নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

সম্পর্কের পরিবর্তনবাদ , মানুষের বিবর্তনবাদ...

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ৮:০৯

আমি মাঝেমধ্যে আশ্চর্য হয়ে ভাবি, সময়ের সাথে সাথে সম্পর্কগুলোও যেন কীভাবে কিভাবে পরিবর্তিত হয়ে পড়ে।

যে ফোন নাম্বারগুলো এফ এন এফ লিস্টে ছিল, সেগুলো একদিন ফোন থেকে ডিলিট হয়ে যায়।
যে মানুষটির সাথে দিনে পাঁচবেলা ‘তুই’-তোকারি গালাগালির বন্ধুত্ব ছিল, চলার পথে হঠাৎ তার সাথেই দেখা হলে, মুখে আপনাআপনি ‘তুমি’ এসে পড়ে।
যে বন্ধুটির কাঁধে হাত রাখা ছাড়া কথা বলা যেত না, তার সাথে করমর্দন করতেই অস্বস্তি পেতে হয়।
ফেসবুকে যে মানুষটির ফেসবুক ওয়ালের নামের পাশে হলুদ স্টার খচিত থাকত, একদিন একটি খালি পেজ এসে পড়ে সেটাতে।
ছবিগুলোতে তার নীল রঙ্গের নামের জায়গায় কাল রঙ্গের কয়েকটা শব্দ নীরবে চেয়ে থাকে।


সত্যিকার অর্থে, সম্পর্কগুলোর কি পরিবর্তন হয়?
নাকি হয় মানুষের?


সম্পর্ক ব্যাপারটা কন্সট্যান্টই থাকে। আমরাই ভ্যারিয়েবল।
তুমি আর থাকনা সেই তুমি। ‘আমরা’ আর থাকিনা সেই ‘আমরা’।

আমরাই সময়ের আবর্তনের সাথে সাথে বিবর্তিত হতে থাকি।

০৮ ০২ ২০১৫

ফেসবুক লিঙ্কঃ Click This Link

মন্তব্য ২ টি রেটিং +২/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৪

সুমন কর বলেছেন: ভালো বলেছেন। সহমত।

২+।

২| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১২:০৫

স্বপ্নচারী গ্রানমা বলেছেন:
আমরাই সময়ের আবর্তনের সাথে সাথে বিবর্তিত হতে থাকি।

হাঁ, মানুষই সম্পর্ক তৈরি করে,ভাঙ্গে অথবা বিবর্তিত করে !

ভালোলাগা রইল ভ্রাতা। ++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.