নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

আর্জেন্টিনা ফুটবল টিম সাপোর্টারদের জন্য শুভকামনা

২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:১৯

আমার ফ্রেন্ডলিস্ট এর আর্জেন্টিনা ফুটবল দলের সাপোর্টাররা এই ছবিটার জন্য অনুরোধ করছে কয়েকদিন ধরেই। স, ফ্রেন্ডস, here it is..



আমি আর্জেন্টিনা সাপোর্ট করিনাই কখনো। এখনো করিনা। কিন্তু ভালো খেলার এডমায়ার হিসেবে এ কথাটা স্বীকার করতেই হয়, ফুটবলে এই লাতিন দেশটির অবদান অনেক বেশিই। জার্মানির ম্যাথম্যাটিক্যাল আর ইটালির ডিফেন্সনির্ভর কাতেনাচ্চিও ফুটবলের কথা বাদ দিয়ে সুন্দর শিল্পমন্ডিত খেলার কথা বললে ব্রাজিলের সাথে তুলনা করা যায় শুধু আর্জেন্টিনাকেই।



বিশেষ করে দলটির কথা বলতে গেলে যার নাম আসবেই, তিনি হলেন ম্যারাডোনা। গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম হিসেবে পেলে’র সাথে তাঁর তুলনা হতে পারে, কিন্তু, একা একজন মানুষ একটা দলকে বিশ্বকাপ জিতিয়েছেন, এই নজির আর কখনো হয়নি। আমার আম্মার ভাষ্য অনুসারে, বিপক্ষ দলের নাকি কাজই ছিল, ম্যারাডোনাকে আটকানো। আর আর্জেন্টিনার ১০ জনের কাজ ই ছিল সুবিধামত কোন স্থানে নিয়ে ম্যারাডোনাকে বলটা দেয়া। বাকিটা? বাকিটা ইতিহাস!!



এরপরও অনেক গ্রেট খেলোয়াড় এসেছেন আর্জেন্টিনার হয়ে। আমার দেখা সময়েই বাতিস্তুতা, ওর্তেগা, ক্রেসপো, ভেরন, আইমার, তেভেজ, আগুয়ারো, কিংবা হালের গ্রেট মেসি-সহ কম প্লেয়ার আসেনি তাদের কাছ থেকে। মেসি’র কথা কিছু বলা উচিত হলেও বলব না। চর্বিত চর্বণ করে লাভ নেই।



পোস্ট-ম্যারডোনা যুগে বিশ্বকাপের ক্ষেত্রে অবশ্য এই দেশটার ভাগ্য দুর্ভাগ্যজনকভাবেই বরাবরই খারাপ। প্রতিবারই দলটা থাকে সবচেয়ে ফেভারিট। কোটি সাপোর্টারের সমর্থন, র‍্যাঙ্কিংয়ে শক্তিশালী পজিশন, তিন-চারজন স্টার প্লেয়ারসহ খুব ভালো একটা লাইন আপ নিয়ে খেলতে যায় ঠিক, কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারে না। কোটি সমর্থকদের কাঁদিয়ে বিদায় নেয়।



আশা করি, আর্জেন্টিনা দলটি তাদের সমর্থকদের হৃদয় ভাঙবে না এবার। একটা ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে পারলে খারাপ হবে না।

শুভকামনা রইল...



ফর বেটার কোয়ালিটি ফ্লিকার লিঙ্কঃ Click This Link



ফেসবুক লিঙ্কঃ Click This Link



আবীর শাকরান ফটোগ্রাফি

জুন, ২০১৪



# La_Albiceleste

#Argentina_football_team

#football_world_cup_2014

#Brazil2014

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৫

আমি দিহান বলেছেন: আমি ব্রাজিলের সাপোর্টার!

তবে আর্জেন্টিনার সাথেই আমি ব্রাজিলের ফাইনাল চাই।

২| ২০ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী নই । ওদের আক্রমনাত্মক খেলা দেখা গেলো না আর।

ভাল লিখেছেন।

৩| ২১ শে জুন, ২০১৪ রাত ১২:২৩

রিফাত হোসেন বলেছেন: সেলিম আনোয়ার বলেছেন: আর্জেন্টিনাকে নিয়ে আশাবাদী নই । ওদের আক্রমনাত্মক খেলা দেখা গেলো না আর।

ভাল লিখেছেন-------------

সাহেব খেলা কিভাবে হয় ?

কোচ ও ফরমেট দুইটার সমন্বয় মিশেল হয় খেলোয়াড় । বেধেঁ রাখলে কিভাবে খেলবে ?
ফুটবল সাময়িকী পড়ার অনুরোধ জানাবো । আর্জেন্টিনা জ্বলে উঠলে জার্মান বা নেদারল্যান্ড উড়ে যাবে !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.