নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন

“ নতুন দিনই নতুন চাহিদা ও নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়॥ ”

শাহরিয়ার বাপন › বিস্তারিত পোস্টঃ

শেষ জন্ম,প্রথম মৃত্যুর আগে।

২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৩১



আমার পশু হতে ইচ্ছা করে।যখন দেখি একজন ধর্ষককে মানুষের আইনে বিচার করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন দেখি সেই ধর্ষকদের পক্ষে কথা বলতে গিয়ে কিছু সুশীল ভদ্র লোক ,মেয়েদেরকেই শুধু দোষারোপ করছে , তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন দেখি ধর্ষনের কারন হিসেবে নারীর পোষাককেই শুধু দ্বায়ী করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। যখন শুনি নারীরা উত্তেজনাকর পোষাক পরে বলেই তারা ধর্ষিত হয় তখন আমার পশু হতে ইচ্ছে করে।
পশু হওয়াই ভালো, পশুর বিবেক বলে কিছু থাকেনা। নিজের অপারগতার জন্য নিজেকে নগন্য মনেহয় না।আমি চাইনা সেই মানুষের জীবন যারা দশ বছরের এক ফুলের মত শিশুকে ধর্ষন করে। আমি চাইনা বাবা নামের সেই মানুষ হতে যার হাতে নিজের মেয়েও অনিরাপদ। আমি চাইনা সেই মানুষ হতে যে তার নিজ বান্ধবীকে ধর্ষণ করে। আমি চাইনা সেই মানুষ হতে, যে এইসব দেখেও স্বস্তির নিশ্বাস ফেলে,আর বলে আমরা অন্তত ওদের চেয়ে ভালো আছি। আমি চাইনা সেই মানুষ হতে যে বলে ওই মেয়েরই তো দোষ , ও কেন গেলো?
পুরুষ হিসেবে নিজেকে ঘেন্না লাগে যখন শুনি আমার ছোট বোনের বা মায়ের বয়সি একটা মহিলাকে কিছু পুরুষ ধর্ষন করে মেরে ফেলেছে। মানবিকতা তার জন্য যে মানুষ। আমি শুয়োরের সাথে মানবতা দেখাবো না। আর যদি তারা মানুষ হয় তবে আমি চাইনা মানুষের জীবন,আমি পশুই হতে চাই। আমার লেখাতে যদি কেউ নারীদের পর্দা বিরোধীর কনো গন্ধ পান তাহলে বলবো আপনি হয়তো বুজতে পারেন নাই অথবা আমি ব্যার্থ।
একটা জরীপে বলা হয় যে...
1. South Africa: প্রতি ১০ লক্ষ নারীতে ১১৯৫ জন ধর্ষিত হয়।
2.Australia: প্রতি ১০ লক্ষ নারীতে ৭৭৭ জন ধর্ষিত হয়।
3. Canada: প্রতি ১০ লক্ষ নারীতে ৭৩৩ জন নারী ধর্ষিত হয়।
4. Zimbabwe: প্রতি ১০ লক্ষ নারীতে ৪৫৭ জন নারী ধর্ষিত হয়।
5. U.S.A: প্রতি ১০ লক্ষ নারীতে ৩০১ জন নারী ধর্ষিত হয়।

অপর দিকে
1. Saudi Arabia: এখানে প্রতি ১০লক্ষ নারীতে ২ জন ধর্ষিত হয়। শরিয়া আইন এ চলে। মেয়েদের পর্দা না করে বের হওয়া মানা।
2. Azerbaijan: প্রতি ১০ লক্ষ নারীতে ৩ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক।
3. Yemen: প্রতি ১০ লক্ষ নারীতে ৪ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক।
4. Indonesia: প্রতি ১০লক্ষ নারীতে ৫ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক ।
5. Oman: প্রতি ১০ লক্ষ নারীতে ১৮ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক ।

