নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

প্রেমপদ্য ৩৬ : ঘর পোড়া গরু আর মেয়ে কে নিয়ে দেখা লাল স্বপ্ন

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:০৮


মেয়ে, আজকাল আর মানুষ হতে ইচ্ছে করে না।
যদি হতে পারতাম এক ফোঁটা ঘাম,
তোমার নাকের ডগায় লেগে থাকতে পারতাম।
ছুঁতে পারতাম তোমার গাল,
গ্রীষ্মের সূর্যের মত- টকটকে লাল।


মেয়ে, সূর্যের আলোতে আর ভয় পাইনা।
তোমার নাকফুলের প্রতাপ আলো
আমার চোখ জ্বালিয়ে দেয়।
এমনেই তোমার মুখের আলোতে ঝলসে আছে,
অন্ধ হতে চাইনা।


পরজন্মে আমি তোমার লাল লিপস্টিক হতে চাই,
কিংবা ঐ গোল নাকফুল
অথবা পিঠের কালো তিল
বা কপালে ভাঁজ হয়ে থাকা চুল...

8
মেয়ে, একদিন তোমার সব লালই,
আমার সর্বনাশের কাল হয়ে দাঁড়াবে।


আমি ঘরপোড়া গরু,
সিঁদুর দেখলে ভয় পাই।
ভয় পাই লাল রঙ, লাল লিপস্টিক, লাল টিপ, লাল চুড়ি, লাল জামা।
আচ্ছা, কষ্টের গায়েও নাকি লাল জামা থাকে?

আমি ঘরপোড়া গরু,
এজন্য,কাউকে নিয়ে স্বপ্ন দেখতে ভয় পাই।


২৯ ০৭ ১৭

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১১:২৪

নির্বোধ সুবোধ বলেছেন: চমৎকার লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.