নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

চোখ ওঠা রোগ (Conjunctivitis): সচেতনতা...

২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:১৯

চোখ উঠা রোগ (মেডিকেল সায়েন্সে যেটাকে বলে Conjunctivitis বা Pink eye) এর প্রকোপ হঠাৎ এদেশে বৃদ্ধি পেয়েছে। আচমকা কেসের সংখ্যা র‍্যাপিডলি বৃদ্ধি পাওয়ায়, এ পোস্ট লিখছি।

এখন যেটা হচ্ছে, এটা মূলত ভাইরাল কনজিংটিভাইটিস। কারণ হিসেবে দায়ী করা হয় adenovirus, HSV, VZV, Picornavirus ( Enterovirus 70, Coxsackie A24) প্রভৃতি ভাইরাস। বেশ কন্টেজিয়াস এই রোগ। পুরো পরিবারে দ্রুত ছড়িয়ে যেতে পারে। ক্লাসে একজনের হলে, নিয়মিত তাঁর সংস্পর্শে এলে ছড়িয়ে পড়তে পারে অন্যজনের কাছেও।

এ রোগের লক্ষণঃ
* চোখ লাল হওয়া (Redness in the white of the eye or inner eyelid)
* চোখ দিয়ে অত্যাধিক পানি পড়া (Increased amount of tears)
* চোখে হলুদাভ ডিসচার্জ বের হওয়া/ পিচুটি বা কেতুর বেশি হওয়া (Thick yellow discharge that crusts over the eyelashes, especially after sleep.)
* চোখে ঝাপসা দেখা (Blurred vision)
* চোখে চুলকানি হওয়া (Itchy eyes)
* ব্যথা হওয়া (Pain in the eye)
* আলোর প্রতি সংবেদনশীলতা (Light sensitivity)

এ রোগ হলে, শিঘ্রই নিজে মাতবরি না করে ডাক্তার বা হাসপাতালের শরণাপন্ন হউন। চিকিৎসক চোখের ড্রপ ও এন্টিহিস্টামিন দিবেন। হট কম্প্রেশন নিতে পারেন। কোন সমস্যা বা কমপ্লিকেশন না হলে, কিছুদিন পর এ রোগ সেরে যায়। শুধু সতর্কতা অবলম্বন করতে হয়।

*অন্যদের সাথে আপাতত সংস্পর্শ থেকে দূরে থাকুন যথা সম্ভব। হাত মিলানো, গামছা ব্যবহারে সচেতন হউন। আক্রান্ত বাচ্চাকে কয়েকদিন স্কুল-কলেজে পাঠানো থেকে বিরত রাখলেই ভালো হয়।

* ফ্রিকুয়েন্টলি হাত ধুবেন ভালো করে।

* অযথা বারবার চোখ চুলকানো হতে বিরত থাকুন।

* আপনি যদি কনটাক্ট লেন্স ইউজ করেন, আক্রান্ত হলে, লেন্স ইউজ করা থেকে বিরত থাকুন।

* এ কথা মেক-আপের জন্যেও প্রযোজ্য। অতিরিক্ত মেক-আপ, মাশকারা, কাজল এসব আপাতত ইউজ না করাই উচিত।

* বাইরে বের হতে হলে, গগলস ইউজ করুন।

নিজেকে এ রোগ থেকে দূরে রাখতে অনুরোধ করেই এই পোস্ট। cure এর জন্য না। আমি এখনো পরিপূর্ণ ডাক্তার হইনাই। এজন্য, কাইন্ডলি, আমার কাছে ট্রিটমেন্ট জানতে না চেয়ে আক্রান্ত হলে বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হউন।

reference:
* Dr Peter Heyworth’s Lecture
* http://www.webmd.com
* CDC এর সাইট
* Medscape
* ফেসবুকে ডাঃ সাঈদ সুজন ভাইয়ার পোস্ট

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:২৭

ইমতিয়াজ ১৩ বলেছেন: আক্রান্ত সময়টাখুব খারাপ।

২| ২১ শে অক্টোবর, ২০১৪ রাত ১২:২৪

আমিনুর রহমান বলেছেন:



কাজে দিবে। আমার অফিসে মহামারী আকার করেছে চোখ ওঠার। কাল প্রিন্ট করে ঝুলিয়ে রাখবো নোটিশ বোর্ডে :)

৩| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ১:২৪

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: সচেতনতামূলক পোষ্টটির জন্য ধন্যবাদ।

৪| ২১ শে অক্টোবর, ২০১৪ দুপুর ২:৫৪

oparajita বলেছেন: আমি বর্তমানে আক্রান্ত। কী যে যন্ত্রণা! কাল ডাক্তার দেখিয়েছি। দুইটা ড্রপ, ১টা অয়েন্টমেন্ট, দুইপ্রকার ট্যাবলেট নিয়ে আছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.