নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

Love all, trust a few, do wrong to none.

শাহরীয়ার সুজন

আমিও একদিন হারিয়ে যাবো, নীল তারাদের সাথী হবো, রাখবে কি আমায় মনে, গোপন কষ্টে ভিজবে কি চোখ একলা থাকার ক্ষণে? www.twitter.com/shahriar_sj

শাহরীয়ার সুজন › বিস্তারিত পোস্টঃ

“ডেল কার্নেগীর স্মরণীয় ২৫টি উক্তি”

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:০২

(১) যার কথার চেয়ে কাজের পরিমান বেশী, সাফল্য তার কাছেই এসে ধরা দেয়,কারন যে নদী যত গভীর তার বয়ে যাওয়ার শব্দ ততো কম।

(২) মনে রাখবেন,
আপনি কে বা আপনার কি
আছে তার উপর আপনার
সুখ নির্ভর করেনা,
আপনার সুখ নির্ভর
করে আপনি কেমন চিন্তা করেন তার
উপর।

(৩) যা আপনাকে পীড়া দেয়, এমন বিষয় নিয়ে এক মিনিটের বেশি ভাববেন না।

(৪) মানুষের গুণ নিয়ে প্রতিযোগিতা করুন দোষ নিয়ে নয়।

(৫) মনে রাখবেন আজকের দিনটি গতকাল আপনার কাছে আগামীকাল ছিল। যেটার কথা ভেবে গতকাল আপনি চিন্তিত ছিলেন আজ নয়।

(৬) আপনি ভাল মানুষ হলেই পুরো জগৎবাসী আপনার সঙ্গে ভাল
ব্যবহার করবে এমনটা আশা করা ঠিক
নয়।
আপনি নিরামিষভোজী হলে কি কোন
ষাঁড় আপনাকে তাড়া করবে না?"

(৭) অস্পষ্টতায় ভরা দুরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার।

(৮) কি কাজ করতে চলেছেন সে সম্পর্কে কোন ধারণা না থাকার অর্থ,আপনি অন্ধকারের যাত্রী কোন অন্ধের মত।

(৯) মন্দ সহচর্যের চেয়ে নিঃসঙ্গতা অনেক ভালো।

(১০) মানুষ যখন রাগান্বিত
অবস্থায়,তখন
তাকে কোনভাবে বিরক্ত
করা উচিত নয় ।
কেননা তা থেকে চরম ভুল
বোঝাবুঝি সৃষ্টি হতে পারে।

(১১) পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায় আছে,
সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু
ভালবেসে যাওয়া।

(১২) মনে রাখবেন অন্যায় সমালোচনা অনেক ক্ষেত্রেই আড়াল করা প্রশংসাই: মনে রাখবেন মরা কুকুরকে কেউ লাথি মারেনা।

(১৩) দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হল- ব্যস্ত থাকা।

(১৪) আমি চাইতাম বিখ্যাত ব্যক্তিদের মতো সফল হতে; এর জন্য আমি অনেক পরিশ্রমও করেছি কিন্তু আমি কোনভাবেই সফল হইনি,অবশেষে আমি সিদ্ধান্ত নিলাম- অন্যের মতো নয়- বরং আমি হবো আমার মতো।

(১৫) অনুকরন নয়, অনুসরন নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।

(১৬) আমরা যখন আমাদের কর্তব্য - কর্মে অবহেলা দেখাই, কোন দায়িত্বকে নিষ্ঠার সঙ্গে গ্রহন করিনা, তখনই অকৃতকার্যতা আসে।

(১৭) ভদ্র আচরন করতে শিক্ষা লাগে, অভদ্র আচরন করতে অজ্ঞতাই যথেষ্ট।

(১৮) সাফল্য হল আপনি যা চান তা হাসিল করা। আনন্দ হল আপনি যা চান তা পাওয়া।

(১৯) দাম্পত্য জীবনে সুখি হতে চাও?তাহলে-পরস্পরকে অবিশ্বাস করবেনা আর ঘ্যানর ঘ্যানর করবে না।

(২০) একটি সুন্দর মুখের কুৎসিত কথার চেয়ে, একটি কুৎসিত মুখের মধুর কথা অধিকতর শ্রেয়।

(২১) যে স্ত্রীরা স্বামীকে সুখী করতে পারেন, তারা নিজেরাও তারি সঙ্গে সুখী হন। তারা অতি সহজেই বলতে পারেন যে স্বামীর সহযোগিতায় আমাদের জীবন কানায় কানায় পূর্ণ।

(২২) মনে রাখা প্রয়োজন যে, একজন হতাশা গ্রস্থ মানুষের চেয়ে একজন সুখী মানুষ হাজার গুন বেশী কর্মক্ষম।

(২৩) যে অবস্হায়ই পড়ুন না কেন- অবস্থার ভালো মন্দ না দেখে বিচার করা উচিত নয়।

(২৪) সব সময়-ই অপর ব্যাক্তিকে নিজের শ্রেষ্ঠত্ব উপলব্ধি করার সুযোগ দিন

(২৫) যিনি নিজের মন নিয়ন্ত্রণ করতে পেরেছেন তিনিই সফলতা লাভ করেছেন।

মন্তব্য ১৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৩৭

নিলু বলেছেন: ২৫ নম্বরটি সবচেয়ে জরুরী , ধন্যবাদ

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:১৭

শাহরীয়ার সুজন বলেছেন: হুম...আমারো তাই মনে হয়। ধন্যবাদ অপনাকেও ভালো থাকবেন।

২| ২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪৮

মাঈনউদ্দিন মইনুল বলেছেন:




প্রত্যেকটি চিন্তাজাগানিয়া..... একটি আরেকটির চেয়ে!

৬নম্বর পড়ে মজা পেলাম.... কার্নেগি সাহেবের রসবোধও কম ছিল না :)




অনেক ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৪ শে ডিসেম্বর, ২০১৪ রাত ১০:২১

শাহরীয়ার সুজন বলেছেন: ঠিকই বলেছেন মইনুল ভাই,আপনাকেও ধন্যবাদ।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১২:১৪

অপূর্ণ রায়হান বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ ভ্রাতা +

শুভেচ্ছা :)

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৭

শাহরীয়ার সুজন বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ দুপুর ১:০৪

আধখানা চাঁদ বলেছেন: সুন্দর শিক্ষনীয় পোস্ট।

৩য় ভাললাগা।

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৩:৫৯

শাহরীয়ার সুজন বলেছেন: ৩য় লাইকের জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:০৫

পাজল্‌ড ডক বলেছেন: অসাধারণ সব উক্তি---ধন্যবাদ শেয়ার করার জন্য।

২৫ শে ডিসেম্বর, ২০১৪ বিকাল ৪:২০

শাহরীয়ার সুজন বলেছেন: আপনিও ধন্যবাদ নিন।

৭| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ সন্ধ্যা ৭:৫১

কলমের কালি শেষ বলেছেন: অসাধারন সবগুলো উক্তি । ++++

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪১

শাহরীয়ার সুজন বলেছেন: হুম...ধন্যবাদ পড়ার জন্য।

৮| ২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৮:০৭

বোকামানুষ বলেছেন: ভাল লাগলো কথাগুলো ++++

২৬ শে ডিসেম্বর, ২০১৪ রাত ৯:৪২

শাহরীয়ার সুজন বলেছেন: ধন্যবাদ,ভালো থাকুন সবসময়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.