নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

ভাবনা

০৬ ই মে, ২০১৪ সকাল ৭:১৮

তুমি খুব অসুখি তাই না??

কারন তুমি তোমার নিজেকে নিয়ে ইকটু বেশীই ভাব তো তাই...।



তোমার আশেপাশের লোকগুলো খুব সুখে-শান্তিতে আছে, তাই না??

কারন তারা নিজেদের নিয়ে তোমার চেয়ে ইকটু কম ভাবে তো তাই..।



জীবন টা তো তোমার। তোমার জীবন নিয়ে তুমি ভাববে এইটাই তো স্বাভাবিক। তাই না???

হ্যা তাই। এইটা তোমার অধিকার। আমি তোমার এই অধিকারের উপর কোনো হস্তক্ষেপ করতে চাই না।



শুধু এইটুকুই বলতে চাই যে ভাবনা গুলোকে কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ রেখনা। যদি রাখ তাহলে তুমি হয়ত স্বার্থপর হবে না তবে আত্মকেন্দ্রিক হয়ে যাবে। যারা কখনোই সুখী হতে পারেনা…।



মানুষের জন্য কিছু করতে পার নাই?? সমস্যা নেই!! কিন্তু তাদের প্রতি তোমার সামান্য ভাবনাই কোনো না কোনো ভাবে তাদের কাজে লেগে যাবে…।



তাই আবারও বলছি নিজের সম্পরকে ইকটু কম ভাব...আর আশেপাশের মানুষদের নিয়ে ইকটু ভাববার চেষ্টা কর।

এতে তাদেরও উপকার হবে এবং তুমি নিজেও নিজের অজান্তে সুখ নামের অচীন পাখিটার দেখা পেয়ে যাবে...।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.