নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

আসুন, চুপ থাকি..

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৫৯

সার্জারি শাস্ত্রে একটা কথা আছে,



“a good surgeon knows how to operate,

a better surgeon knows when to operate,

a best surgeon knows when not to operate.”



এ কথাটি হঠাৎ আমদানি করার প্রেক্ষাপট বলছি নিচে। গত কয়েকদিন ধরে আমার বেশ কিছু বন্ধু-বান্ধব, বন্ধুপ্রতিম অনুজ ও অবন্ধু ফলোয়ার আমাকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বলার ও লেখার অনুরোধ করতে করতে জ্বালায়া খাচ্ছে। আমি ভাই, সিম্পল বাংলাদেশি। খাই, দাই, ঘুমাই। তবুও তাদের জ্বালায় অনুরোধে ঢেঁকি না গিলে পারলাম না। বাট অলস মানুষ তো। তাই, ঢেঁকিটা একটু ছোট দেখেই গিললাম। বেশি কথা বলার বা লেখার ধৈর্য নেই।



কেন আমি উপরের কথাটি বললাম? তাদের উদ্দেশ্যে উপরের কথাটির সাথে সামঞ্জস্য রেখে জাস্ট এ কথাটিই বলব,



“A sensible citizen knows how to talk & write,

a more sensible citizen knows when to talk & write,

the most sensible citizen knows when not to talk & write.”



নিজেকে খুব বেশি সেন্সিবল বলছি ভাইবেন না। মনে হল, এখন চুপচাপ থাকাই ভালো।

দেশের এখন এমন একটা পরিস্থিতি যে আমি বেদিশা। আমি ভাই কোন গোত্রের না। চাই দেশের ভালো হোক, দেশের মানুষের ভালো হোক। কিন্তু যতই দিন যাচ্ছে, সে আশা দুরাশা হচ্ছে এটা নিয়ে আমার সন্দেহ নাই। এখন যে পরিস্থিতি একটা কথা বললে, হাজার মানুষ হাজার মিনিং বুঝে নিয়ে ক্যাচাল বাধাবে। তখন আমার নামের আগে-পিছে উপরে-নিচে তকমা জুটবে হাজারটা। বেহুদা একটা কথা বলে ফ্যাসাদ তৈরি করার মানে হয় না। কুরআনে আছে, "ফিতনা-ফ্যাসাদ হত্যার চেয়েও জঘন্য।" সব কিছুতে এখন কিছু মানুষের ঘেটেঘুটে ঘোলা না করলে ভাল লাগে না। গাধায় জল ঘোলা করে খায় জানতাম। এখন ইন্টারনেটেও ঘোলা করে জল খায় এমন পাবলিকের অভাব নাই।তাই, সব বুঝে-সুঝে চুপ থাকাই শ্রেয়। অনেকে দ্বিমত পোষণ করতে পারেন। হয়ত বলবেন, এখন সময় এসেছে এটা করার ওটা করার, এটা বলার ওটা বলার...ব্লা ব্লা ব্লা। কিন্তু ভাই, ফেসবুকে ব্লগে রাজা-উজির-মন্ত্রী-সান্ত্রী মেরে দেশের কত উন্নতি ঘটবে জানা আছে।



কথায় আছে, “Silence speaks louder than words”



তাই, আসেন চুপ থাকি।

বোবার শত্রু নাই।



( জানি এ কথাগুলা অধিকাংশ মানুষের ভালো লাগবে না। লাগার কথাও না। এড়িয়ে যান। অই যে, বললাম না, কিছু কিছু সময় কথা না বলাই শ্রেয়।)

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১২

মিশনারী বলেছেন: তাই, আসেন চুপ থাকি।
বোবার শত্রু নাই।


আওয়ামীলীগ এইটা শুনলে রাগ করতে পারে ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৬

ছবিকর বলেছেন: ঠি্ক। তবে শুধু তারাই নয়, এর বিপক্ষ মতাবম্বীও রাগ করবে না বলে মনে হয়না।

২| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৬

কানা ফকীর বলেছেন: চুপ থাকা ছাড়া আর কিই বা করা যায়? একটা দলের জন্য তো আর বেঘোরে মরতে পারি না।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৭

ছবিকর বলেছেন: তবুও তো মারা খাচ্ছি...খেয়েই যাচ্ছি।

৩| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:১৭

গ্রাম্যবালিকা বলেছেন: চুপ করেই আছি। কারন কিছু জানিনা বলার মত।

লেখা পছন্দ হয়েছে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ছবিকর বলেছেন: ধন্যবাদ। আসলেই জানিনা দেখে বলতে পারি না। তবে, এখন মনে হয়, যারা জানে, তাদেরও চুপ করা উচিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.