নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন, আর্টসেল… :)

২৩ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২

কোন এক ‘বৃষ্টি ভেজা রাতে’ একাকী ‘দুঃখবিলাসে’র সঙ্গী ছিলে তুমি। ‘সে রাতে’র পর থেকে ‘উৎসবের উৎসাহে’ অগণিত কনসার্টে ‘চিলে কোঠার সেপাই’ ট্র্যাকের সাথে সাথে মাথা ঝাঁকুনিতে কিংবা বহু ‘ধূসর সময়’ কাটাতে চলে যাওয়া দূরের কোন এক ‘অনিকেত প্রান্তর’এ ‘অলস সময়ের পরে’ও ছিলে পাশে। এই ‘পাথর বাগান’ ক্যান্সার আক্রান্ত শহুরে জীবনে ‘মুখোশ’ধারী ‘অপ্সরী’দের ‘রাহুর গ্রাস’ কাটাতে ‘শহীদ স্মরণী’ ঘিরে ‘গন্তব্যহীন’ ‘পথচলা’য় তোমার কথা ভেবে ‘ইতিহাস’ লিখেছি। ‘অন্য সময়’এ নিজের ‘অবশ অনুভূতির দেয়াল’ঘেরা আমার যে ছোট্ট ঘর, তাতে অসংখ্য ছন্নছাড়া বিকেল কেটেছে ‘ছেঁড়া আকাশ’ ফেড়ে চলে আসা ‘ঘুণে খাওয়া রোদ’ মেখে তোমার গান শুনে শুনে। রাতের অন্ধকারে ‘ছায়ার নিনাদে’ ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলেও ‘অদেখা স্বর্গ’ খুঁজে পেয়েছি তোমার গানের মাঝে।

আমার ‘ভুল জন্মে’র এই ক্ষুদ্র ‘জীবনে কখন’ আর কোন ‘কৃত্রিম মানুষ’ ঠাই না পেলেও ছিলে ‘রূপক’ বন্ধুর মত, দেখিয়েছ পথ ‘কান্ডারি’র ভূমিকায়। ‘অস্তিত্বের দিকে’ ‘আদৃষ্ট’ হয়ে ‘তোমাকে’ উৎসর্গ করার মত ‘স্মৃতি স্মারক’ দেয়ার ধৃষ্টতা দেখাচ্ছি। ‘জানি ভুল করেছি আমি’, তবুও চিরকৃতজ্ঞ তোমার প্রতি...

আমার “অনেক ফেলে আসা ধূসর ধুলো জমা সময়ে
নীরব চেয়ে থাকা চোখের আলো ঘিরে থাকবে যেন তোমাকে
যা কিছু ছিল থেমে থাকা আবার থামবে ‘এই বিদায়ে’
আমার অপার সীমানাতে তোমার চিহ্ন তবু রবে বেঁচে...”

শুভ জন্মদিন, আর্টসেল… :)
আরো অনেক ‘হুঙ্কারের অপেক্ষা’য় রইলাম।
‘আশীর্বাদ’ চাইনা।
শুধু চাই, আমি ও আমরা ‘সহসা ডুবে গেলেও' তুমি কখনো ‘লীন’ হয়ে যেও না…






পুনশ্চঃ আমার শোনা আর্টসেলের প্রায় সব ট্র্যাকের নামই এ লেখায় ইঙ্কলুড করার চেষ্টা করা হয়েছে। :) একটি কি দুটো বাদ যেতে পারে অনিচ্ছায়। ক্ষমাপ্রার্থী...

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.