নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

বাঙ্গালি, মানুষ হওয়া শেখো হন্ডুরাসবাসীর কাছ থেকে...

১৭ ই মে, ২০১৪ সন্ধ্যা ৬:৫৮

বাঙ্গালি, মানুষ হও, বুঝলা? ফানেরও একটা সীমা আছে। তোমাদের বলদামির সীমা নাই।

যদি আমাদের ক্রিকেট দল নিয়ে দূরপ্রান্তের কোন দেশ এরকম সারকাস্টিক পেজ খুলত, কেমন লাগত ভেবে দেখস?



যাই হোক, হন্ডুরাসবাসীরা হয়তো সিরিয়াসলি নিয়েছে পেজটাকে। অনেক ফলাও করে ফোকাস করেছে নিজেদের মিডিয়াতে।

ওদের বাংলাজ্ঞানের সীমাবদ্ধতাকে কাজে লাগিয়ে হয়তো বা এ যাত্রায় নিজেদের মান-ইজ্জত নিয়ে নেটে বসতে পারবা, কিন্তু, ফিউচারে এ ধরণের ফান করার আগে ভেবে দেইখ...



পারলে, বাংলাদেশের প্রতি হন্ডুরাস অধিবাসীদের কৃতজ্ঞতার দৃষ্টান্ত কিছু কমেন্ট দেখে আইস পেজে গিয়ে।



আর এখন যেহেতু ভুল হয়েই গেছে, আস, অন্তত গোড়া কেটে আগায় পানি ঢেলে বাঙ্গালির মান-ইজ্জতটা বাচাই। পেজে গিয়ে জয়েন করে কিছু ভাল কথা বলি। ফান করা বন্ধ করি। মন থেকেই চাই যাতে, দলটি সম্মানজনক নৈপুণ্য দেখাতে পারে, এই ওয়ার্ল্ডকাপে।



আরো শুনলাম, দলটি নাকি ওদের প্রথম গোলটি আমাদের ডেডিকেট করবে জানিয়েছে। বিশ্বাস হয়??



ছোটবেলায় তো 'my favourite sports' রচনায় football এর ক্ষেত্রে ইন্টারন্যাশনাল ফ্রেন্ডশিপ এর কত কথা কপচাইতা। আস, এখন রিয়্যালি কিছু করি।

ওরা যেহেতু আমাদের সম্মান দিয়েছে মিডিয়ায়, আমারও দিব।



বাঙালি জাতি আর যাই হোক অকৃতজ্ঞ না, এ কথাটা যেন গর্বভরে বলতে পারি...



Long Live Bangladesh!! viva Honduras!!



কিছু হন্ডুরাস অধিবাসীদের কমেন্ট পড়ুন,



* “ I barely heard about this page & I got excited for all ur support, this makes me feel some type of ways ,thank u for believe in our country since u don't know it at all but I'm so proud of being part of this nation, & also of this happiness . Thank u BANGLADESH !” - Jeniffer Zhinita Ramirez'



* “I just read this news on the newspaper, and I couldn't believe that, you guys, from the other side of the world are supporting my country's team. As a Honduran I really appreciate this not just because of your support, but also because of faith on my country. I'm very sure that if everybody in Honduras see this event and al your support will get excited, as I am, and will increase their faith on our team. Again thanks a lot and I hope One day I can visit your country.”- Dario Cano Nolasco



* “You guys make us Hondurans feel special THANK YOU for your support”- Chelsea Cristel Reyes





পেজের লিঙ্কটা এইখানেঃ



Click This Link



আর হন্ডুরাসের মিডিয়ায় আসা খবরের লিঙ্কটা এটা:



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৪ রাত ১১:২৯

শামস 8929 বলেছেন: শিক্ষিত মানুষ খারাপ হওয়া মানে মহা বিপদ। সত্যিই খুব লজ্জিত ফান পেজটা দেখে...

২| ১৮ ই মে, ২০১৪ রাত ৩:০০

বিভ্রান্ত _পথিক বলেছেন: দুর্ঘটনা থেকে যদি বন্ধুত্ব হয় ক্ষতি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.