নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিগল্প...

০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

আজ দেখো বৃষ্টি হবে
অনেক অনেক বৃষ্টি হবে
অযুত লক্ষ বৃষ্টি হবে।
এক টেরাবাইট বৃষ্টি হবে
এক দিস্তা কবিতা হবে,
এক জানালা বাতাস হবে,
এক বালতি ভালবাসা হবে।
ঘরের লক্ষী মেয়েটা আজ
মায়েরও অবাধ্য হবে,
ঘরে লুকায় যে ছেলেটা
তার মনেও কাব্য হবে।
পথের ধারের পুলিশ যেজন,
ছাতার নিচে তার ছায়া হবে,
কাঁদবে আকাশ, ভিজবে মেঘ
তবুও আজ বৃষ্টি হবে।
আঁধারে লোডশেডিং হবে,
জুতাগুলোর গোসল হবে,
রিকশার সিটগুলো সব
ভেজা কাপড়ে আর্দ্র হবে।
একা ঘরে কাঁদে যেজন,
তার দুঃখ মোচন হবে,
ভিজে চুপসে কিশোরীর
রাতের বেলা অসুখ হবে।
ফুলগুলো আজ ভিজবে সুখে
দেয়ালগুলোর সর্দি হবে,
চায়ের কাপে ঝড় তুলে আজ,
খিচুড়ি-ইলিশ রান্না হবে।
লাফিয়ে ঝাঁপিয়ে ভেজা হবে
রাতের ছাদে নাচা হবে,
আজ দেখো বৃষ্টি হবে
অনেক অনেক বৃষ্টি হবে।


৩ ৪ ১৫


ছবিটা অনেক অনেক আগে তোলা। প্রায় দু' বছর হবে।

পুনশ্চঃ কবিতার সাথে বিটিভির আবহাওয়া পূর্বাভাসের মিল পাওয়া যেতে পারে। এত বাতাস, বিজলি চমকানোর পরেও কোন কারণে আজ বৃষ্টি না হলে কবি ও কবিতা কোনটাই দায়ী নয়।

ফেসবুক লিঙ্কঃ Click This Link

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৬:৫৯

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: হুমম দারুন হয়েছে কবিতাটি ------- এর ছবি, লেখার সাথে ছবির মিল দারুন
ভাল লেগেছে ভীষণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.