নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্য ত্রিশঃ তোমার ঘন চুলের আমাজন নগরী কিংবা নায়াগ্রা জলপ্রপাতে নকটার্নাল প্রেম...

২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

- এখন তোমার সঙ্গী কী?

- জোছনার চাঁদ। তোমার?

- রাতের আঁধার।

- কেন? অন্ধকার খুব ভালোবাসো বুঝি?

- অন্ধকার নয়। আমি ভালবাসি রাতের কালোটা।

- হুম, এজন্যই বুঝি কালো রোদচশমায় ঢেকে রাখ চোখ দুটো?

- বলনা আর, পিউপিল দুটো বড্ড জ্বালাতন করছে।
মাইড্রিয়াসিসেই থাকতে চায় আজকাল।

- হয়েছে। নকটার্নাল সাজা হচ্ছে খুব, না?
এত কালোপ্রেম কোথায় ছিল এতদিন?

- আমার কী আর দোষ বল?
যেদিন হতে তোমার কালো চুলের আঁধার দেখেছি,
সেদিন হতে আমি অন্ধকারের জীব।

- আমাকে বনলতা সেন পেয়েছ? জীবনানন্দ হতে ইচ্ছে করছে?

-উহু, জীবনানন্দ হওয়ার স্বপ্ন নেই আমার।
হাজার বছর ধরে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে কিংবা
বিম্বিসার অশোকের ধুসর জগতে বেড়াবার সাধ আমার ছিল না কখনো।
সাধ ছিল তোমার চুলের নায়াগ্রা জলপ্রপাতে অবাধ ডুবসাঁতারের,
কিংবা সেই ঘন চুলের আমাজন নগরীতে হারিয়ে যেতে।

এখন কী মনে হচ্ছে জানো?

- কী?

- প্রেমিক না হয়ে যদি তোমার চুলের কাঁটা হলেই ভাল হত বুঝি!
মাঝেমধ্যে তোমার চুলের কাঁটার প্রতি খুব হিংসে হয়,
সারাবেলা যদি তোমার চুলের ঘ্রাণ নিয়ে খোপার মাঝে ওভাবে বেঁচে থাকতে পারতাম!!

২১ ০৯ ২০১৬

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:১৫

নেক্সাস বলেছেন: খুব খুব সুন্দর কবিতা। সুললিত পাঠ। ভাবনা এবং শব্দের ও বাক্যের বিন্যাস মিলিয়ে অসাধারণ।

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৫

সিগনেচার নসিব বলেছেন: অসাধারণ ++++

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:১০

ভ্রমরের ডানা বলেছেন:
সরল ভাষায় বিশুদ্ধতম প্রেম! খুব ভাল লেগেছে!

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার উপমা । সুন্দর ।

৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর :)

৬| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৪

মোস্তফা সোহেল বলেছেন: বাহ খুব সুন্দর কবিতা। ভাল থাকবেন কবি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.