নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

চিন্তায় মুক্ত - ভাষায় প্রকাশে ভীত , কল্পনার সীমানা মহাকাশ ছাড়িয়ে - বাস্তবতায় পা বাড়াই না সীমানার বাহিরে

শান্তনু চৌধুরী শান্তু

কবিতা লিখি , গল্প লিখি , মুভি রিভিউ লিখি , বুক রিভিউ লিখি , ফিচার লিখি । এই তো আমার লিখিময় জীবন ।

শান্তনু চৌধুরী শান্তু › বিস্তারিত পোস্টঃ

Sabrina (1954) মন ভালো করে দেওয়া এক ক্লাসিক মুভি

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:৪১



Sabrina (1954) পুরানো সেই সাদা কালো দিনগুলোর স্বাদ আজকের দিনের মুভিগুলোর তুলনার মাত্রই আলাদা । ১৯৫৪ সালে মুক্তি পাওয়া এই রোমান্টিক কমেডি জেনারের মুভিটি সিনেমা জগতে অন্যতম মাইলফলক বলা চলে । মুভিটির কনসেপ্টকে ফলো করে পরবতী সময়ে বিভিন্ন ফ্লিম ইন্ড্রাষ্টিতে প্রচুর মুভি তৈরি হয়। ১৯৯৫ সালে মুভিটি রিমেইক হয় একই নাম Sabrina (1995 film)



এত কথা বাদ দেন । মাঝে মাঝে রঙীন দুনিয়া থেকে মুখ ফিরিয়ে সাদা কালো দুনিয়াতে ডুবে যাওরা উচিত একটুখানি মানসিক শান্তি পাওয়ার জন্য আর সাবরিনা মুভিটি সেই মানসিক শান্তিটুকুর জন্য একদম পারফেক্ট । এই গল্পে ঝড় ঝাঁপটা নেই , অপ্রয়োজনীয় ইমোশন নেই , যা আছে পর্যাপ্ত অনুভূতি আর এক চিমটে তৃপ্তিকর হাসি।



রোমান হলিডে মুভিটা নিশ্চয় দেখেছেন । রাজকন্যা হতে সাধারণ এক মেয়ে ( Audrey Hepburn) হতে চাওয়া সেই মিষ্টি রমণীটি এই মুভিটির মুল চরিত্র । ড্রাইভারের মেয়ে সাবরিনা । ভালোবাসে মালিকের কনিষ্ট সন্তান প্লে বয় ডেভিড লারাবি'কে (William Holden)। সেই বালিকা বেলা হতে সাবরিনার স্বপ্নের পুরুষ সে কিন্তু ডেভিডের কাছে সাবরিনা আজো সেই ছোট্ট বালিকা । একদিন সব বদলে যায় । প্যারিস হতে সাবরিনা নতুন রূপে ফিরে আসে । ডেভিড অবশেষে সাবরিনার মাঝে সত্যকারের ভালোবাসাকে খুঁজে পায় । তবে ততদিনে তার বিয়ে ঠিক হয়ে গেছে আরেক কোটিপতি পরিবারের কন্যার সাথে । এরই মাঝে লারাবি পরিবারের বড় সন্তান লাইনাস লারাবির (Humphrey Bogart) সাথে এক অদ্ভুত মিথস্ক্রিয়া গড়ে উঠে সাবরিনার । তার ব্যক্তিত্ত্বে সে মুগ্ধ ও আবেগ তাড়িত ।



প্যারিসগামী জাহাজে চড়ে সাবরিনা ফিরে চলেছে । দুটো টিকেট বুক করা হয়েছে সাবরিনা ও মিঃ লারাবি'র নামে । কোন এক লারাবি ছুটে চলেছে সেই জাহাজের পথে । সেও "পারি" যেতে চায় । সাবরিনার সাথে গাইতে চায় ভালোবাসার গান
- La Vie En Rose



এই তিন অস্কার বিজয়ী অভিনেতা অভিনেত্রীর অসাধারণ অভিনয় প্রতিভায় মুভিটি ইতিহাসের সেরা মুভিগুলোর তালিকায় জায়গা করে নিয়েছে । অন্য মুভিগুলো বাদ দেন এটা দেখেন । মন ভালো হয়ে যাবে ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:২০

মোস্তফা সোহেল বলেছেন: দেখলে মন ভাল হয়ে যাবে এমন মুভির খোঁজ দেওয়ার জন্য ধন্যবাদ। মুভি রিভিই ভাল লেগেছে

১৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৪৪

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৬

ধ্রুবক আলো বলেছেন: পোষ্ট ভালো লাগলো, পুরোনো দিনের এই ধাচের মুভি খুব ভালো লাগে দেখতে, অন্যরকম একটা আর্ট আছে!!
অনেক ধন্যবাদ,

২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২০

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

৩| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:০৩

কালীদাস বলেছেন: আসলেই মনে হয় সেইম কনসেপ্টে আরও মুভি বানানো হয়েছে পরে!
অড্রে হপবার্ণ! আহ /:)

৪| ২৩ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:২১

শান্তনু চৌধুরী শান্তু বলেছেন: অসংখ্য ধন্যবাদ :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.