নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

নটরডেম কলেজ ও মুখতার স্যার…

১৪ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০৭

মুখতার স্যার নাকি আর নেই?
things will never be the same in Notre Dame.
:(
আজ কাঁদব আমি, কাঁদবে স্যারের 'এটা-ওটা-সেটা'তে মোহাচ্ছন্ন হাজার নটরডেমিয়ান। কাঁদবে স্যারের ঢাউস সাইজের সেই চশমা অথবা চেয়ারের সেই কুশনখানা। স্যারের কিংবদন্তী ডায়ালগ “সর্বনাশ করে ছেড়ে দিব” কিংবা “আজ বাসায় গিয়ে তোর বাপ কে জিজ্ঞাসা করবি যে বাপ, তুই কি আমার বাপ?”-এ জীবনে যে শুনেছে সে কাঁদবে। কাঁদবে “জবজবে করে চুলে তেল দেয়া” কপিলা, কাঁদবে “কেউ হাতে, কেউ পায়ে, কেউ কানে, কেউ চুলে” ধরা সেই বিলাসী, কাঁদবে “বসতে না পারা, অথচ শুতে পারা” সেই মালা। স্যারের হাতে রামচড় খাওয়া যে ছেলেটি আমার পাশের সারিতে বসত, হয়তো সেও কাঁদবে আজ। :'(

স্যারের এক চোখ টিপে দেয়া সুবিখ্যাত সেই ভুবন ভুলানো হাসি এ জীবদ্দশায় যে দেখেছে- সে আজ না কেঁদে থাকতে পারবে?

আফসোস হয়। সময়ঘড়ি কি কোনভাবে একটা মাত্র দিনের জন্য সাত বছর পেছানো যায়না? একটি বার- মাত্র আর একটিবারের মত স্যারের ক্লাস করতে পারতাম যদি!!

ভাল থাকবেন স্যার... ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন

"চলে যাওয়া মানে প্রস্থান নয়- বিচ্ছেদ নয়
চলে যাওয়া মানে নয় বন্ধন ছিন্ন-করা আর্দ্র রজনী..."


১৪ ১২ ১৬


পুনশ্চঃ ১৪ ডিসেম্বর কি এদেশের আকাশে সূর্য উঠে?
হয়তোবা উঠে।
এক সূর্য উঠে।
কিন্তু, হাজার সূর্য অস্ত যায়।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৩৭

আবিদা সিদ্দিকী বলেছেন: আমার স্বামী এক্স নটরডেমিয়ান। তাকে বললাম। তিনিও কিছুটা স্মৃতিচারণ করলেন।

২| ১৫ ই ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৪৪

দেশী পোলা বলেছেন: ইন্নালিল্লাহে রাজেউন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.