নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

এস আর শান্ত

চেষ্টা করছি শব্দের সাহায্যে মনের কথাগুলো প্রকাশ করতে

এস আর শান্ত › বিস্তারিত পোস্টঃ

শাঁখের করাত!!!

২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৩২

প্রথম বর্ষে উঠিয়া আমি মনে মনে বলি,

জীবনভর পাই যেন দেশের চরণ ধূলি।

প্রত্যাশা করেন যাহা মোর গুরুজনে,

সদা যেন ব্যস্ত থাকি তাহা পূরণে।

ভবিতব্য পেশাটাকে যেন ভালবাসি,

না হয়ে থাকি যেন অন্যের দাস-দাসী।



পাশ করিয়া দেখি আমি, একি আজব খেলা,

ভাল চাকরি সোনার হরিণ, বোঝ এবার ঠ্যালা!

কপাল গুণে অবশেষে, পাইলাম মেধার দাম,

ধুর শালা! এ যে দেখি চামচাগিরির কাম।

দেশ ছাড়িব চলিয়া যাইব, থাকিব যেথায় সুখে,

জিআরই দিয়া বিদেশ গিয়া, শান্তি ফিরিবে বুকে।



মায়ার বাঁধন ছিন্ন করিয়া, দিলাম আমি উড়াল

কে জানিত! মারিলাম আমি নিজের পায়ে কুড়াল।

দেশের তরে কাঁদে হিয়া, সারা দিবানিশি,

পরভুমেও পাইনা সুখ, আমি যে বিদেশী।

দেশে ফিরিয়া কি করিব, পাই না খুঁজে দিশা,

জীবন আমার শাঁখের করাত, আসিবে কবে ঊষা?

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৫ রাত ১০:৪৯

নিলু বলেছেন: করাত যেতেও কাটে , আবার আসতেও কাটে , তাই ভরসা কম , লিখে যান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.