার বলো
এনে দিবো ওয়ার্ডকাপ
কিছুই হলো না -
রিপলেতে জবাব পেলাম
"হাই দুধ ,ওয়াটসআপ"!
.
১২।
প্রেমের নেশায় মাতাল আমি
হারিয়েছি যে কূল
মাতালামীতে মাতাল সবাই
হোক না সেটা ভুল
.
১৩।
তোমার হৃদয়ের সাইজখানা আজো মোর অজানা
তাইতো কবি বলেছেন -
ওগো তোমার ঘরে বসত করে কয়জনা ?
.
১৪।
শিল্পীর আচঁড়ে আঁকা
এই টিপ , নোলক কিংবা খোপার ফুল
আমার প্রিয় , তোমার কর্ণলতিকার
সিক্সটিন ক্যারেটের দুল
.
১৫।
কাজল চোখে , শাড়ির ভাঁজে
রোজই এমন সাজো
আমার হাতটি ধরে কেন তোমার-
এক্স বয়ের কথা চলে আজো
.
১৬।
তীর ঘেষে হাঁটছো তুমি
দুলছে আঁধার কালো চুল
ভাগ্যিস তোমায় পেতে
হয়নি কোন ভুল
.
১৭।
বুকের নৌকা বয়ে চলে
রাত রাত দিন দিন
কেউ কি জানো এই নৌকা
আজো কেন রয়েছে যাত্রীহীন ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.