নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্যঃ ৩৪, কালবৈশাখী এবং কালোবৈশাখী…

১৩ ই মে, ২০১৭ সন্ধ্যা ৭:২০

- “অসভ্য হয়েছ দিনকে দিন ধ্রুব।
একদিন আমাকে শাস্তি দিয়েই ছাড়বে তুমি,
কেলেংকারি রটে যাবে”, -চিৎকার করে বলছিল নীলা,
কবজি দিয়ে এলোচুল বেঁধে খোঁপা ঠিক করতে করতে।
“বাসা থেকে খোঁপা করে এসেছি।
বাসাই গিয়েই তো খোলা উচিত, তাইনা?
মানুষ কী ভাববে বল তো?
আমার সাধ করে বানানো খোঁপা খোলার অধিকার কে দিয়েছে?
আমার সর্বনাশ না করে যাবে না, তাইনা?
একটানে এভাবে প্রতিদিন কেশবনে তল্লাশি চালিয়ে কি সুখ পাও তুমি?”

- “নীলা, কালবৈশাখীর তান্ডব দেখেছ?
প্রলয়ংকরী এ ঝড় কীভাবে প্রকৃতির কেলেংকারী বাধিয়ে দেয়!!
তোমার কালো চুলের উথালপাতাল হাওয়া আর আমার ভালোলাগা তান্ডব।
আজ থেকে তাই তোমার চুলের নাম দিলাম, কালোবৈশাখী।
নীলা, তুমি নিজের সর্বনাশ নিয়ে ভাবছ?
তোমার ওই কালোবৈশাখীতে যে আমার সর্বনাশ হয়েছে সে কবেই!!”

১৩ ০৫ ১৭

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.