নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি স্বপ্ন দেখি সত্যের, সুন্দরের। যেখানে সবাই আশা ছেড়ে দেয় আমি সেখান থেকেই স্বপ্ন দেখতে শুরু করি। অপেক্ষা করতে চাই শেষ পর্যন্ত। তাইতো আছি পরিশেষের অপেক্ষা্য...

পরিশেষের অপেক্ষায়

আমি একজন মুসলমান কিন্তু সবধর্মের মানুষকেই ভালবাসি কারণ আমরা সবাই এক আল্লাহর সৃষ্টিl আমি আমার দেশ ও দেশের মানুষকে খুব ভালোবাসি।

পরিশেষের অপেক্ষায় › বিস্তারিত পোস্টঃ

ক্রিকেটের পাগল

১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০৭

যারা বাংলাদেশ খারাপ খেলছে দেখে ক্রিকেটারদের গালাগালি করেন....

তারা কি জানেন ক্রিকেটাররা কতটা

ঝুকি নিয়ে নিয়েও খেলেন....??



আশরাফুল ভাই ঠিকই বলেছিলো;

"আমরা জিতলে পুরো দেশ জিতে আর

হারলে শুধু আমরা ১১ জন হারি" ।



মুশফিকুর রহিম বর্তমানে বাংলাদেশের

সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান

সব ফর্মেটে, যেকিনা সাধ্যের সবটুকু

দিয়েই খেলে কখনো কখনো ব্যার্থ হয়।



মুশফিক কিছুদিন আগেও দলের প্রয়োজনে

আঙ্গুলে ইঞ্জুরি নিয়েও খেললো...

আবারো এই সিরিজে ফেটে যাওয়া আংগুল

নিয়েও ১৪০কিমি এর আশেপাশের গতির

বলের বিপক্ষে বুক চিতিয়ে দাড়িয়ে আছেন।



আমরা আর কি ই বা পাগল....??

সত্যি কথা বলতে কি এই পাগল গুলাই

আমাদের পাগলামি শিখিয়েছে ।



কিছুদিন আগে সোহাগ গাজী ও ঠিক

এক ই কাজ করেছিলেন। জয়ের কোন

সম্ভাবনা নেই জেনেও শেষ ব্যাটসম্যান

হিসাবে মাঠে নেমেছিলেন আঙ্গুলে বেশ

কয়েকটা সেলাই নিয়ে...!!

এক একটা বল ঠেকিয়েছেন আর তীব্র

ব্যথায় কুকড়ে উঠেছেন...!!

এরা যে আমাদের থেকে বড় পাগল !



মাশরাফি বিন মর্তুজা ।ইনি আরেক পাগল।

দুই হাটুতে একাধিকবার অপারেশনের

পর ও যে ফাস্ট বোলিং করা যায়

সামান্য একটা রান বাচাতে শক্ত পিচের

উপর ঝাপিয়ে পড়া যায়, উনি করে না

দেখালে তা কে বিশ্বাস করতো...?



যে কিনা দলের স্বার্থে নিজের ক্যারিয়ারের

কথা চিন্তা না করে সবার অগোচরে

কষ্ট পেয়েও খেলে গেছে দেশের জন্য...।



আর অন্যদের বলেছেন "হাতে পায়ে

একাধিক বুলেট লাগার পরেও

মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে

গেছে প্রাণ দিয়ে তোর তো মাত্র কয়েক

ভ্যান ছেড়া, তুই দৌড়া" ..!!



কথা গুলা শুনলেই যেন গায়ের লোম

দাড়িয়ে যায়.. ।।



একটা ক্রিকেটারে কতটা ডেডিকেটেড

এই ব্যাপারে কোনো আইডিয়া আছে...??

তারা কিভাবে ক্রিকেটের পিছে লেগে

থাকে জানেন.....??



মাশরাফির কি ইচ্ছে করে না তার

বন্ধুদের সাথে ঘুরতে বের হলে

কাচ্চি বিরানি খেতে..?

কিন্তু তিনি খান না কারণ, তাহলে

ফিট থাকা যাবে না..!!



মুশফিকের কি ইচ্ছে করে না বন্ধুদের

আড্ডায় সিগারেটের একটা টান দিতে?



ইচ্ছে করে রে ভাই, কিন্তু তারা এসব

করে না কারণ তারা ক্রিকেট

নিয়ে ডেডিকেটেড...।।



ক্রিকেটার রাজ্জাক বিয়ে করেন ৯ই জুলাই।

নতুন বউ সহ খুশিখুশি হানিমুনে

যাবার প্ল্যান করছেন,এমন সময়

তার জিম্বাবুয়ে যাওয়ার ডাক আসলো...



হানিমুনের ব্যাগ পাশে রেখে,

ক্রিকেটের ব্যাগ নিয়ে তিনি রওনা দিলেন

১১ই জুলাই, জিম্বাবুইতে..!!



আর আপনারা বলেন তারা দেশকে

ভালোবাসেনা, দেশের কথা ভাবেনা..!!

তবে অনেকেই এর ব্যাতিক্রম আছেন।



অনেকদিন ধরেই আমাদের বেশ

খারাপ সময় যাচ্ছে, আমরা কষ্ট পাচ্ছি,

লজ্জা পাচ্ছি, হতাশ হচ্ছি..



কিন্তু এখনো সেই পাগলই আছি...!!

পাগলই থাকবো..ভালোবেসে যাবো

তোমাদের আজীবন, একটা জয়ের প্রত্যাশায় ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:২৩

অপূর্ণ রায়হান বলেছেন: অন্য দেশের খেলোয়াড়রা কি ঝুঁকি ছাড়াই খেলেন ? B:-) X((

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.