নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

তোমার এ রোবটিক শহরে এক কীটের ইটকাঠময় ভালবাসা...

২১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৩

তোমার এ শহরে ভালবাসা আজ রূপকথার কল্পগল্প,

রোবটিক জীবনে প্রেম থাকে ছিটেফোঁটা; রোমান্স অতি অল্প।



তোমার এ শহরে সুউচ্চ বিল্ডিং করে আকাশের সতীচ্ছেদ,

অবসরে বগলদাবা করে সিনেমাহলে তুমি মিটাও মনের খেদ।

তোমার এ শহরে ধুলো-বালি জমে কবিতাগুলোর মুখে,

শরীর হয় উষ্ণ, আদরে নয়, সিগারেট ফুঁকে ফুঁকে।

তোমার এ শহরে বিলবোর্ড ঢাকে দালান-কোঠার সতর,

লাজ-লজ্জা হারিয়ে আবেগ পালায় নালা-নর্দমার ভিতর।

তোমার এ শহরে রাত কাটায় প্রেম, রাস্তায় ফুটপাথে

অনাদরে অবহেলায় জমে থেকে থেকে ফুলগুলো সব কাঁদে।

তোমার এ শহরে বৃষ্টিতে শুধু রিকশাগুলোই ভিজে

অফিসের চার দেয়ালের মাঝে তুমি বসে থাক নিজে।

তোমার এ শহরে প্রেম দেহ হয়ে শুয়ে পড়ে গুলিস্তানে

সুইসাইড করে ভালবাসা, ছাদ থেকে লাফ দেয় অভিমানে।

আবেগ হারিয়ে মানুষগুলো হয়ে গেছে আজ ম্যানেকিনের ডামি,

তোমার এ শহরে ভালবাসাটাই আজ সবার চেয়ে দামি।



তোমার এ শহরে হৃদয় যেখানে কঠিন মাটির ইট,

তোমার এ শহরে তবু ভালবেসে যাই আমি রক্ত-মাংসের কীট।



১৯ ০৫ ১৪



ছবি: সেলফ টাইমার

মন্তব্য ৫ টি রেটিং +৪/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২১ শে মে, ২০১৪ রাত ১০:১২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
ভালো লাগলোওওওও :) :) :)

২| ২২ শে মে, ২০১৪ ভোর ৫:২২

খোলা বাতাস বলেছেন: :) তোমার এ শহরে তবু ভালবেসে যায় আমি রক্ত-মাংসের কীট চরম হইছে ++++++ ।

৩| ২২ শে মে, ২০১৪ ভোর ৫:৪৮

নাজমুল হাসান মজুমদার বলেছেন: অনেক ভালো লাগছে

৪| ২২ শে মে, ২০১৪ সকাল ৯:৩০

আমারে তুমি অশেষ করেছ বলেছেন: শহরের ছবিগুলো দারুন ভাবে এঁকেছেন।

৫| ২২ শে মে, ২০১৪ রাত ১০:০৯

সুমন কর বলেছেন: রোবটিক শহরের প্রতিচ্ছবি ফুঁটে উঠেছে।

কবিতা মোটামুটি লাগল !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.