নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

এবার...ফাঁসি দিতে এসেছি...

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০৫

এক চোখে মেলানকোলিক অশ্রু নিয়ে বসে আছি আমি

আরেক চোখে আমার দুর্দমনীয় ক্রোধের আগুন, জ্বলে ওঠার অপেক্ষায়,

নিজের ছায়া মাড়াব আমি, যার লেলিহান শিখায় ।

সেই শিখা জ্বালানোর অপেক্ষায় দিন কেটে যায়।

কবে আসবে প্রতিশোধ?

কবে??



এক ঠোঁটে ঘৃণা লেগে আছে আমার, তীব্র ঘৃণা,

সৃষ্টির নিকৃষ্ট জীবগুলোর প্রতি, ওয়াক! থুঃ!

আরেক ঠোঁটে মুক্তির গান, “পূর্ব দিগন্তে সূর্য উঠেছে...”

চিৎকার করে গাওয়ার প্রতীক্ষায় দিন কেটে যায়।

কবে পারব গাইতে?

কবে??



এক কানে আমি ধর্ষিতার কান্না শুনি, একটানা অবিরাম,

লজ্জায় মাথা হেঁট হয়ে যায়।

আরেক কানে বিচারের জন্য স্লোগান, একটানা অবিরাম,

বিচারের অপেক্ষায় দিন কেটে যায়।

কবে পাব ন্যায়বিচার?

কবে??



এক হাতে অমানিশার অন্ধকার নিয়ে দাঁড়িয়ে আছি আমি,

এ আঁধার কাটাবার প্রতীক্ষায়।

আরেক হাতে ফাঁসির রশি

কবে পরাতে পারব তাদের গলায়?

কবে??



অবশেষে..

এবার...এখন এখানে অনেক আলো। এ আলোয় অন্ধকারে চাঁদ দেখা যায়

এবার...তাই, কাঁদতে আসিনি (তা তো বেবাকে জানে...)

এবার...ফাঁসির দাবি নিয়েও আসিনি (দাবি আগে অনেক চাওয়া হয়েছে...)

এবার...ফাঁসি দিতে এসেছি...





দশ ফেব্রুয়ারি, ২০১৩

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.