নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

মুভি রিভিউ - গন গার্ল

২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২৯



প্রায় ১টা বছর দেরীতে হলেও দেখবো দেখবো করে অবশেষে পাক্কা আড়াই ঘন্টার মুভিটা দেখে ফেললাম । আমি জিলিয়ান ফ্লিনের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে ‘গন গার্ল’ মুভিটির কথা বলছি । যে বন্ডগার্ল রোজামন্ড পাইককে আমার বিন্দুমাত্র পছন্দ হয়নি সেই বন্ডগার্লই (ডাই অ্যানাদার ডে) গনগার্ল এ দুদার্ন্ত অভিনয় করে আমার মন জয় করে নিয়েছে । এর জন্য অবশ্যই পরিচালক ফিঞ্চার কৃতজ্ঞতা স্বীকার করতেই হবেই । চিত্রনাট্য অনুযায়ী অভিনেত্রী হতে সঠিক অভিনয়টুকু বের করে নিয়ে আসার জন্য ।
.
আজকালকার মুভিগুলো সচরাচর আড়াই ঘন্টার হয় না । তাই আমরাও মানসিক ভাবে আড়াই ঘন্টার মুভি দেখতে অভ্যস্ত নই । তবে হলিউড ফিল্ম অ্যাওয়ার্ডের ১৮ তম আসরের সেরা মুভিটিকে একবার দেখতে বসলে উঠে যাওয়া বড়ই মুসকিল ।
.


কাহিনী শুরু নিককে নিয়ে । নিক ও এমির সুখের সংসার । পুরো শহরের সবাই তাদের এই সুন্দর সুখী পরিবারের প্রশংসায় পঞ্চমুখ । ৫ম বিবাহবার্ষিকীতে সে বাসায় ফিরে দেখতে পায় তার বিখ্যাত লেখিকা স্ত্রী এমি ঘরে নেই । ঘরের জিনিসপত্রও ভাঙ্গা । স্বাভাবিকভাবেই পুলিশকে জানালো হলো । এমি বিখ্যাত লেখিকা হওয়ার কারণেই মিডিয়াও ফলাও করে ওর খবর প্রকাশ করতে শুরু করলো ।




অপ্রস্তুত নিক অসংলগ্ন কথা বার্তা বলাতে পুলিশ , এমির শুভাকাঙ্খী ও তার ভক্তদের মনে এই সন্দেহ জাগে যে নিকই তার স্ত্রীকে খুন করেছে। মিডিয়াও নিককে ঘিরে এমনই এক রহস্যের সৃষ্ট করে । এর মাঝে এমির ব্যাক্তিগত জার্নাল খুঁজে পায় পুলিশ । যেখানে সন্দেহের তীর নিককেই বিদ্ধ করে । নিক ক্রমানয়ে বুঝতে পারে তাকে কেউ একজন ক্রমাগত ফাঁসিয়ে যাচ্ছে । অবশেষে বুঝতে পারলো কে এই কার্লপ্রিট ।
.
এটি আর কেউ না তার প্রিয়তম স্ত্রী এমি স্বয়ং । কিন্তু কেন ?



.
আর বলবো না .... মজাটা স্পইল হয়ে যাবে । তবে মনে রাখবেন এই মুভির পরাতে পরাতে রহস্য । একদম খাঁটি মিস্ট্রি থ্রিলার । নিঃসন্দেহে ‘গন গার্ল’ ফিঞ্চারের আরেকটি মাস্টারপিস । অভিনব এক স্টাইলে এ মুভিটি তৈরি করা হয়েছে । কেউ যদি মুভিটি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন

মন্তব্য ২২ টি রেটিং +৬/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। দেখবো।

২| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪১

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জোস!! হইছে রিভিউ! আবারও মুভিটা দেখার ইন্টারেস্ট ফিল করছি।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৪৮

পাজল্‌ড ডক বলেছেন: আমারও রিভিউ পড়ে দেখার ইচ্ছা জাগ্রত হইছে :)

৪| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দেখে নিন কেউ যেন মিস না করে দেখে নিন কেউ যেন মিস না করে

৫| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৬:২৩

দর্পণ বলেছেন: এমন এক নায়িকারে আমার চেনা চেনা লাগছে।

৬| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০১

অরণ্যে অরুণোদয় বলেছেন: মুভিটি আমি অলরেডি দুবার দেখে ফেলেছি। অসাধারণ লেগেছে। :)

৭| ২৪ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:০৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: সুন্দর রিভিউ! পোস্টে লাইক মারলাম :-B

৮| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:২২

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: thx

৯| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:০১

কিরমানী লিটন বলেছেন: কাল্পনিক_ভালোবাসা বলেছেন: জোস!! হইছে রিভিউ! আবারও মুভিটা দেখার ইন্টারেস্ট ফিল করছি

সতত শুভকামনা ...

১০| ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:০৮

আহমাদ জাদীদ বলেছেন: দেখি দেখি করেও দেখা হচ্ছে না ।

১১| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:২৭

রক্তিম দিগন্ত বলেছেন: গন গার্ল উপন্যাস আর থ্রিলার দুইটাই জোস...

মাঝে মাঝে এমন হয় যে,মুভি ভালো - উপন্যাস ততটা না... আবার উল্টোটাও হয়... গনগার্ল দুইদিক দিয়েই ভাল লেগেছে আমার...

তবে মি. ডেয়ারডেভিল বেন অ্যাফ্লেক বরাবরের মতই এটাতেও হাবাই ছিল... ভয় ছিল, মুভি ডুবাইলে সে ই পারবে... ভাগ্য ভাল তার ক্যারেক্টারটাও তার মতই ছিল...

১২| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: দারুণ বলেছেন

১৩| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭

নাইট রাইটার বলেছেন: মুভিটা চরম লেগেছিল :)

১৪| ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:৪৭

অশা্ন্ত পৃথিবী বলেছেন: দেখব

১৫| ২৬ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৯

প্রলয়শিখা বলেছেন: চরম থ্রিলিং একটা মুভি। একটু পরে সিনেমাতে কি হচ্ছে সেটা দর্শকের অনুমান করা খুব কষ্টসাধ্য।

১৬| ২৬ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৫

জেন রসি বলেছেন: দেখেছি। চমৎকার মুভি।

রিভিউ ভালো হয়েছে। শুভেচ্ছা।

১৭| ২৭ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন:

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৫ সকাল ১১:০৩

অতঃপর হিমু বলেছেন: অসাধারন মুভি

১৯| ০২ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৪:৪০

তাসজিদ বলেছেন: আমার কাছে একদম ভাল লাগে নাই মুভি টি। চরম বোরিং।

২০| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৮

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: কি জানি একেক জনের একেক দৃষ্টি ভঙ্গি

২১| ২৯ শে নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:০৩

ইদানীং জাহিদ বলেছেন: ডাউনলোড লিংক পাবো ভাই ?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:৩৯

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: আপাত পাচ্ছি না । পেলেই এড করে দিবো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.