নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

পিয়াস রেজার আত্মহত্যা

২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১২:৪৭

আত্মহত্যা করাকে আমি ব্যাক্তিগত ভাবে খুবই অপছন্দ করি । আমার কাছে আত্মহত্যা কাপুরুষতার নামান্তর । কলেজে থাকতে আমার এক প্রিয় মানুষ আত্মহত্যা করে , এই কারণে আমি আজো তাকে ক্ষমা করতে পারিনি । তাকে আমি কেবল করুনাই করি । আজ যখন শুনলাম পিয়াস রেজা আত্মহত্যা করেছে তখন বেশ বিরক্তই হলাম ।
.
দু বছর আগে আমি নিয়মিত রেড়িও শুনতাম , ফলসরূপ পিয়াস রেজার নাম আমি প্রথম শুনি "ইয়ারটেল রেডিও ফুর্টি ইয়াং ষ্টার অফ দ্যা মান্থ" (ডিসেম্বর সেশনে) । তার বেশ কিছু গান আমার প্রিয় তালিকায় আজ অনেক দিন , যার মাঝে "একমুঠো সুখ" "সাদাকালো মন" সর্বাগ্রে । এই সুরেলো কন্ঠের মানুষটা ঠিক কেন আত্মহত্যা করলো ? প্রেমের কারণে ! !
.
ঠিক বিশ্বাস হতে চায় না । ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণিতে পড়া একজন ছাত্র কেবল তার প্রেমের জন্য আত্মহত্যা করলো ! ! তাও প্রেমিকারই রেখে যাওয়া ওড়নাটিকে গলায় পেঁচিয়ে !!! ব্রেকআপ মানেই কি জীবন শেষ করে দেওয়া ! ! জীবনের মানেই কি এই !!! মা বাবার কত যত্নে গড়ে তোলা এই শরীরটাকে এইভাবে ধ্বংস করে দিলো ! !
.
থাক নীতিকথা আর বলবো না । অতীতে অনেক শিল্পীরাই আত্মহত্যা করেছে , পিয়াস রেজাও তাতে তার নাম লিপিবদ্ধ করালো , এটা আহামারি কিছু না । পিয়াসের উপর এক অদ্ভুত অভিমান বুকের ভেতর নড়ে বেড়াচ্ছে । পিয়াসকে আমি ক্ষমা করবো না ঠিকই , যদিও তাতে ওর এখন কিছু আসে যায় না , তারপরও তার জন্য করুণাময় দুঃখটি সবসময় থাকবে ।
.
.
এভাবে যেতে হয়না....এভাবে যেতে নেই
একাকি প্রহরে
দাঁড়িয়ে দখিন দারে......
তোমারি সুবাস মাখা
বাতাসকে জড়িয়ে
ফিরে আসার সময়
ফিরে আর আসেনি....
অবিরত ছুটে চলা
ক্লান্ত পথিক আমি

অজানা অনুভবে
কেঁদে যাই নিরবে
শুণ্য স্মৃতির ছায়ায়
গিয়েছ হারিয়ে
- পিয়াস রেজা

পিয়াস রেজার ফেসবুক আইডি - https://m.facebook.com/piash.reza?v=timeline

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ২:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষন্নতায় নিমগ্ন মানুষ যখন বাঁচার কোনো অবলম্বন পায়না, তখনই অাত্মহত্যা করে । তার তো তখন হিতাহিত জ্ঞান থাকেনা, একটা ঘোরের মধ্যে থাকে । বিষন্নতা কাটিয়ে তোলার মত সাহচর্য প্রয়োজন । অামি ওদের প্রতি সহানুভূতিশীল!

২| ২০ শে জুলাই, ২০১৫ বিকাল ৪:২৫

গোধুলী রঙ বলেছেন: এদের জন্য কোন দুঃখ হয় না কেবল করুনা।

২১ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৫

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: এরা করুণার পাত্র মাত্র আর কিছু না ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.