নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শাকরানের রাফখাতা

ছবিকর

Doctor, Photo-enthusiast, Movie-buff, Music-addict, Pluviophile, Poetry-lover, Cat-Person, Nyctophile, Traveloholic

ছবিকর › বিস্তারিত পোস্টঃ

লকডাউনের দিনগুলিতে স্বপ্ন দেখার দুরন্ত সাহস

১৪ ই এপ্রিল, ২০২০ রাত ৯:০৬

আমি স্বপ্ন দেখি এক মুঠো বিশুদ্ধ বাতাসের।
যে বাতাসে কোন অস্বস্তি নেই, সংকোচ নেই, ঝরে পড়ার ভয় নেই,
বেঁচে ওঠার কেবল এক মুঠো তীব্র বাতাস।

আমি স্বপ্ন দেখি এক ফালি সুনীল আকাশের।
নীলের মাঝে সাদা তুলোর মত মেঘের সাঁতরে বেড়ানো,
মায়াবী আকর্ষণে দুলে দুলে উঠে।

আমি স্বপ্ন দেখি এক পশলা ভেষজ বৃষ্টির।
ঝুম বৃষ্টি হওয়ার আগের গুমোট ভাব আর মাটির সোঁদা পেত্রিচরের গন্ধ,
কিংবা টুপটাপ বৃষ্টির মাঝে দাঁড়িয়ে টিএসসির গরম চায়ের ধোঁয়া ওঠা।

আমি স্বপ্ন দেখি এক মুঠো স্নিগ্ধ চাঁদের আলোর।
রুপালি আলোয় ভেসে যাওয়া জোছনা রাত,
হাসনাহেনার ঘ্রাণে চলে আসা ক্লান্তির সেই ঘুম অথবা
মুড়ি মাখানো খেতে খেতে আড্ডা কিংবা নিষ্কলুষ হেঁড়ে গলায় গান।

আমি স্বপ্ন দেখি এক চিমটি ভোরের সোনালি রোদের।
পাখি ডাকা ভোর বেলায় বাবার জগিং এ যাবার তাড়া,
মায়ের ব্যাতি-ব্যস্ততায় রান্নাঘরের টুংটাং শব্দ।
কিংবা বাতাসে ভেসে আসা ইলিশ ভাজার গন্ধ।

আমি স্বপ্ন দেখি হারিয়ে যাওয়া সেই সোডিয়াম বাতির বিষন্ন নেক্রোপলিস।
ভিড়ের কোলাহলে ভেজা রিকশার সিট, ইয়ারফোনের প্যাঁচানো তারের আলিঙ্গন,
পথে হারিয়ে যাওয়া সময়ের অপচয়ে বারবার ঘড়ির দিকে তাকানো আমাকে কাঁদিয়ে বেড়ায়।

আমি স্বপ্ন দেখি তোমার হাতের এক আলতো ছোঁয়া,
চুড়ির নিক্কণ, খোলা চুলের ঝাপটা, হেঁটে যাওয়া কৃষ্ণচূড়া পথ,
ফুচকার টকের মাঝে তেতুলের নোনতা গন্ধ কিংবা কাচ্চি বিরিয়ানীতে আলুর লেগে থাকা স্বাদ।

আমি স্বপ্ন দেখি এক সুতীব্র বিকেলের,
জানালার গরাদ ধরে নয়, চানাচুরের বাদামে চিলেকোঠার কার্নিশে নয়,
ছাদে শুকাতে দেয়া কাপড়ের উমে নয়,
খোলা মাঠে একাকী ফুটপাতে হেঁটে বেড়ানোর স্বাধীনচেতা উল্লাস।

আমি স্বপ্ন দেখি এক ফোঁটা দুর্বার স্বাধীন স্বপ্নের,
কেননা স্বপ্নে কোন জীবাণু ছড়াতে পারে না।

স্বপ্নে কোন লকডাউন থাকেনা।

শুভ নববর্ষ

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.