আমি বিশ্বাস করি পর্দা করলে এই ধর্ষণের হার কমে যাবে, কিন্তু আমার প্রশ্ন “যে ধর্ষণের কারন হিসাবে শুধু মেয়েদের পোশাককেই কেন দায়ী করা হবে,আর এই ধর্ষণকারীর বিচার কেন মানুষের মতো হবে, যদি মেয়েদের পর্দাই একমাত্র সমাধান হয়ে থাকে তাহলে সাত বছরের ঐ মেয়েকে কোন পর্দার আড়ালে রাখবেন, মেয়েকে তার বাবার কাছ থেকে কোন পর্দার আড়ালে রাখবেন ??”
বিঃদ্রঃ আত্ম-সমালোচনাই ছিল আমার মূল উদ্দেশ্য।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনি বর্তমানে কি অবস্হায় আছেন, পশু নাকি মানুষ?

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৩

শাহরিয়ার বাপন বলেছেন: আমি আমাকে জবাবদিহিতা করি @চাঁদগাজী

২| ২৮ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১১:৫৭

চাঁদগাজী বলেছেন:
"1. Saudi Arabia: এখানে প্রতি ১০লক্ষ নারীতে ২ জন ধর্ষিত হয়। শরিয়া আইন এ চলে। মেয়েদের পর্দা না করে বের হওয়া মানা।
2. Azerbaijan: প্রতি ১০ লক্ষ নারীতে ৩ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক।
3. Yemen: প্রতি ১০ লক্ষ নারীতে ৪ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক।
4. Indonesia: প্রতি ১০লক্ষ নারীতে ৫ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক ।
5. Oman: প্রতি ১০ লক্ষ নারীতে ১৮ জন ধর্ষিত হয়। মেয়েদের পর্দা আবশ্যক । "

-আপনি যেসব দেশের ডেটা দিয়েছেন, ওখানে কিছুদিন থাকেন; তারপর আরেকটা পোস্ট দিয়েন! তখন আপনি মানুষ হইতে চাহিবেন।

২৯ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১২:৪৪

শাহরিয়ার বাপন বলেছেন: পোস্টটি আরেকবার পড়ে, আপনার মানুষ নামের মানবিকতাকে দয়াকরে প্রস্ন করবেন কি?@চাঁদগাজী

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৪:৪১

সোহানী বলেছেন: যখন দেখি একজন ধর্ষককে মানুষের আইনে বিচার করা হচ্ছে, তখন আমার পশু হতে ইচ্ছে করে। .... ধন্যবাদ বিষয়টি নিয়ে লিখা ও সত্যিকারের উপলব্ধির জন্য। কারন ধর্ষকতো পশু তাদের কেন মানুষের আইনে বিচার করা হবে। আগে ওদের খাচাঁয় পুরতে হবে তারপর অন্য কথা।

তবে একটি কথা যেসব আরব রাস্ট্রের ডাটা দিয়েছেন তা যে বানোয়াট বা একপেশে তা কি জানেন? সৈাদিতে নারী নির্যাতন আর ধর্ষন সত্যিকারের ডাটা পেলে কখনই কাউকে ও দেশে যেতে বলবেন না। ওরা শুধু রিপোর্টেড ডাটা প্রকাশ করে কারন কোন মেয়ে বা কাজের মেয়েগুলো কে পুলিশ পর্যন্ত পৈাছাতে দেয়া হয় না অার পৈাছালে ও রিপোর্ট ওই মেয়েটির বিরুদ্ধেই যায়। যাক সেটা অন্য বিষয়........

৩০ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১:০০

শাহরিয়ার বাপন বলেছেন: @সোহানী @ we will talk about the data in another day.

৪| ২৩ শে মার্চ, ২০১৭ বিকাল ৫:২৯

বাস্তব বিলাসী বলেছেন: আপনার লেখার হাত খুব ভালো..

২৪ শে মার্চ, ২০১৭ রাত ১০:৪৩

শাহরিয়ার বাপন বলেছেন: Thank You ##বাস্তব বিলাসী

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.