নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

শান্তু\'স মুভি রিভিঊ - "The Age Of Adaline"

২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৫



কিছু অনুভূতি সচরাচর প্রকাশ করা যায় না । গেলেও সবার কাছে তা প্রকাশের যথার্থ শব্দ থাকে না । আমার কাছেও নেই । কেবল বলতে পারি এক অদ্ভূত মন ভালো করা আবেশে বুক ভরে আছে । - "The Age Of Adaline" মুভিটি দেখা শেষে অনুভূতি প্রকাশের এই কটা লাইনই খুঁজে পেয়েছি । কিছু মুভি কখনো দিনে দেখতে নেই । এই মুভিগুলোর জন্য দরকার একটু গভীর রাত আর একটি নিবিষ্ট মন । The Age Of Adaline এমনই একটি মুভি । কেউ যদি হাই বাজেটের ডিজাস্টার মুভি দেখতে দেখতে বিরক্ত ; তাদের জন্য The Age Of Adaline একটি সাধারণের মাঝে অসাধারণ তৃপ্তিময় মুভি ।

কাহিনী সংক্ষেপ - প্রতিটা মানুষই জীবনের কোন না কোন ভাবে ভেবেছে - যদি অনন্তকাল ধরে বেঁচে থাকা যায় ! কোন একটি নির্দিষ্ট বয়সে ! কেমন হতো ! এই মুভিটি এই রকমই একটি প্রশ্নের উত্তর দিতে চেষ্টা করেছে । ১৯০৮ সালে এডালিন নামে এক মেয়ে জন্মগ্রহণ করে । পূর্ণ বয়সে বিয়েও করে , মেয়ে জন্মে এবং বিধবাও হন । সিজনের প্রথম তুষারের আবির্ভাবের এক রাতে এডালিন এক্সিডেন্ট করে । ঠান্ডা পানিতে তার তাপমাত্রা নেমে যায় ৮৭ ড্রিগ্রি , চলে যায় মৃত্যুর খুব কাছাকাছি , এমন সময় বজ্রপাত হয় আর এডালিন বেঁচে যায় । ব্যস থেমে যায় তার বয়স । ঠিক ২৯ শেই । এই আশীর্বাদ অচিরেই অভিশাপ হয়ে দাড়ায় । সবাই প্রশ্ন করতে থাকে, সরকারী দফতরের লোক তাকে খুঁজতে থাকে । অস্থির হয়ে একদিন এডালিন পালায় । নিজের মেয়ের থেকে , ভালোবাসার মানুষটির থেকে । এরপর একদিন সিজনের প্রথম তুষার আবার তার বুকে নামে । শরীরের তাপমাত্রা নেমে যায় ৮৭ ডিগ্রি । তবে জিউসের সে থান্ডার আর দেখা যায় না ,,,,,

The Age of Adaline - Official Trailer

এডালিন রূপী Blake Lively । তার অভিনয় ,তার পরিমিত সজ্জার রূপ এই সবের ব্যাখ্যা দিতে হলে লিখাটি ক্রমশ বৃত্ত থেকে বৃহত্তর হতে থাকবে তাই সেদিকে গেলাম না । তবে এতটুকু বলবো এই সৌন্দর্য অনেকদিন চোখে লেপটে থাকলে ।
ব্যাক্তিগত ভাবে মনে করি এই IDMb 7.2/10 পাওয়া মুভিটি সার্থক করার প্রায় পুরো ক্রেডিটটুকু যাবে J Mills Goodloe আর Salvador Paskowitz চিত্রনাট্যের উপর । বাকিটা অন্যান্যদের । ধন্যবাদ তাদের যারা মুভিটিতে ভালো লাগার এই মিষ্টি আবেশ ভরে রেখেছে । :) :)

মন্তব্য ১২ টি রেটিং +৮/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৭

আরজু পনি বলেছেন: বছর খানেক আগে দেখেছি।
ভালোই লেগেছিল।
:)

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৩

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :)

২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ১০:৩৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছিল।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: ধন্যবাদ :)

৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৭

সুমন কর বলেছেন: দেখা আছে, খারাপ লাগেনি।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হুম খারাপ না :)

৪| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১২:৫৭

চন্দ্রদ্বীপবাসী বলেছেন: প্রিয়তে...ধন্যবাদ একটি নতুন ফিল্ম উপহার দেয়ার জন্য। আপনি সম্ভবত ব্লেইকের প্রেমে পরেছেন! :-B

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৫

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হুম তারই প্রেমে পড়েছি :)

৫| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮

হাসান মাহবুব বলেছেন: আমার কাছে ছিলো। কিন্তু আমি এত দিন জানতাম যে মুভিটার নাম দ্যা এজ অফ আলাদিন। আলাউদ্দিনের বয়স নিয়া আগ্রহ ছিলো না বলে মুভিটা ডিলিট করে দিছিলাম =p~

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৭

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: হা হা উচ্চারণ টা এড্যালিন হবে ;)

৬| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১

আব্দুল্লাহ্ আল আসিফ বলেছেন: চমৎকার একটি সিনেমা।

৭| ২৯ শে আগস্ট, ২০১৬ রাত ৯:২৫

তাহ্ফীর সাকিন বলেছেন: অসম্ভব সুন্দর !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.