নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

সাভারের ট্র্যাজেডি , ‘হাঞ্চব্যাক অব নটরডেম’, মানবতা ও মানুষের ভালবাসা.।

২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:২২

এটা সাভারের ট্র্যাজেডি সম্পর্কিত একটা ব্যতিক্রমী পোস্ট...এখানে কোন গুরুত্বপূর্ণ মেসেজ শেয়ার করা হয়নি। কোন সহযোগিতা চাওয়া হয়নি। আবার বিদেহী আত্মাদের জন্য শোক প্রকাশ করা হয়নি। যাদের ইচ্ছে পড়ে দেখবেন। যাদের ইচ্ছে নেই এড়িয়ে যান।



মনে আছে ভিক্টর হুগোর ‘হাঞ্চব্যাক অব নটরডেম’ এর কথা?

হুগোর অমর এই ক্লাসিকের শেষ দৃশ্যে অনুসন্ধানকারীরা যখন দেখতে পায়, দুটি মানবকঙ্কাল পাশাপাশি শুয়ে আছে। একটি অপরটিকে জড়িয়ে। হাঞ্চব্যাক কোয়াসিমোদোর কঙ্কাল যখন তাঁর ভালোবাসা জিপসি এস্মেরালদার মৃত কংকালকে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে রাখে, তখন সত্যিই অভিভূত হয়ে যাই। বিস্ময়ে হতবাক হয়ে যাই। গায়ের রোম দাঁড়িয়ে যায়। আর তখন চোখের পানি আটকে রাখা কঠিন হয়ে পড়ে। বিশ্বাস করতে পারিনি তখন। এমন ভালবাসাও সম্ভব?



ছবিটা দেখে আজ আর অবিশ্বাস হচ্ছে না।।

কেন জানি ‘হাঞ্চব্যাক অব নটরডেম’ এর কথা মনে পড়ল।



ছেলেটি কি হত মেয়েটির?

স্বামী?

প্রেমিক?

বন্ধু?

যেই হোক, খুবই দুর্লভ দৃশ্য সন্দেহ নেই।



তবে এ ঘটনাটা কোন সাহিত্যকর্ম নয়। এরা কোয়াসিমোদো-এস্মেরালদা নয়। এই ছবিটা কোন অভিনয় নয়। জ্যাক-রোজের প্রেমপূর্ণ টাইটানিকের দৃশ্য নয়। নয় অগাস্ত রোদাঁর ‘দা কিস’ এর কোন নির্মম দৃশ্যায়ন। এটা বাস্তব। ১০০% বাস্তব।



আসলেও... স্রষ্টার কাছে প্রশ্ন, এত ভালবাসা দাও তুমি মানুষের মনে, তবু নিজে কেন এত নির্দয় হউ? কেন?



এ তো গেল নর-নারীর ভালবাসার গল্প। মানুষ-মানুষকে যে ভালবাসতে পারে, সেটার কথা বলি এবার। সাভারের আটকে পড়া মানুষদের বাঁচাতে সাধারণ মানুষ যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, সত্যিই অভাবনীয়। কাল আমাদের শেরে বাংলা মেডিকেল কলেজে ঘন্টা দুয়েকের মাঝে সহায়ক দ্রব্যাদি সংগ্রহের জন্য যেভাবে অভুতপূর্ব সাড়া জেগে ওঠার কথা শুনলাম,–তা আসলেও বিরল। এ ছবি শুধু ওখানেরই নয়, শত-সহস্র শিক্ষা প্রতিষ্ঠানের। সব জায়গা থেকে অক্সিজেন, শুকনা খাবার, পানি, মেডিসিন, ব্লাড, টর্চ, মাস্ক, পোশাক- যে যা পারেন নিয়ে আসছেন এখানে। সেনাবাহিনী টানা কাজের পর যখনই একটু ক্লান্ত হচ্ছেন, পাঞ্জাবি পরা অবস্থায় সিভিল পিপল ঢুকে যাচ্ছেন ধবংসস্তূপের মাঝে। ফার্মেসিওয়ালারা বিশেষ ছাড় দিচ্ছেন সাভারের কথা বলতেই। ডাক্তারেরা ছুটি বাদ দিয়ে ক্রমশ সেবা দিয়ে যাচ্ছেন। সাংবাদিকরা একটানা সম্প্রচার করছেন অগ্রগতির খবর। আর যারা আছেন দূর-দূরান্তে, শেয়ার করছেন গুরুত্বপূর্ণ কোন মেসেজ, স্ট্যাটাসে-ব্লগে-ছবিতে-কমেন্টে।



কোথায় তাদের ঘুম! কোথায় তাদের খাওয়া-দাওয়া!!

“Where there’s will, there’s way.”

এখানে যেহেতু will আছেই, সাথে wellwish আছে। way হতে কতক্ষন!



কে বলেছে আমাদের মাঝে ভালবাসা নেই?

আশা আছে। ভালবাসাও আছে।

এই ভালবাসা থাকলে কে বলেছে মানুষের কিছু হবে না?

জয় মানবতার। জয় মানুষের। জয় মানুষের ভালবাসার।



***********



স্রষ্টা বানালেন মানুষকে। মানুষের প্রতি তাঁর ভালবাসা দেখে ফেরেশতারা বিস্মিত।

হয়তো বা একটু ঈর্ষান্বিত (হয়তো বা না। উনাদের তো কোন ইমোশন থাকার কথা না।)



তারা জিজ্ঞাসা করল,

“খোদা, আমরা সর্বদা আপনার ইবাদত করি। যেই আদেশ দেন, অক্ষরে অক্ষরে সেটা পালন করি। কোন প্রতিবাদ করিনা। বাক্যব্যয় করিনা। এমনকি প্রশ্নও করিনা কেন কী করছি। আদেশ অমান্য তো দূরের কথা।

আমরা কি যথেষ্ট নই?

কী দরকার মানুষের?”



উত্তরে তিনি বললেন,

“আমি যা জানি তোমরা তা জাননা...”



স্রষ্টা কি এই ভালবাসার কথা বলেছিলেন ?







[পুনশ্চঃ আলোকচিত্রীঃ Taslima Akhter ]

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩১

ছিন্নমস্তা বলেছেন: +++

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩১

ছবিকর বলেছেন: ধন্যবাদ...

২| ২৭ শে এপ্রিল, ২০১৩ রাত ২:১২

হাসান কালবৈশাখী বলেছেন:
ছুয়ে . গেল

২৭ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:৩২

ছবিকর বলেছেন: ধন্যবাদ...

৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ সকাল ৭:১৪

রাজনীতির ভাষা বলেছেন: স্রষ্টা বানালেন মানুষকে। মানুষের প্রতি তাঁর ভালবাসা দেখে ফেরেশতারা বিস্মিত।
হয়তো বা একটু ঈর্ষান্বিত (হয়তো বা না। উনাদের তো কোন ইমোশন থাকার কথা না।)

তারা জিজ্ঞাসা করল,
“খোদা, আমরা সর্বদা আপনার ইবাদত করি। যেই আদেশ দেন, অক্ষরে অক্ষরে সেটা পালন করি। কোন প্রতিবাদ করিনা। বাক্যব্যয় করিনা। এমনকি প্রশ্নও করিনা কেন কী করছি। আদেশ অমান্য তো দূরের কথা।
আমরা কি যথেষ্ট নই?
কী দরকার মানুষের?”

উত্তরে তিনি বললেন,
“আমি যা জানি তোমরা তা জাননা...”

স্রষ্টা কি এই ভালবাসার কথা বলেছিলেন ?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.