নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন

Love all, trust a few, do wrong to none.

শাহরীয়ার সুজন

আমিও একদিন হারিয়ে যাবো, নীল তারাদের সাথী হবো, রাখবে কি আমায় মনে, গোপন কষ্টে ভিজবে কি চোখ একলা থাকার ক্ষণে? www.twitter.com/shahriar_sj

শাহরীয়ার সুজন › বিস্তারিত পোস্টঃ

ইচ্ছে

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৭:৫৫

ইচ্ছে করে রোদ হয়ে যাই,তোমার ভেজা চুল শোকাতে।
কিংবা হই শ্রাবণ ধারা,তোমার চোখের জল লোকাতে।
ইচ্ছে করে ফুল হয়ে যাই,তোমায় সুবাস বিলিয়ে দিতে।
কিংবা হই প্রজাপতি,তোমার দুঃখ উড়িয়ে নিতে।
ইচ্ছে করে চাঁদ হয়ে যাই,তোমার ঘরে জোছনা দিতে।
কিংবা হই জোনাক পোকা,তোমার একটু স্পর্শ পেতে।
ইচ্ছে করে ঝড় হয়ে যাই,তোমার কাছে ছুটে যেতে।
কিংবা হই ভোরের বাতাস অকারণে ছুঁয়ে দিতে।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ৮:২০

নিলু বলেছেন: জানালা/দরজা খোলা না থাকলে যে চাদের আলো ঢুকবে না আবার ঝড়ের গতি প্রবল হলে সব তছনছ হয়ে যাবে । তাই সাবধানে চলতে হবে

০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৫২

শাহরীয়ার সুজন বলেছেন: হুম ঠিকতো,এইটাতো ভেবে দেখি নাই।

২| ০৩ রা জানুয়ারি, ২০১৫ সকাল ১১:১২

♥কবি♥ বলেছেন: আমাদের সুজন ভাই কবিতা লেখা শুরু করে দিলেন তাহলে!!! অসাম হইছে সামনে আরো ফাটাফাটি হবে এই প্রত্যাশায়। +++

০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:৫৬

শাহরীয়ার সুজন বলেছেন: হে হে হে কবি ভাই, কালকে আপনি যে পরামর্শ দিছিলেন। সেইটা কাজে লাগিয়ে,আজ সকালে এই কবিতা ডেলিভারি দিছে। ধন্যবাদ...

৩| ০৩ রা জানুয়ারি, ২০১৫ দুপুর ২:৪০

শাহাদাত ফাহিম বলেছেন: ইচ্ছেগুলো ভালোই।

০৩ রা জানুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:২৪

শাহরীয়ার সুজন বলেছেন: ধন্যবাদ,ভালো থাকবেন।

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৫ দুপুর ১:৫০

অপূর্ণ রায়হান বলেছেন: ভালোই লাগলো ভ্রাতা।

লুকাতে *

ভালো থাকবেন।।

০৫ ই জানুয়ারি, ২০১৫ ভোর ৬:৪৬

শাহরীয়ার সুজন বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রিয় ভ্রাতা,শুদ্ধ করে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.